![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যকে সত্য মেনে নেয়া,কল্পনার মাঝে কম বসবাস করা।নিজের মাঝে মনুষত্ব্যকে খুজে ফিরি।
এমন একটা মাধ্যম আছে যেখানে আপনি ইচ্ছা করলেই রাজা,পুলিশ,নায়ক থেকে শুরু করে অসম্ভব সব কিছু হতে পারবেন খুব সহজেই। এই সহজ মাধ্যমটা হল স্বপ্ন।
নিজের কিছু অবাস্তব ভাবনা/স্বপ্ন নিয়ে বলব।সেই ছোট বেলা থেকেই অনেক অদ্ভুত অদ্ভুত ভাবনা ছিল আমার।কখনও নিজেকে দেশের সেরা রাজনৈতিক ব্যাক্তি,কখনও সেরা অভিনেতা,কখনও সেরা খেলোয়ার ইত্যাদি ভাবতাম। ভাবনার কোন শেষ নাই। কিন্তু এই ভাবনাটা আসত না, আসলে এই গুলো বাস্তব হবে কিনা। বাস্তব হবে কিনা সেটা বড় কথা না,আমার ভাবনাটা যে চলমান আছে,সেটা ভেবেই ভাল লাগত। ভাবনার লাগাম ধরে রাখতে পারতাম। মাঝেমাঝে নচিকেতার গান শুনে নিজেও গানের জগতে অকাট্য প্রবেশ করার ইচ্ছা জাগল। ভাবতাম এমন গান করব।সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনবে। কত না হারমোনিয়াম নিয়া সে কি দৌড় ঝাঁপ কম হয় নি । একটা সত্য বলি, আমি যখন গান করতাম (বাথরুমে অথবা নিজের রুমে বসে), অনেকেই বলত অনেকটা নচিকেতার মত কন্ঠ আসত। শুনে তো নিজের গুনে নিজেই হাবুডুবু খেতাম। বয়স বারল,স্বপ্নের ধরন পালটাতে শুরু করল। সিনেমা দেখার প্রতি আলাদা লোভ ছিল। বাংলা সিনেমার তখনকার সেরা অভিনেতা অলমগির, সালমান শাহ্, ওমর সানী, নাইম, রুবেল সহ আরও কিছু। আমি তো সালমান শাহের অন্ধ ভক্ত। তাই তার মত বা কানটাই ফুঁটো করে রিং ঝুলিয়ে দিলাম। তার অভিনয় দেখে নিজে নিজে আয়নার সামনে দাড়িয়ে কত না প্রাকটিস করেছি। মা দেখে দেখে হাঁসত। আমার এই গুলি খেয়াল করার মত সময় নাই,আমার মাঝে এক অকল্পনীয় স্বপ্ন বাঁধা তখন।
তখন ক্লাস অষ্টম শ্রেনীতে পড়ি, পুরো ব্যস্ত সময় কাটে ক্রিকেট খেলা নিয়ে।সিনেমা দেখা তখনও চলত কিন্তু নায়ক হবার সেই অসম্ভব স্বপ্ন কিছুটা মাথা থেকে চলে গেছে। এখন শুধুই ভাবনা গাঙ্গুলী (সৌরভ গাঙ্গুলী আমার খুব প্রিয় ক্রিকেট খেলোয়ার ছিলেন) হবার। বাবার পকেট ঝেরে ক্রিকেট বল,ব্যাট কেনা।খেলার মাঠে নিজেকে মধ্যমনি করে তোলা।উল্টাপাল্টা নিয়ম আবিষ্কার করতাম। পড়ে একটা ক্রিকেট খেলার আইন-কানুন বড়দাদা কিনে দিয়েছিলেন। তাই রক্ষা। কিছুটা সঠিক নিয়মে খেলা যেত। সারাদিন মাঠ দাবিয়ে বেরাতাম। অনেক বড় ক্রিকেটার হব,স্বপ্নটা মাথায় সব সময় ঘুরপাক খেত। নিজের এলাকা থেকে শুরু করে অন্য এলাকার মাঠ আমার বল ও ব্যাটে ভালই নাচাতাম। ক্রিকেটার হিসেবে ভালই ছিলাম।
এস.এস.সি পরীক্ষা শেষ করেই নতুন স্বপ্নের মধ্যে পরলাম। আজকে যার দারা হাজার হাজার লেখার কাজ সারছি,সেই আজব যন্ত্র কম্পিউটারের প্রেমে পড়া। একটা কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রে ভর্তি হয়ে গেলাম।মনে হচ্ছে নতুন জগতে প্রবেশ করলাম। সব কিছু আজব আজব লাগছে। শুধু ভাবতার এই যন্ত্র খানা আবিস্কার না হলে কত কিছুই অজানা থাকত বুঝি। ছোটবেলা কম্পিউটার রচনা পড়ার কারনে একটা ছোট খাট ধারনা ছিল। তাই মজার ব্যাপারটা আরও বেশি লাগত এই ভেবে যে কম্পিউটার দারা এত জটিল জটিল কাজ করা হয়,আজ আমিও শিখছি। জানি না আমিও কিছু একটা আবিষ্কার করে ফেলতে পারি।এই বার কিন্তু মনেমনে ঠিক করে ফেললাম। কম্পিউটার ভাল ভাবেই শিখতে হবে।অফিস প্রোগ্রাম বলতে যা বুঝায় ,শেখা হয়ে গেল।
(চলবে...)
©somewhere in net ltd.