নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবুও পথচলাতে বিশ্বাস রাখি | কাল নয়তো আগামীদিন ; গন্তব্য অনিবার্য | আমার এই পথচলাতেই আনন্দ ||
অদ্ভুত সেই কিশোরটি
চক্ষে ,বক্ষে ,গ্রন্থিতে শব্দগুলো ধারণ করে বেড়ে উঠেছিল ধাবমান সময়ের হাতটা ধরে ।
ভেবেছিল শব্দগুলো দিয়ে গান লিখবে,গল্প -কবিতা লিখবে কিংবা সময়ের প্রয়োজনে তেজস্বী মুক্তির ভাষণ হয়ে পড়বে ঝরে ।
অত:পর কিশোর পেরিয়ে তারুণ্য আসে তার,
সেই সাথে বেড়ে উঠে অপ্রকাশিত শব্দসম্ভার ।
ভাবনার কোমল ছোয়ায়
এলোমেলো প্রতিটি শব্দ ঝংকার
নিরিখ করে রাখে,
পাছে হারিয়ে না যায় ।
তারপর একদিন রুঢ় এক বাস্তবতায়
আচমকা সব এলোমেলো ।
দিকবিদিক ব্যস্ততায় হারায় সে নিজেকে,
অবহেলিত সেই শব্দগুলো ।
সময়ের কাটায় শত শত দিন যায় ,
তবুও ব্যস্ততা দেয়না অবসর;
শব্দ ভাঙ্গে ,শব্দ হারায় ।
তারও বহুকাল পর ,
ভাবনার চোখ খুজে ফেরে সেই শব্দ সম্ভার ।
সময়ের পলিতে শব্দগুলো চাপা পড়ে গেছে হৃদয়ের তলানীতে ;
কান পেতে শুধুই চাপা আর্তনাদ শুনতে পায় সে ,
তাতে নেই কোন ঝংকার ॥
১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:১৭
সেইভ পয়েন্ট বলেছেন: সুন্দর মন্ত্যবের জন্য ধন্যবাদ ।খুবই ভালো লাগলো ।
২| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৫
এমএম মিন্টু বলেছেন: লেখেছেন ভালো কিন্তু ভাই এখানে আপনার দুইবার পোষ্ট তাই দয়া করে একটি পোষ্ট যোদি ডিলেট করতেন ভালো হোতো ।
১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:২২
সেইভ পয়েন্ট বলেছেন: দুঃখিত ।মোবাইল থেকে তাড়াহুড়ো করে দেয়া পোস্টটি দেয়া হয়েছিল তাই খেয়াল করতে পারি নাই ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১১
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ।
শুভেচ্ছা রইল
১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:১৬
সেইভ পয়েন্ট বলেছেন: ধন্যবাদ
৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫২
আমিনুর রহমান বলেছেন:
ভালো লাগা +
৫| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৬
সেইভ পয়েন্ট বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৪
আহমেদ জী এস বলেছেন: সেইভ পয়েন্ট ,
এরকমটাই হয় জীবনে ।
যে কিশোর চক্ষে ,বক্ষে ,গ্রন্থিতে শব্দগুলো ধারণ করে, লালন করে কৈশোরের রংয়ে, বহমান সময় তাকে নিঝংকার করে তোলে ক্রমে ক্রমে যদি তা বপন করা না হয় সতেজ মৃত্তিকায়।
সুন্দর ভাবার্থ ।