নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়েদ০৯

যে যাই বলুক, তাতে অামার মাথা ব্যাথা নেই।

সৈয়দ ছায়েদ অাহমদ

অামি একজন সাধারন পাবিলক মানে ধুম পাবলিক!!

সৈয়দ ছায়েদ অাহমদ › বিস্তারিত পোস্টঃ

পুলিশকে মদ খাইয়ে বন্দীর চম্পট!

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭



আন্তর্জাতিক ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম



ঢাকা: যেন কোনো সিনেমার দৃশ্যায়ন! যে অপরাধী বন্দীকে শিকলবন্দী রাখতে সদা জাগ্রত-সচেতন থাকার কথা পুলিশের- সেই পুলিশকেই মদ খাইয়ে নেশাগ্রস্ত করে চম্পট দিল বন্দী! রোববার ঠিক ভরদুপুরে এ ঘটনাটি ঘটে কলকাতার শেঠ সুখলাল করনানি মেমোরিয়াল হাসপাতালে।



ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, হাসপাতালে বন্দীর প্রহরার দায়িত্বে নিয়োজিত থাকা পুলিশ সদস্যকে মদ খাইয়ে দিলে মাতাল হয়ে পড়েন তিনি। আর তাতেই সুযোগের সদ্ব্যবহার করে শৌচাগারের জানালা ভেঙে চম্পট দেন বন্দী শাহজাদা।



গত ৩ এপ্রিল কাঁধে লাগানো প্লেট খুলতে প্রেসিডেন্সি জেল থেকে হাসপাতালটির উডবার্ন ব্লকের অর্থোপেডিক বিভাগে নিয়ে আসা হয় বন্দী শাহজাদাকে। পুলিশ বেখেয়াল হলেও হাসপাতালে আনার পর থেকেই পালানোর সুযোগ খুঁজতে থাকেন ডাকাতির ঘটনায় অভিযুক্ত শাহজাদা। শেষ পর্যন্ত রোববার দুপুরে পান সেই কাঙ্ক্ষিত মোক্ষম সময়। গোসল করতে যাবেন বলে বাথরুমে ঢোকেন শাহজাদা। তারপর বাথরুমে রাখা টুলে চড়ে জানালা ভেঙেই ছুট!



হাসপাতালে মদ প্রবেশ অথবা পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠলেও চতুর শাহজাদার ধূর্ততার প্রশংসা করতে একটুও কৃপণতা করছেন না নিন্দুকেরা!



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.