![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
যেন শুকিয়ে যাওয়া সজনে ডাটা
ঝুলে আছে ঐ দূরে,
কুটুম্বিতার বেড়াজালে।
এ এমনি এক অনুবন্ধ জোয়ার ভাটার সাথে
মেঘমেদুর হয়ে শুকিয়ে যায়,
হারিয়ে যায় যবনিকার আড়ালে।
শশীপ্রভা জীবন ক্ষীনালোক ভালবেসে
হারায় জীবনের বিশালতাকে
উপলব্ধির চৈতন্য আসেনা ক্ষনিকে
মিছে মরীচিকা খুজে শুধু মিছেআলেয়াকে ।
এ এমনি খামখেয়াল, জড়ায়ে যায় মিছেমিছে
দুজনের কেউ বুঝেনাকো কুটুম্বিতার মানে টাকে।
©somewhere in net ltd.