![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যকে সত্য মেনে নেয়া,কল্পনার মাঝে কম বসবাস করা।নিজের মাঝে মনুষত্ব্যকে খুজে ফিরি।
পৃথিবীতে কিছু কিছু ভাবনা এমনি চলে আসে।এই ভাবনাটা কেউ আনার জন্য চাপ বা জোর জুলুম করে না।মানুষিক ভাবে নিজে থেকে তৈনি হতে থাকে নিজের মধ্যে।
আমার বাবার যখন চাকরি যাবার সময় আসলো,দেখলাম তার চোখে-মুখে একধরনের বিষন্নতার ছাপ।স্বভাবত আমি প্রশ্ন করতাম,আমাদের অর্থনৈতিক ভাবে খারাপ অবস্থা না,তাহলে তোমার এত চিন্তা কেন ?একগাল হেঁসে বলত,তুই যখন চাকরি করবি,আর আমার মত শেষ দিনে আসবি,সেদিন বুঝবি কিসের ভাবনা।আমি তাকে অনেক বুঝানোর চেষ্টা করতাম।কিন্তু তেমন আশানুরুপ ফল পেতাম না।
মজার ব্যাপার হল, এই স্বপ্নের ভাবনাটা কোথা থেকে আসে,সেটা বুঝতে বেশি দিন সময় লাগে নি।কিছুদিন আগে,কিছু ছেলেরা ক্রিকেট খেলছে।আমি অনেকক্ষন তাকিয়ে একটা দীর্ঘ নিশ্বাস ফেললাম।আমার সহকর্মী জীজ্ঞাসা করল দীর্ঘ নিশ্বাস ফেলার।শুধু বললাম তেমন কিছুই না।
মনের ভীতরে চাপা এক আর্তনাদ,আর তো কোনদিন ক্রিকেট খেলতে পারব না।এই অনুভুতিটা এমনি সৃষ্টি হয়ে যায়।তখনই বুঝলাম, বাবার কি কারনে স্বপ্নের ভাবনা আসত। সেদিন বলেছিল, এইরকম যেদিন তোর হবে,সেদিন তুই বুঝবি।আজ বাবা আমি বুঝতেছি ঔদিনের তোমর কষ্টটা,ভাবনাটা।যখন ভাবি আর কোন দিন,পড়তে পারব না,বন্ধুদের নিয়া আড্ডায় মাততে পারব না,দুরে কোথাও হারিয়ে যেতে পারব না।মনের ভীতর এক চাপা কষ্ট,ভাবনা চলে আসে।
এটাই কি জীবন ?
হয়তো এটাও একটা জীবন,যেখানে নতুন কিছু খুঁজে পাব, হয়তো পাব না।তবে এটা মানি কিছু একটা সেই ছোটবালার মত নতুন আবার সামনে আসবে। তার জন্য আবার নতুন কষ্ট পেতে হবে।
এতকিছুর ভাবনার মাঝে বাবার মুখ খানি ঘুরে ফিরে ভেসে ঔঠে। বাবাও বুঝি এমন করে ভাবত।
জীবনের এমনই প্রত্যেকটি অধ্যায়ে নতুন কিছু আসবে,ভাবনায় ফেলে চলে যাবে। এই আসা-যাওয়াই জীবনের অংশ।
©somewhere in net ltd.