![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অামি একজন সাধারন পাবিলক মানে ধুম পাবলিক!!
স্টাফ রিপোর্টার: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন অসুস্থ শুনেই ফোন নম্বর চাইলেন ঢাকা সফররত ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। বললেন, নম্বর পেলে কথা বলতাম। সঙ্গে সঙ্গে নম্বর দিলেন কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এরপর সরাসরি ফোন করলেন কামাল হোসেনকে। জানতে চাইলেন তার শরীর এখন কেমন আছে? বললেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে দেশে ফিরুন। দেশে অনেক প্রয়োজন রয়েছে। কখনও দিল্লি গেলে তার সঙ্গে যেন দেখা করেন সে কথাও বললেন। ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তিনদিনের সফর শেষে আজই দেশে ফিরে যাচ্ছেন। শত ব্যস্ততাতেও ভুলেননি বাংলাদেশে সুহৃদদের। দু’দেশের প্রটোকল ভুলে চেয়ে নিয়েছেন মোবাইল নম্বর। কাউকে ফোন ধরে দিতে বলবেন এমনটিও করলেন না। নম্বর টাইপ করে ডায়াল করলেন। খোঁজ নিলেন। শতকোটি মানুষের দেশ ভারত যাকে সম্মান করেছে; সর্বোচ্চ পদে আসীন করেছে; সেই পূজিত ব্যক্তিই দেশের গুণী ব্যক্তিত্বদের অভূতপূর্ব ভালবাসার বন্ধনে বাঁধলেন।
উল্লেখ্য, ড. কামাল হোসেন বর্তমানে ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার পায়ের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎকালে কাদের সিদ্দিকীর সঙ্গে গণফোরামের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমানও উপস্থিত ছিলেন।
মানবজমিন
২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫
টানিম বলেছেন: ভাল লাগলো । উনি সুস্থ হউন । দোয়া থাকলো ।
৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
রোড সাইড হিরো বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: আমরা ডঃ কামাল হোসেনের শারীরিক সুস্থতা কামনা করছি
আল্লাহ্ রহমত দিন , আমিন ।
৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
হীরা ৪৪ বলেছেন: ডঃ কামাল হোসেনের শারীরিক সুস্থতা কামনা করছি
আল্লাহ্ রহমত দিন , আমিন ।
৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৬
পক্ষপাতদুষ্ট বলেছেন: কাদের সিদ্দিকীর মত নব্য রাজাকারের !! সাথে প্রণব বাবু দেখা করে ভালো করেননি > প-তে প্রনব মুখার্জি > তুই রাজাকার > তুই রাজাকার।
৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪০
সাংগু বলেছেন: উনি সুস্থ হউন
৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০
বাংলাদেশী দালাল বলেছেন: প-তে প্রনব মুখার্জি > তুই রাজাকার > তুই রাজাকার!!!!!!!!!!.....হো হো হো হো
৮| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৭
রঁমাকান্তকামারঁ বলেছেন: আমরা ডঃ কামাল হোসেনের শারীরিক সুস্থতা কামনা করছি
আল্লাহ্ রহমত দিন , আমিন ।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: আমরা ডঃ কামাল হোসেনের শারীরিক সুস্থতা কামনা করছি
আল্লাহ্ রহমত দিন , আমিন ।