![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যকে সত্য মেনে নেয়া,কল্পনার মাঝে কম বসবাস করা।নিজের মাঝে মনুষত্ব্যকে খুজে ফিরি।
মজার ব্যাপার হল,যখনই কথাটা ভেসে ওঠে চোখের সামনে,শুধু হাঁসি। কি এক অদ্ভুত বিষয় নিয়া লেখা শুরু করলাম। কিছুটা গবেষনামূলক, কিছুটা অভিজ্ঞতা দিয়ে লেখা। সে যাই হোক, লেখাটা লিখতে পারলাম সেটাই অনেক কিছু।
ভালবাসা ব্যাপারটা যে অনেক জটিল,যতক্ষন না মন দিয়ে ভালবাসা যায়,বুঝার কোন উপায় নাই।কেউ ভালবাসে চোখের নেশায়, কারও শখে, কারও দেহের টানে,কারও টাকার টানে।
অনেকে বলে সব গুলো বুঝলাম কিন্তু টাকার টানে কি সেটা বুঝলাম না। বোকা টাকা পাওয়ার আশায় যারা ভালবাসে।এটা শুনে কেউ কেউ বলা শুরু করে দিবেন,শালা মনে হয় এক নম্বরের টাকা বাজ। না হলে জানল কি করে। আরে ভাই এটা জানতে কি টাকা বাজ প্রেম করতে হয় নাকি। আপনার চারপাশে অহরহ চলছে, শুধু চোখ বুলালেই হল।
ভাই প্রসঙ্গ এরিয়ে অন্য দিকে যাচ্ছেন কেন? আক্ষরিক ভালবাসা মানে হল, যে ভালবাসার মাঝে বলা না বলা ভাবটা থেকে যায়।বুঝিয়ে বলছি, মনে করুন তারে বলতেও চাচ্ছেন যে তারে ভালবাসেন কিন্তু কোথা থেকে যানি একটা লজ্জা সংকোচ চলে আসছে। তাই আর বলা হচ্ছে না। গোপন ভালবাসা বললে ভুল হবে না।মনে মনে ভালবাসা বলতে পারেন।
মনের অজান্তে বেসেছি ভাল,বলে তো দিতে চাই,
বলতেই গেলে জিহ্বার গোরা আটকে আসে,
টেনে ধরে কেউ পিছন থেকে
অব্যক্ত ভালবাসা থেকে যায়,
মনের লুকানো ঘরে।।।।
©somewhere in net ltd.