![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাদা মনের মানুষ হবার চেষ্টায় ব্রত...
হইনি তোমার মনের মত
সূদর্শন নই চাইছো যতো
ত্বক সুন্দর নইযে অতো
গা-গড়নেও হাতির মতো।
দিনের শেষে মুদিয়ে আঁখি
বোবা কান্নায় টিয়া পাখি
"স্বপ্ন-সুখ সবই রইলো বাকি
কষ্ট-কথন কোথায় রাখি।
*
মোছ আঁখি -
বলছি শোন দিলের কানে
স্বপ্নগুলো দাও আমার পানে
সুখের-সুখী সখা হবেই হবে
দৃঢ় বিশ্বাস রাখ যদি তবে-
বন্য সুখেও ধন্য হবে।
*
আর আমি?
তোমার অঢেল অবহেলার
সবটুকু সুখ ভালবাসার
যা পেয়েছি সবই আমার
দূর প্রবাসে হারিয়ে যাবার।
২৫.০৯.২০১৪
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । পড়ে ভাললাগল ।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৮
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।
শুভকামনা অনেক