![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাইনি এই আয়োজন। অহেতুক এই পৃথিবীর মহা আয়োজন। আমার চাইনা এসব। আর শুনতে পারছিনা পাখির কলরব। কেন জানি অযথা শুনতে চাইছিনা ঝরনার ঝন্ ঝন্ শব্দ। আজ মানুষরা সব বোকাদের মত স্তব্ধ।
হে হে সাহিত্যিকদের মত মনোভাব নিয়ে নিলাম যে?? সাহিত্যিক সাহিত্যিক ভাব এখন ছাড়া দরকার। নিজের মত করে কিছু ভাবতে হবে। ,,, অন্য দিনের চেয়ে আজকের সন্ধা একটু কালো দেখাচ্ছে। যেন মনে হচ্ছে এই বুঝি রাত হয়ে গেল। একবার আকাশের দিকে লক্ষ্য করলাম। আকাশের দিকে লক্ষ্য করতেই মাথায় দু'লাইন কবিতা খেলে গেল,
"আজি অন্তরীক্ষ ডাকিছে কেমন গগনে
কেন জানি তারে মনে পড়ে কবিতার সনে সনে"
কবিত্বরূপ ছেড়ে হাটতে লাগলাম। হাটতে হাটতে চক্ষুদ্বয় একটা জিনিস লক্ষ্য করল। ওই যে দেখা যাচ্ছে একটি নব নির্মিত কনক্রিটের দালান। মাঝে মাঝে মনে হয়, প্রতিটি মানুষ যদি তার জীবনটা ওই কনক্রিটের দালানের মত তৈরি করতে পারত? তাহলে কতই না ভাল হত।।
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৩
সাঈদ জামিল বলেছেন: কি আর বলব? ড