নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার উপর মানুষ সত্য

মানুষের মাঝে সৃষ্টি কর্তার বসবাস,তাই ধর্ম নয়,মানুষের মানুষিকতা দিয়া বিচার করাই মানুষের কাজ।

ক্রান্তি (সৌরভ)

সত্যকে সত্য মেনে নেয়া,কল্পনার মাঝে কম বসবাস করা।নিজের মাঝে মনুষত্ব্যকে খুজে ফিরি।

ক্রান্তি (সৌরভ) › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধা ও ভাবনা

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর নতুন একটি দেশ তার লিখিয়েছে বিশ্বের বুকে। অনেক রক্তের বিনিময়ে অর্জীত আমাদের সোনার বাংলাদেশ। যারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য তাদের তাজা প্রান বিলিয়ে দিয়েছে, যারা ভয় করেনি একমূহুতে ।
এত কথা বলার শুধু একটাই কারন, যারা এই যুদ্ধ করল, জীবন দিল,তারাই কিনা আজ অবহেলায় রয়েছে সমাজে।বিলাস বহুল জীবন যাপন করে সেই সময়কার স্বাধীনতার বিরোধীতাকারিরা,,যাদের আমরা আজও ঘৃনা ভরে ডাবি রাজাকার।
একটা ব্যাপার না বললে নয়। মতিউর রহমান নিজামি একজন নামকরা রাজাকার। আর তার বিচার কাজে কিনা, বাংলাদেশের এক সুনামধন্য উকিল লরেছেন। বি অদ্ভুত ও হাস্যকর , তাই না। অন্তত নিজের বিবেকের কাছে একবার সেই উকিল সাহেব জীজ্ঞাসা করতে পারত,,তার কি নিজামির মত রাজাকারের পক্ষ হয়ে কেস লড়া উচিত ছিল কিনা।
তার পরিবারের কেউ তো তাকে থামাতে পারত। এরাই আবার রাজনীতি করে, দেশের জনগনের পক্ষ হয়ে কথা বলে। ধীক্কার জানাই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.