![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিখিতে চাই বলিতে চাই না , একা পথে হাটতে ভালো লাগে..। ।
আমি/তুমি এক নিরবতা
আমি/তুমি এক অপূর্ণতা,
অামি/তুমি এক মিথ্যে স্বপন
যার জন্যে আমার/তোমার ভীষণ অভিমান।
আমি/তুমি হয়তো ভীষণ ভুল
আমি/তুমি হয়তো কারো প্রিয় ফুল,
আমি/তুমি এক স্বপ্ন রঙিন চাওয়া
যেখানে আমার/তোমার শুরুতেই হেরে যাওয়া।
আমি/তুমি বিষাদের এক দুঃখগাথা
আমি/তুমি কারো জন্য হয়তো ভীষণ ব্যথা,
আমি/তুমি কারো জন্য হয় ছন্নছাড়া
যেখানে আমি/তুমি কারো জন্য ভীষণ প্যারা।
আমি/তুমি কখনো হৃদয় রোগে হারায়
আমি/তুমি কখনো এক হয়ে ছন্দ মিলায়,
আমি/তুমি কারো ক্ষেত্রে ভীষণ উদাস
আমি/তুমি কারো জন্য পুরাই বিন্দাস।
আমি/তুমি থাকবোনা সময়ের সাথে
আমি/তুমি মিলাবো সময়ের স্রোতে,
তবুও আশা যেন মরিচীকার তরে
এপারে চলে গেলেও, যেন হয় দেখা পরপারে।
২| ২৫ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪০
নতুন বালক বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৪
দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ