![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
যুবক, রোজ রোজ হেরে গিয়ে দিশেহারা
দিন শেষে পরাজিত সৈনিকের মতোই ঘরে ফেরা।
যুবক, জানেনা কি আছে স্বপ্নের দুয়ারে
তবুও রোজ যেতে হয় সম্মুখ সমরে ।
যুবকের স্বপ্ন, দিনে দিনে নিয়েছে সমরে রুপ
রোজ রোজ হেরে যাওয়ার জন্য কত বিদ্রুপ।
যুবক, যদি জানতো পড়বে এমন আকালে
তাহলে কি কাটাতো দিন হেয়ালে হেয়ালে ।
যুবক, ভাবে যদি ফিরে পাই সেইসব দিন
সমাজ পরিবারের কাছে শুধাবে জমে যাওয়া ঋণ।।
২| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ৮:১০
নতুন বালক বলেছেন: ধন্যবাদ শুভ্র বিকেল
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৫
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর শুভকামনা প্রিয়