নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জানতে এব; জানাতে চাই

আল্লাহ ভালো রেখেছে আমায়

Dm Sajid

I am simple and believe Allah and Rasul(s).

Dm Sajid › বিস্তারিত পোস্টঃ

"না দেখে প্রেম তারপর মরণ "

১৮ ই নভেম্বর, ২০১২ ভোর ৪:২৮

একটি মেয়ের সাথে মোবাইল এ পরিচয় প্রায় পাচ বছর আগে ! আমার বন্ধু নাম্বারটি দিয়েছিল আর বলেছিল অনেক অহংকারী কথা বলতে চায়না তো নম্বরটি আমি নিলাম একদিন ফোন দিলাম কথা বলতে চাইলাম কিন্তু বাপরে এ যে তেলেবেগুনে জ্বলে উঠলো ! পাত্তাই দিলনা না আরো কিছু অগ্রিম কথা শুনিয়ে দিল !তারপর অনেকদিন পর আবার ফোন দিলাম বললাম আমি আপনার সাথে কয়েকটি কথা বলে কেটে দিব আর কখনো আপনাকে distrub করবনা !সে রাজি হলো আমি বললাম আপনার নাম কি সে বলল না ! ঠিক আছে নাম জানার দরকার নেই ,আসলে আপনাকে distrub করার জন্য আমার বন্ধু আপনার নাম্বারটা আমাকে দিয়েছে ! অযথা হয়রানি করে লাভ নেই আমি আপনাকে কখনো কল দিবনা তবে আপনার কন্ঠটা অনেক মিষ্টি ও সুন্দর, মনে হয় আপনিও অনেক সুন্দর ! ভালো থাকবেন আল্লাহ হাফেজ বলে কেটে দিলাম !সাথে সাথে মোবাইল থেকে নাম্বারটি delete করে দিলাম ! প্রায় চার মাস পর একটা কল আসলো বললাম কে , আমি সাথী আমাকে চিনবেন না! বললাম আমাকে চিনেন, সে বলল না ,তাহলে কল দিলেন কেন বলেন ,বলে আপনার সাথে কথা বলব তাই তা বলেন কি বলবেন ! আমি সেই মেয়ে যাকে কল করে distrub করতে আপনার বন্ধুর কাছ থেকে নাম্বার এনেছেন !ও তাই মনে পরছে আমিতো আর আপনাকে কল করি নাই কখনো!তবে কেন কল দিলেন !সে কোনো কথা না বলে আমাকে বলল আপনার ওই দিনের কথাগুলো আমার ভালো লাগছে, এজন্য কল করলাম! তো কোন কথা আপনার ভালো লাগছে!এই যে সত্য কথা বলছেন আমাকে distrub করবেনা!আমি ভাবছিলাম আপনি আবার কল করবেন কিন্তু অনেক অপেক্ষায় থাকার পরও আপনি আর কল দেননি !আমি মনে মনে চাইছিলাম আপনি কল দেন !কিন্তু বিধাতা মানুষের সব চাওয়া পূরণ করেনা তেমনি আমার চাওয়াটাও!তাই আমিই কল দিলাম !আমিতো অবাক যে আমার কল রিসিভ করেনি যা ও একবার করেছে আরো কত কথা শুনিয়ে দিল ,সে কিনা আমায় কল দিল!জানতে চাইলাম তো কেমন আছেন ?

-ভালো,আপনি কেমন আছেন?

- ভালো,তো আমি কি কোনো অন্যায় করেছি?

- না

- তাহলে হঠাত করে আপনি কল দিলেন

-আপনার সাথে কথা বলব তাই

-আচ্ছা ঠিক আছে বলেন

-আপনি কি আমার বন্ধু হবেন ?

ঠিক আছে বন্ধু হব তবে আমার একটা শর্তে রাজি হলে

-বলেন কি শর্ত আপনার

আমি যেকোনো সময় কল করলে রিসিভ করতে হবে

-ঠিক আছে আমি রাজি

এভাবে সাথীর সাথে আমার বন্ধুত্ব হয়! আর তার জীবনের সবকিছু আমার সাথে শেয়ার করে আমিও কিছু কিছু শেয়ার করি!

বাকি বেশিভাগ কথা মিথ্যা বলি!আমি এস.এস.সি অনেক আগে পাস করে বর্তমানে বেকার এবং আমার ফেমিলির সাথে সম্পর্ক ভালো না এসব আর কি!এভাবে দিনের পর দিন রাতের পর রাত তার সাথে কথা বলি!এমন একটি দিন যায় নাই যে,সে আমার সাথে কথা বলেনি!দিরে দিরে সে আমার প্রতি দুর্বল হয়ে পরে কিন্তু আমাকে বলতে পারে না! আমি বেপারটা বুজতে পারি ! এখন প্রায় সে বলে আপনাকে আমার দেখতে ইচ্ছা করে!আমি কি কখনো আপনাকে দেখতে পারব!হয়তো দেখতে পাবেন,হয়তো বা কখনো দেখা হবেনা!আর মন থেকে চাইলে নাকি সৃষ্টিকর্তাকেও হাতের নাগালে পাওয়া যায়!আর আমি তো তার সৃষ্টির একটা জীব মাত্র !দেখবেন একদিন গুড়ে ফিরে আপনার সামনে হাজির!সে জানতে চায় কখন আসবে সেইদিনটা!

- আর একটা কথা বলব mind করবেন না!আজ থেকে আমি আপনাকে তুমি করে বলব!আর আপনিও আমাকে তুমি করে বলবেন!বন্ধ্তের মাঝে আপনি শব্দটা অনেক বাধা!তাই আপনি আমার সব কথার মুল্য না দিলেও অন্তত্ত এই কথাটা রাখবেন!please বলেন রাখবেন! আপনি আমার কোনো কথা রাখেন নি!

- আচ্ছা ঠিক আছে-বলো আর কি কথা তোমার রাখতে হবে!নিশ্চয়ই বলবে কাল তোমাদের দেশে যাওয়ার জন্য!

- না সেটা বলব না,তুমি যে আমার কথা রেখেছ এতেই আমি অনেক খুশি!আচ্ছা সাথী একটা কথা বলবে,সত্যি সত্যি বলবে আর শোনো রাগ করবেনা!

- বল তুমি,আর তুমি এটা ভালো করেই জানো আমি তোমার সাথে রাগ করে থাকতে পারবনা!

- তুমি কি আসলে পড়াশুনা কর নাকি করনা!

- কেন বলত?এটা জিগ্যেস করলে কেন!

- সারাদিন তুমি ফোন নিয়ে বেস্ত থাক,পড়াশুনা কখন কর!

- আমিতো শুধু তোমার সাথেই কথা বলি,আমার বড় ভাইয়ারা বাহিরে থাকে কত চেষ্টা করে আমার সাথে কথা বলার জন্য কিন্তু বলিনা!কি করব বল তোমার সাথে কথা বলে যে শান্তি পাই আর কারো সাথে কথা বলে এমন শান্তি আমি পাইনা!আর হা পড়াশুনা করি তবে আমি অত ভালো ছাত্রী না! সামনে আমার টেস্ট পরীক্ষা!

- তো সামনে তোমার পরীক্ষা তুমি তো পড়না!এভাবে চলতে থাকলে তুমি তো পরীক্ষায় ডাব্বা মারবে!

- না মারবনা বরং তুমি আমার সাথে কথা না বললে আমি রেজাল্ট খারাপ করব!

- ঠিক আছে,আর যা ই কর পড়াশুনা ঠিক রেখো!

এভাবেই চলতে থাকে সাথীর সাথে আমার ফোনালাপ!(5)সে জানতে চায় আমার প্রিয় রঙ,প্রিয় খাবার ,আমার কি ভালো লাগে কি ভালো লাগেনা এসব কিছু!আমার প্রতি তার আগ্রহ দিন কি দিন বেড়েই চলছে! তার এরকম বাড়াবাড়ি দেখে আমি একটু দুরে সরে যেতে চাইলাম!তাকে ইচ্ছা করে তার কিছু কিছু পছন্দের জিনিসকে অপছন্দ করি,যেমন তার প্রিয় রং,খাবার, গান ও পোশাক!আমার উদ্দেশ্য যাতে সে বুজতে পারে,আমি তাকে সে যেভাবে চাচ্ছে সেভাবে পছন্দ করি না!এজন্য সে সঠিক কথা বললেও আমি এর বিরোধিতা করি!সে অনেক কষ্ট পায় আমার এমন আচরণে!সে বলে-

সাজিদ,তুমি কি আমাকে কষ্ট দিয়ে অনেক সুখ পাও!যুদি আমাকে কষ্ট দিয়ে বিন্দুমাত্র সুখ পাও তাহলে আমি তোমাকে কিছু বলবনা!

তবে সাজিদ একটা কথা মনে রেখো আমি কষ্ট সইতে পারিনা !আমি কখনো কোনদিন কষ্ট কি জিনিস সেটা দেখিনি বুজিনি!ছয় ভাই-বোনদের মাঝে আমি সবার ছোটু যেকোনো জিনিস না চাইতে পেয়ে যেতাম!তাই কখনো কোনো অভাববোধ করতাম না!তুমি যখন ইচ্ছে করে আমাকে কষ্ট দাও আর সেটা যখন আমি বুঝতে পারি তখন এমন খারাপ লাগে যে তোমাকে বুঝতে পারবনা !মনে হত কে যেন আমার সুখের একটা দিন কেড়ে নিল!(চলবে)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১২ ভোর ৫:৩৪

অজয় বলেছেন: পরের টার আশায় রইলাম

২| ১৮ ই নভেম্বর, ২০১২ ভোর ৬:৩৩

Dm Sajid বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ @ অজয়

৩| ১৮ ই নভেম্বর, ২০১২ ভোর ৬:৫৮

শৌখিন ছেলে বলেছেন: সিরিজ উপন্যাস লেইখা ফালান

৪| ১৮ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:০৫

বনফুল ব্লেেন্ডজ বলেছেন: চালিয়ে যান -> ->

৫| ১৮ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:০৯

প্রশাসন বলেছেন: মরন যখন বুঝছেন তখন এই মহিলার কাছ থেকে ফেরত আসলেই হল।

৬| ১৮ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:২৮

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: শুরুটা ভালই হইছে। চালিয়ে যান......।

৭| ১৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩৯

অচেনামন বলেছেন: B:-/ B:-/

৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১

Dm Sajid বলেছেন: ্‌্‌ঝঝ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.