![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যকে সত্য মেনে নেয়া,কল্পনার মাঝে কম বসবাস করা।নিজের মাঝে মনুষত্ব্যকে খুজে ফিরি।
একাত্তর দেখিনি, শুনেছি অনেক গল্প। কিন্তু এখনকার অবস্থা দেখলে মনে হয়, হয়তো এমনি ছিলো ৭১।
০১/১২/২০১৩ ইং রোজ রবিবার, লেখাটা লেখছি আজকে তাই তারিখ দিলাম আজকের।
দেশের বর্তমান ৭১ অবস্থা অনেক দিন ধরেই। পাঁচ বছর পর নির্বাচন নামক ব্যাপারটা আসা মানেই কিছু মানুষের জীবনের ঘন্টা বাজা।কিছু হাঙ্গামা শুরু।কিছু প্রান হানী হওয়া।আগে শুনতাম নির্বাচন হল, ঈদের মত আনন্দ অনুষ্ঠান। আর এখন নির্বাচন হল,আতংক কিছু একটা।একদম দায় না ঠেকলে কেউ ভোট দিতেও যেতে চায় না।
আমি রাজনীতি ছোটবেলা থেকেই পছন্দ করতাম।রাজনীতি তারাই করে যারা দেশকে সত্যি কারে ভালবাসে।এটা শুধুই আমার ভাবনা ছিল। যত বয়সটা বারছে তত রাজনীতির উপর আলাদা একটা ঘৃনা চলে আসছে। এখন মনে হচ্ছে রাজনীতি হল মুষ্টিমেয় কিছু মানুষের স্বর্থ রক্ষা করা।
যে সরকার ভাল কাজ করবে জনগন হাঁসি মুখে তাকে গ্রহন করে পুননির্বাচন করবে। সেটা কি হচ্ছে?একদম না।যে যার যোগ্য না তাকে সেই বরন মালা পরিয়ে দিচ্ছি।
কেউ ছার দেবার কোন মানুষিকতা নিয়া চলছে না।সবাই যার যার স্বার্থ রক্ষা করতে ব্যস্ত। রাজনীতি যদি জনগনের উন্নয়নের কথা বলবে সেখানে তাহলে এত হানাহানি,মারামারি,কাটাকাটি থাকবে কেন?
কোন সরকারের মেয়াদ শেষ হল তো , তার চেয়ার দখলে রাখার আমরন চেষ্টা।
একবার ভাবে না যে জনগনের মাধ্যমে, জন্য এই চেয়ার দখল, তাদের মেরে চেয়ারে যেতেই হবে। সে যে ভাবেই হোক।
আপনারা দেখছেন,দেশের বৃহত্তম দুটো দল কি ভাবে চেয়ারে যেতে মানুষ মারার ঘৃন্য খেলায় মেতে উঠেছে। কিন্তু একবার কি চিন্তা করে,কাদের মারছে তারা,কাদের সম্পত্তি নষ্ট করছে।
মনে হয় সব চিন্তা আমাদের,তাদের শুধু ভোট দিয়ে চেয়ারে পাঠানো আমাদের কাজ।বাকি তারাই করে নিবে।
সেই ছোট্ট বেলার ভালবাসার রাজনীতির প্রতি ঘৃনাটা আরও প্রকট আকার ধারন করেছে।
বাংলার মানুষের কবে শুভবুদ্ধির উদয় হবে ?
কবে চিৎকার করে বলবে ,আমি বাঙালী, বাংলা আমার,বাংলা তোমার।
বাঁচাও দেশ, হঠাও জালিম।
দৃঢ় কন্ঠে গেয়ে উঠবে,
“আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি”।
©somewhere in net ltd.