![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই অস্ত্র আমার!!
যে অস্ত্র ধরিব একদিন,
ভাঙ্গিব সেই দ্বীনতা
যেথায় আছে অসম্পূর্ণ হীনতা।।
সেই একাত্তরের অস্ত্র
ফিরিয়ে দাও আমায়,
যা সঁপে দিয়েছিলেম
স্বাধীন হয়েছে বলে।
কিন্তু, এখনো বাংলা হয়নি স্বাধীন! তাই
আবার আমায় সেই অস্ত্র ফিরিয়ে দাও,
দাও ফিরিয়ে,,!! দাও ফিরিয়ে সেই অস্ত্র।।
©somewhere in net ltd.