![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যকে সত্য মেনে নেয়া,কল্পনার মাঝে কম বসবাস করা।নিজের মাঝে মনুষত্ব্যকে খুজে ফিরি।
সকল আলসেমি ভেঙে, একরাস স্ব্প্ন নিয়ে, জেগে ওঠা সকাল বেল।
মনে মনে কিছু সপথ করা।আজ থেকে আমি এটা করব ,ওটা করব।সকল ভালোর সাথে থাকব।দিনটা শুরু চামেলি চায়ের সাথে । পেয়ালায় মুখ ঠেকাতেই এক উষ্ঞ ও অনুভুতি সৃষ্টি হওয়া। মনে হচ্ছে সারাদিনের কাজ গুলো অনেক ভালোর সাথে যাবে। সূর্যটা করা করে উঠেছে মাথার উপর। দিনের চলার জন্য পূর্বপ্রস্তুতি নেয়া শুরু করলাম।
এতক্ষন যে মনে মনে কত কি রঙিন স্বপ্নের জাল বুনলাম, তার বস্তবতার কতটা ফল দিবে। দিনের চলা শুরু করলেই বুঝা যাবে।
মজার ব্যাপার দিনের শুরুতেই প্রথম হোচট, দাঁত পরিষ্কার করতে গেলেন আর যদি এমন সময় দেখেন আপনার ব্রাশ দিয়ে অন্য কেউ প্রভাতকালীন কাজ শেরে ফেলেছে,তারপর টুথপেষ্ট নাই বললেই চলে। কোনরকমেই আঙুল দিয়ে শুরু করা গেল। গোসলে গেলেন,টেপ ছারতেই গরগর করে কত গুলো বায়ু ছারা কিছুই বের হোল না।মটার ছারার জন্য গেল,সেই সময়ই বিদ্যুৎ চলে গেল। চাপ কল থেকে কোনমতে এক বালতি পানি এনে দিনের শুরুর পথটা মসৃন করলেন।
এবার পোষাক পরতে গেলেন। কালতে যে স্ত্রী / আয়রন করে রাখতে বলছিলেন,তা কেউ করে রাখে নি। কি আর করার,যেহেতু বিদ্যুৎ নাই,তাই এটাই পরতে হবে।
এবার নাস্তার টেবিলে, এবার দিনের সবথেকে প্রধান কাজটি সারতে আসলেন। ঝুরি দিয়ে সব ঢাকা আছে।চিন্তা গেল,অন্তত এইবার শান্তিমত কিছু খেতে পারব। ঝুরি উঠাতেই ,যা দেখলেন তাতে চোখ ছানাবরা। প্লেটে অর্ধ ছেরা একটুকরো রুটি ছারা কিছুই নেই। কারন জানতে চাইলে, কেউ হয়তো ভুলে খেয়ে ফেলছে। কে খেল ,কেন খেল কারন জানার ইচ্ছা আর হল না।বাসা থেকে বের হয়ে,সোজা হয় কলেজে/অফিসে।
যাবার ব্যাবস্থা, রিক্সা,বাস অথবা অন্য কিছু। এবার পুরটাই চোখ ছানা বরা।কোথায় এই পর্তুগিজদের যানবাহন। আজকে ভুলেই গিয়েছিলাম যে, আজ অবরোধ/হরতাল। অগ্যতা হাঁটা শুরু।মাথায় শুধু এটা রাখলাম, হাঁটা শরিরের জন্য অনেক ভাল। তাই সকাল সকাল মর্নিংওয়ার্কটা সেরে নিচ্ছি।
কাজ/বিদ্যাপিঠে অনেক ঝাক্কি ঝামেলা পোহায়ে বাসায় সেই বিকেল ওয়ার্ক করতে করতে ফিরা।
সেই আগের মত কপালে কিছু থাকা ,কিছু না থাকা।
এটাই জীবন।এর স্বাদটা নিতে সবাই আমরা একরকম প্রস্তুত।
জীবনের এই চলন্ত স্বভাবটা জানি একদিন শেষ হবে।তবু আমরা চলছি ঠিক যেন সময় মেনে।জীবনটা আজ এক চলন্ত গারির মত।
ভাল থাকুক সবার জীবন।
শুভ সকাল।
জীবন শুরু হোক আনন্দ দিয়ে, শেষ হোক মজার ভাবে।
©somewhere in net ltd.