নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার উপর মানুষ সত্য

মানুষের মাঝে সৃষ্টি কর্তার বসবাস,তাই ধর্ম নয়,মানুষের মানুষিকতা দিয়া বিচার করাই মানুষের কাজ।

ক্রান্তি (সৌরভ)

সত্যকে সত্য মেনে নেয়া,কল্পনার মাঝে কম বসবাস করা।নিজের মাঝে মনুষত্ব্যকে খুজে ফিরি।

ক্রান্তি (সৌরভ) › বিস্তারিত পোস্টঃ

নিজ ভাবনা............

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

কিছুটা দু-ভাবনা নিয়ে লিখতে বসা।নিজেও হিন্দু।মানে হিন্দু ধর্মের অনুসারী।ভাবছি লেখাটা পড়ে কেউ যদি আমাকেই গায়েব করে দেয়। তবুও মনের কথা কতক্ষন চেপে রাখা যায়।তাই লিখতে বসা।

বাংলাদেশের সাম্প্রদায়িক বিষয়কে বেছে নিলাম।কিছুটা নিজেদের দোষ,আর কিছুটা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন। এত মারছি তবু শ্রদ্ধাবোধ? কি করব বলেন,আমাদের এমন ভাবেই বড়রা মানুষ করেছেন তো। তারা শিখিয়েছেন,অন্য ধর্মকে শ্রদ্ধা করতে,অন্য ধর্মের মানুষকে ভালবসতে,সম্মান দেখাতে। তাই সহজে সে কথা কি করে ভুলে যাই।

শ্রীশ্রী গীতায় ছোট বেলায় পড়েছিলাম, “পৃথিবীতে যখন অধর্মের আভির্বব হবে,তখনই আমি তোমাদের রক্ষা করব,অধর্মকে বিনাশ করে”। তখন মনেপ্রানে কথাটা বিশ্বাস করতাম।

বর্তমানে এই কথাটা বাসি হয়ে গেছে।কেন আবার,এখন যে অধর্ম সেটা বিনাশের উর্ধ্বে। তাই আর কি।

তবুও এতদিন যারা ভাই-বোন ছিলাম,অন্তত তাদের মনে করিয়ে দিতে তো পারি।

তোমাদের মনে আছে, পূজোর সময় একসাথে কত মজা করতাম,নাড়ু খেতাম, লাড্ডু খেতাম।শীতের দিনে খেঁজুর রস চুরি করে পায়েস। কোনদিন তোর মা,কোন দিন আমার মা রেধে দিত। গলায় গলা মিলিয়ে সেই পায়েস খেতাম।মনে পড়ে সেই মজার দিন গুলির কথা। আমি নিশ্চিত,আমার যদি পরে,তোর পরে। কিন্তু কি যানিস কিছু অসাধু মানুষ,যারা ধর্মকে দোহাই দিয়ে আমাদের মাঝে একটা দেয়াল সৃষ্টি করছে। আমরা কি পারি না এই অসুভ দেয়াল যারা সৃষ্টি করছে,তাদের সমস্ত কু-বুদ্ধির বিরুদ্ধে দারাতে।যারা ধর্মকে লালন করে,মিথ্যা ফতোয়া দিচ্ছে,যারা মানুষে মানুষে সম্প্রীতিকে ধর্মের দেয়াল দিয়ে ঘিরে রেখেছে। আর একবার কি পারি না ,কাঁধে কাঁধ মিলিয়ে ওদের এই কু-চক্রী পানা রোধ করতে।

গলা ছেরে একে অপরের জন্য চিৎকার করে বলতে “ধর্ম দিয়ে আমাদের পরিচয় নয়; আমরা মানুষ, আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই”।

সবটাই আমাদের সদ্ ইচ্ছা,হয়তো পারি আবার মিলেমিশে বসবাস করতে।

ঈদ-পূজোতে একসাথে মিলে মিশে আনন্দ করতে। আমাদের কেউ থামাতে পারবে না।আমাদের এই ভ্রাতৃত্ব সম্পর্ক কোন ভাবেই নষ্ট হতে দিব না।

হে ভাই হাত দুটি টেনে তোলো মোরে...............বাঁচি একসাথে..........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.