নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার উপর মানুষ সত্য

মানুষের মাঝে সৃষ্টি কর্তার বসবাস,তাই ধর্ম নয়,মানুষের মানুষিকতা দিয়া বিচার করাই মানুষের কাজ।

ক্রান্তি (সৌরভ)

সত্যকে সত্য মেনে নেয়া,কল্পনার মাঝে কম বসবাস করা।নিজের মাঝে মনুষত্ব্যকে খুজে ফিরি।

ক্রান্তি (সৌরভ) › বিস্তারিত পোস্টঃ

সংসার সুখের হয়....।

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

সংসার জীবনে সবাই চায় সুখী হতে। একটা পরিপূর্ন সংসার জীবন বলতে যা বুঝায়, পিতা-মাতা, স্ত্রী, সন্তান ইত্যাদি নিয়ে যা জীবন যাপন করা। মনে করুন আপনি এই রকম একটি সংসার জীবন অতিবাহিত করছেন। অনেক ঝাক্কি ঝামেলা প্রতিনিহত পোহাতে হবে। তবুও আপনি অনেক সুখী। এবার আসি মূল কথায়, সুখী হবার কিছু গোপন সূত্র রয়েছে। যা আপনিও প্রয়োগ করলে , আপনার জীবন এমনই সুখী হতে পার।

বিভিন্ন গবেষনায় দেখা গেছে এই সুখী হবার মহা কৌশল গুলো। আমিও এমনই কিছু কৌশলের কথা আপনাদের কাছে শেয়ার করব।





১। যতটা পারেন কম কথা বলুন। শ্রোতা হউন, বক্তা নয়।

২। যখনই বুঝবেন ঝগরা লাগার উপক্রম,কথা গুলোকে অন্যদিকে নেবার চেষ্টা করুন।

৩। মেয়েরা এমনই স্বামী বেশী পছন্দ করে,যারা তার কথা শুনবে এবং গুরুত্ব দিবে, আপনি নিজেকে এমন করার চেষ্টা করুন।

৪। স্ত্রীকে সবসময় শিকল বেধে রাখবেন না,তাই বলে ছেড়েও ‍দিবেন না,খেয়াল রাখুন কি করে, তার স্বাধীনতাকে মূল্যায়ন করুন।

৫। আপনি আপনার স্ত্রীর মাঝে এই অনুভুতি সৃষ্টি করান, আপনি তাকে খুব ভালবাসেন এবং তাকে অনেক মূল্যায়ন করেন।

৬। সপ্তাহে একবার অন্তত স্ত্রীর জন্য সময় রাখুন এবং স্ত্রীকে এটা বলুন যে, এই সময়টা শুধুই তোমার জন্য।

৭। সপ্তাহে একবার অন্তত স্ত্রীর জন্য ফুল, খাবার বা অন্য কোন উপহার নিয়ে হেসেহেসে বলুন, আমার ভালবাসার কিনচিত উপহার।

৮। স্ত্রীকে ভোগ নয়, তাকে ভালবাসুন, এটা বুঝানোর চেষ্টা করুন।

৯। আপনার স্ত্রীর কোন ব্যাপারে রাগ হলে, বুঝিয়ে বলুন, রাগ করে নয়, দেখবেন জাদুর মত কাজ দিবে।

১০। স্ত্রীকে আপনার কথা দ্বারা এটা বুঝানোর চেষ্টা করুন, পৃথিবীতে এই নারীটি ছারা আর কাউকেই আপনি ভাবেন না বা কল্পনা করেন না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.