![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অামি একজন সাধারন পাবিলক মানে ধুম পাবলিক!!
আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: এবার ভারতে এক নারী রাজনীতিক যৌন হয়রানির শিকার হয়েছেন। বিজেপি নেত্রী ভানি ত্রিপাথি বৃহস্পতিবার রাতে বাড়ি যাওয়ার সময় দিল্লীর পথে পাঁচ মাতাল দ্বারা হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেন।
এসময় তাকে সাহায্যের জন্য কেউই এগিয়ে আসেননি বলেও উল্লেখ করেন।
ঘটনার বর্ণনা দিয়ে বিজেপির নিরাপত্তা সচিব ভানি ত্রিপাথি এনডিটিভিকে জানান, আমি ও আমার চালক দিল্লীর ভাসান্ট ভিহারে যানজটে আটকে ছিলাম। এসময় একটি গাড়ি এসে আমাদের গাড়িটিকে ধাক্কা দেয়। তারপর ওই গাড়ির ভেতর থাকা পাঁচ মাতাল আমার ড্রাইভারকে টেনে গাড়ি থেকে বের করে দেয়। তারা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার লক্ষ্যে গাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এসময় আমি কোনমতে গাড়ির দরজা বন্ধ করে রক্ষা পাই।
তিনি জানান, আমি পুলিশকে ফোন করেছিলাম কিন্তু যানজটের কারণে পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি করে। চারপাশে গাড়ি থাকা সত্ত্বেও কেউই এগিয়ে আসেনি।
গত ডিসেম্বরে আলোচিত মেডিকেল ছাত্রী যেখানে গণধর্ষণের শিকার হয়েছিল তার মাত্র এক কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।
©somewhere in net ltd.