নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়েদ০৯

যে যাই বলুক, তাতে অামার মাথা ব্যাথা নেই।

সৈয়দ ছায়েদ অাহমদ

অামি একজন সাধারন পাবিলক মানে ধুম পাবলিক!!

সৈয়দ ছায়েদ অাহমদ › বিস্তারিত পোস্টঃ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের তালা

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

নিজস্ব প্রতিবেদক

নতুন বার্তা ডটকম



ঢাকা: বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনে মহানগর পুলিশ বিএনপির প্রধান কার্যালয়ে তালা মেরে দিয়েছে। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন দলটির কেন্দ্রীয় নেতারা। পুলিশ প্রশাসনের নির্দেশেই কার্যালয়ের ফটকে তালা দেয়া হয়েছে বলে দাবি করেছে বিএনপি। তবে পুলিশ দাবি করেছে, তারাপ বিএনপি অফিসে তালা লাগায়নি।বরং বিএনপি নেতারাই ভয়ে তালা মেরে ভেতরে বসে আছেন।



সকাল নয়টায় দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক নতুন বার্তা ডটকমকে বলেন, “সকাল ছয়টা থেকে আমরা এখানে অবস্থান করছি। পুলিশ প্রশাসন থেকেই আমাদের কার্যালয়ের গেইটে তালা দিতে বলা হয়েছে। কেউ যেন ভেতর ঢুকতে বা বের হতে না পারে। গেইট খোলা থাকলে অজ্ঞাতনামাদের আসামি করে দেয়া মিথ্যা মামলায় আমাদের গ্রেফতার করা হবে।”



ফারুক বলেন, “অতীতেও কোনো স্বৈরাচার সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বিরোধীদলের ওপর এসব নির্যাতন চালিয়ে এই সরকারও সফল হবে না।”



পুলিশের মতিঝিল জোনের এডিসি মেহেদী হাসান নতুন বার্তা ডটকমকে বলেন, “নেতারা ভয়ে তালা দিয়ে ভেতরে অবস্থান করছেন। মামলার আসামি কেউ থাকলে গ্রেফতার করা স্বাভাবিক।”



সকাল সাড়ে নয়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত জয়নুল আবদিন ফারুক ও বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুসহ বেশ ক’জন নেতা তালাবদ্ধ ফটকের ভেতরে আটকা পড়েছেন।



পুলিশ-র্যা ব ও যুবলীগ-ছাত্রলীগের ক্যাডার কর্তৃক সারাদেশে গণহত্যা, গ্রেফতার, মামলা ও হামলার প্রতিবাদে’ বিএনপি এবং ‘গণহত্যা ও সন্ত্রাসের প্রতিবাদে ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে’ বুধবার জামায়াত সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির ডাক দেয়।



রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুলি চালিয়ে দল দু’টির পৃথক কর্মসূচি পণ্ড করে দেয় পুলিশ । পরে বিকেলে দল দুটির বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার অভিযোগে বৃহস্পতিবার সারা দেশে হরতালের ডাক দেয়।



নতুন বার্তা/কেএমআর/জিসা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: jalianwalabag hotya kando chalabey naki sorkar......

ami obak hpchchii a desher sorkar ar birudhidol niay

২| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

নন্দনপুরী বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য বিএনপি জামাতের হরতাল..............

জনগন এর জবাব একদিন দেবেই.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.