নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়েদ০৯

যে যাই বলুক, তাতে অামার মাথা ব্যাথা নেই।

সৈয়দ ছায়েদ অাহমদ

অামি একজন সাধারন পাবিলক মানে ধুম পাবলিক!!

সৈয়দ ছায়েদ অাহমদ › বিস্তারিত পোস্টঃ

বাঁচতে হলে বিয়ে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

ঢাকা : প্রাপ্তবয়স্ক অবিবাহিতদের জন্য দুঃসংবাদ। আর যাদের বিয়ের বয়স পেরিয়ে গেছে, অথচ এখনো সিঙ্গেল তাদের জন্য খবরটি আফশোসের। কী সেই খবর? খবর হলো বিয়ে করলে নাকি দীর্ঘ জীবন বেঁচে থাকা যায়। মৃত্যু ঝুঁকিকেও অনেকাংশে কমিয়ে দেয়। অবশ্যই বিবাহিত জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকতে হবে ।সম্প্রতি মার্কিন গবেষকরা নতুন এক গবেষণার পর এমন তথ্যই জানালেন।







নতুন এ গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক ইলিন সিয়েগলার ও তার সহযোগী গবেষকরা। ইলিন বলেন, মাঝবয়সে একজন সঙ্গী বা সঙ্গিনী থাকলে সুরক্ষিত থাকার সম্ভাবনাই বেশি। এ বয়সে একাকীত্ব মানুষকে ক্রমেই আশা ও ভবিষ্যতের প্রতি আস্থাহীন করে তোলে। একজন মানুষের সার্বিক জীবনধারণ প্রক্রিয়ার ওপর বিয়ে ইতিবাচক প্রভাব ফেলে। বিবাহিত জীবনে যারা সুখী তারা স্বাভাবিকভাবেই স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চলেন।







৪০ বছর বয়সের পর একাকী থাকা, সঙ্গী বা সঙ্গিনীকে হারিয়ে নতুন করে বিয়ে না করা অসময়ে মৃত্যুর ঝুঁকিকে বাড়িয়ে দেয়। এমনকি ৬০ বছর বয়স পর্যন্ত পৌঁছানোটাও দুষ্কর হয়ে যায়। বিবাহিত যে ব্যক্তিদের ধূমপান বা অ্যালকোহলের বদভ্যাস রয়েছে তাদের ক্ষেত্রেও অবিবাহিতদের তুলনায় মাঝবয়সে বেঁচে থাকার সম্ভাবনা ২ দশমিক ৩ গুণ বেশি। তাদের বন্ধু-বান্ধবের সংখ্যাটাও বেশি ও স্বামী-স্ত্রী যত্ন নিতে পরস্পরকে উৎসাহিত করেন। অন্যদিকে মাঝবয়সের ঠিক আগে বিবাহবিচ্ছেদের মতো ঘটনা ঘটলে ও একাকী থাকার সিদ্ধান্ত নিলে তা আয়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কারণ তখন একাকীত্ব গ্রাস করে। মানুষ বিষণ্নতায় ভুগতে শুরু করে ।







(জয়তিসিমি/আরএ/ডিডি/ ফেব্রুয়ারি ৮.২০১৩)

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

িনর্বাক বলেছেন: আমাকে প্রথম পাতায় লেখা প্রকাশের অধিকার ফিরিয়ে দেয়া হোক

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

সৈয়দ ছায়েদ অাহমদ বলেছেন: খুব শীঘ্রাই পাবেন।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

১১স্টার বলেছেন: পু্রুষ মানুষ দু’প্রাকার জীবিত আর বিবাহিত :P

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

রুমি৯৯ বলেছেন: আমি বিবাহিত হব

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

সৈয়দ ছায়েদ অাহমদ বলেছেন: কবে, ছেলে লাগব

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

উৎস১৯৮৯ বলেছেন: কস্কিরে মমিন। আমিতো এখনও বিয়া করিনাই। :| :| :| :|

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

সৈয়দ ছায়েদ অাহমদ বলেছেন: ছেলে না মেয়ে খুজছেন

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

বাউন্ডুলে রুবেল বলেছেন: সুন্দর লেখা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

সৈয়দ ছায়েদ অাহমদ বলেছেন: ধন্যবাদ

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

shfikul বলেছেন: আমি তো বিবাহীত।দীর্ঘ জীবন পাবো?

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

ফকির সাইঁ বলেছেন: একটা বিয়া করবার চাইকা ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.