![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই নির্ঘুম কোলাহল ভেদিয়া আসিয়াছি তোমারি লাগিয়া, চেয়েছিলেম তোমার হস্তখানি ধরিয়া সুদূর সমুদ্রে হাটিব । চেয়েছিলেম হরেক রকম কথা কইব । এক সাথে সমুদ্রের উত্থান পতনের শব্দ শুনিব । তখন তুমি গাহিবে রবিদ্রনাথের সে-ই গানটি ।
........ "তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে টুকরো করে কাছি,
ডুবতে রাজি আছি, আমি
ডুবতে রাজি আছি" ।।
থাকিব সেদিন শুধু তুমি আর আমি । যখন রাত্রি ঘনিয়ে আসিবে তখন একসাথে দু'জন বসিয়া জোছনা দেখিব । তখন আমি জোছনার আলোতে হাটিব কবি জীবনানন্দ দাসের মত । আর তুমি পেছনটায় দাঁড়িয়ে দেখিবে আমার হাটা । হঠাৎ এক সময় আমার হাটা থামিয়ে মাঝে মাঝে আঁখি ফিরিয়ে দেখিব তোমার রহস্যময় হাসি ।।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৯
সাঈদ জামিল বলেছেন: আমার তো প্রকাশ করার ভাষা নাই, এমন প্রিয়
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৫
সিপন মিয়া বলেছেন: "তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে টুকরো করে কাছি,
ডুবতে রাজি আছি, আমি
ডুবতে রাজি আছি"। --- আমার প্রিয় একটা গান।