![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংখ্যালঘু হওয়ায় এ দেশ আমাকে গতকাল আরো বড় একটা সম্মান দিয়েছে। বর্তমানে এই বাসায় ২ বছর হল আছি। এই ২ বছরে বাড়িওয়ালা গতকালই প্রথম জানতে পারেন আমি বৌদ্ধ। বাসাটি আমার স্ত্রী(মুসলিম সম্প্রদায়ের) ভাড়া নিয়েছিলেন, তাই আমার পরিচয় আর জানতে চায়নি। কিন্তু জানার পর, একজন মুসলমান মেয়ের স্বামী কিভাবে বৌদ্ধ হতে পারে - এ নিয়ে তাদের তীব্র আপত্তি। তাই আমাকে জোর গলায় বলে গেলেন, ‘বিধর্মী, নাপাক দম্পতিকে বাসা ভাড়া দিলে ঘরে ফেরেশতা থাকে না। সামনের মাসে বাসা ছেড়ে দিয়েন।’ এই ঘটনায় এই দেশ আর মুসলমানদের প্রতি আমি এতটুকু অভিমান করিনি। কারণ আমি জানি সংখ্যালঘুদের কোনো দেশ হয় না। হয়তো ভারতের কোনো শহরে আমার মতো কোনো সংখ্যালঘু মুসলমান একইভাবে হেনস্তা হচ্ছেন। কিংবা আমেরিকার রাস্তায় কোনো কালো মানুষ গুলি খাচ্ছেন। তোমরা যারা সংখ্যাগুরু (বাংলাদেশের মুসলমান, ভারতের হিন্দু, বার্মায় বৌদ্ধ), তারা আসলেই ভাগ্যবান। তোমাদের দেশ আছে। তোমাদের সম্মান আছে। রাতশেষে আমরা হয় সংখ্যালঘু না হয় রিফিউজি! তোমাদের ঘরে ‘ফেরেশতা’ আসুক। সবসময় এই কামনাই করি।
২| ১৩ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২৬
কলাবাগান১ বলেছেন: আপনার ধর্মান্ধ বাড়ীওয়ালার চোখে আপনি যেমন বিধর্মী, নাপাক; তাদের বুঝা উচিত আপনার চোখে তারাও বিধর্মী ও নাপাক।
এই ধর্ম যুদ্ধ ই পৃথিবীকে একদিন ধ্বংস করে দিবে...মানুষ যখন পৃথিবীতে বসে মংগল গ্রহে রোবট চালাচ্ছে, আর আমাদের বাড়ীওয়ালারা (প্রতিকী) এখনও পড়ে আছে কে হিন্দু , কে বৌদ্ধ, আর কে মসুলমান তার হিসাবে।
৩| ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২২
চাঁদগাজী বলেছেন:
অত্যন্ত দু:খের বিষয়, জাতিকে কৌশলে ভুল পথে ধরে রাখছে সরকার।
৪| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০০
মাহফুজ বলেছেন: কিছু মানুষ তাদের অন্ধবিশ্বাস নিয়ে জীবন কাটিয়ে দেয়। তাদের বলে বুঝানো যাবেনা যে ফেরেশতারা যদি অমুসলিম দেখে বাড়িতেই না আসে তবে তো বিভিন্ন অমুসলিম দেশে ফেরেশতারা প্রবেশই করতেননা। অমুসলিম দেশে কি ফেরেশতারা যাননা? নাকি সেখানের মুসলিমরা ফেরেশতাদের জন্য মুসলিম দেশে চলে আসেন!!!
৫| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনি মানুষ। যদি চোখটা মানুষের হয়। অন্যকিছু হলে আমার বা আপনার কিছু বলার নেই।
৬| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৬
নিতাই পণ্ডিত বলেছেন: 'ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার' শীর্ষক বইটি পড়ার পরামর্শ রইল।
অমুসলিমদের সম্পর্কে ইসলামের যাবতীয় দৃষ্টিভঙ্গির ব্যাপার জানা যাবে।
৭| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাড়িওয়ালা 'ইসলাম' না জেনে এমনটা করে থাকতে পারেন। তবে উনি যদি সমাজ বা এলাকার অন্য কারো কাছে জেনে থাকেন যে, এখানে বিবাহিত বলে লিভ টুগেদার করা হচ্ছে উনি পদক্ষেপ নিতেই পারেন...
১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৪
সত্যজিৎ বড়ুয়া বলেছেন: 'বিচার মানি তাল গাছ' - ভাই, আমি উল্লেখ করেছি আমার স্ত্রী আছে। তাহলে আপনি কিভাবে বললেন 'লিভ টুগেদার' ? যেটা উল্লেখ করা হয়নি সেটা হচ্ছে - আমার সন্তানও রয়েছে।
৮| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি বলেছি যদি আশে পাশের কেউ কানকথা লাগিয়ে থাকে। তবে আপনারা যেই ধর্মেরই হোন না কেন উনি এভাবে চলে যেতে বলতে পারেন না...
৯| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৭
...নিপুণ কথন... বলেছেন: ফেসবুক থেকে কপি-পেস্ট করে গল্প বানান?
১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৩
সত্যজিৎ বড়ুয়া বলেছেন: মনে হচ্ছে কোথাও একটা ভুল করছেন। ভালো ভাবে যাচাই করুন।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫১
রাসেল সরকার বলেছেন: আমি মুসলিম হিসেবে "শান্তি, মুক্তি ও মানবতার ধর্ম পবিত্র ইসলামকে" নিজের ক্ষুদ্র্র জ্ঞানদ্বারা যতটুকু উপলব্দি করতে পেরেছি তা হলঃ ইসলাম অসুমলিমদের জন্যও ন্যায় বিচারের কোনো আলাদা মানদন্ড অনুমোদন করেনা । রাষ্ট্র কোন একক শ্রেণী বা গোত্রের নয়, এই পৃথিবীতে যারা নিজেদের রাজত্বের দাবী করে, তারা শয়তান । এই শয়তানদের সংহার করা প্রত্যেক মানুষের মানবিক দায়িত্ব । রাষ্ট্র সবার, সব মানুষের । যে যার নিজস্ব মত-পথ নিয়ে চলবে । বল প্রয়োগ করে কেউ কারো উপর কোন মত চাপিয়ে দেওয়ার অধিকার "ইসলাম" কাউকে দেয়নি । কিন্তু দুঃখ জনক হল, আজকের পৃথিবীতে তা-ই হচ্ছে । এ পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র্র পথ মানবতার রাষ্ট্র ও বিশ্ব গড়া ।