![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি যদি বলে, "এই সুখ আমার নহে। জাতির শ্রদ্ধা মোর পরম সৌভাগ্য। ইহাকে ফেলিতে নাহি চাই।"
মানুষ শ্রদ্ধা করে, যিনি শ্রদ্ধার পাত্র। কাল পক্ষের ভেদাভেদ নেই গুণীব্যক্তিদের। তাই, তাঁরা মৃত হলেও জাতির কাছে অমর।
যখন মানুষ হিসেবে এই পৃথিবীতে পদার্পণ হয়েছি। আমি চাই মানুষের জন্য ভাল কিছু করতে। আর ব্লগ হচ্ছে তা প্রকাশ করার একপ্রকার নির্ভরযোগ্য মাধ্যম। তবে নিজ সম্পর্কে বলতে গেলে, আমি গুণি নই। মানুষ মানুষের জন্যে। তবুও এই স্লোগ নিয়ে মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। আমায় সমাদর করারও দরকার নেই। সমাদর কর গুণিব্যক্তিদের। আর যার মূল্য তাকে দিতে শেখ।
শুভ যাত্রা, শুভ হোক।
©somewhere in net ltd.