নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা বলার তা সরাসরি বলতে ভালোবসি

আবু সাঈদ আহমেদ

আমি অতি সাধারন মানুষ। লিখার চাইতে পড়তে ভালোবাসি। যা বলি তা সরাসরি বলতে ভালোবাসি। মানুষকে বিশ্বাস করি, পুরোপুরি বিশ্বাস করি। কেউ বিশ্বাস ভঙ্গ করলে তাকে আবার নতুন করে বিশ্বাস করতে আমার সংকোচ হয়না। নটর ডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় আর সাইপ্রাস কলেজের দিনগুলোকে মনে হয় এক একটি অপার আনন্দের স্বপ্ন। যদি সেই দিনগুলোতে ফিরে যাওয়া যেত!! এক জীবনে অনেক কিছু করেছি। কবিতা লিখেছি, স্টেজ ডিজাইন করেছি, গ্রাফিক্স ডিজাইনার হিসেবে খুব খারাপ না আর চাকুরী করেছি পুরোদস্তুর বিশ্বাসী কেরানীর মত। প্রচুর কঠিন সময় পার করেছি। তার কিছু গরীব বেলার স্মৃতিতে লিখেছি। তখনও বলতাম বেশ ভালো আছি। এখন পুরোপুরি ব্যবসায়ী আর এখনও বলি বেশ ভালো আছি। ব্যবসা একটু গুছিয়ে নিলে নিয়মিত লিখার আশা আছে। বাচ্চাদের সাথে খুব সহজে ভাব জমাতে পারি। এখন অফিসের বাইরে সন্তান মুমিতকে ঘিরেই আমার বিশাল পৃথিবী। প্রতিদিন ও একটু একটু করে বড় হয় আর আমি আবিষ্কার করি এক নতুন মুমিতকে। প্রতিদিন যে আমার কাছে নতুন, আমার চির সাধনার ধন। ইচ্ছে আছে শুধু ছোটদের জন্য লিখবো।মুমিতের জন্য লিখবো অথবা মুমিতদের জন্য লিখবো। কিন্তু লিখার বিষয়ে সীমা ভেঙে ফেলি বারবার। তাই এলোমেলো অনেক বিষয়ে লিখি। সবসময় ভালো থাকার অদ্ভূত একটা ক্ষমতা আমার আছে। আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি যেটুকু পেয়েছি তা আমার আর যা পাইনি তা আমার নয়। যা বলার তা সরাসরি বলতে ভালোবাসি। নিজের ব্যর্থতা বা ভুল অকপটে মেনে নিয়ে ক্ষমা চাইতে পারি। সতত শুভ কামনা সকলের জন্য।

আবু সাঈদ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বেয়াক্কলদের যাচ্ছে চেনা ফেবু দিয়ে

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৮

প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন "ফেসবুকে জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক করা হচ্ছে।" জাতীয় নিরাপত্তার অজুহাতে ফেসবুকসহ ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার মত আরেকটি আহাম্মকী বক্তব্য।

সাম্প্রতিক ঘটনায় বোঝা যাচ্ছে দেশের তথ্যপ্রযুক্তি এগিয়ে নেয়ার দায়িত্ব কাদের ঘাড়ে অর্পণ করা হয়েছে। এই বিশাল বিশাল প্রযুক্তিবিদদের নেতৃত্বে দেশের মানুষ বহু আগেই ব্লগ দিয়ে ইন্টারনেট চালানোর স্বর্ণযুগে প্রবেশ করেছে। আশংকার বিষয় হচ্ছে ব্লগ দিয়ে ইন্টারনেট চালানোর যাত্রা এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।

মাননীয় মন্ত্রী, এখন প্রশ্ন হচ্ছে-
১. বাধ্যতামূলক কে করবে ফেসবুক কর্তৃপক্ষ না সরকার?
২. প্রক্সি ব্যবহারে অভিজ্ঞ পলক সাহেব কি জানেন যে ফেসবুক বাংলাদেশ সরকারের সম্পত্তি নয়?
৩. ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় ফেসবুকসহ অন্যান্য ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আইনত এবং নীতিগতভাবে বদ্ধ পরিকর?
৪. পলক সাহেবের মত বিশেষজ্ঞরা কি জানেন না এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলেও সরকার লাভবান হবেনা- কারণ জাতীয় পরিচয় পত্রের ব্যক্তিগত তথ্য ফেসবুক কর্তৃপক্ষ নীতিগতভাবে আর প্রাইভেসী আইনের বাধ্যবাধকতার কারণে গোপনীয়তার সাথে সংরক্ষণ করবে?
৫. এটাও কি অজানা যে ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীর সংরক্ষিত গোপন বা ব্যক্তিগত তথ্য চাহিবা মাত্র কোন দেশের সরকারকেই দিতে বাধ্য নয়?
৬. ফেসবুকে স্পর্শকাতর/ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে প্রাইভেসী সেটিংস থাকে। সুতরাং কেউ জাতীয় পরিচয়পত্রের নাম্বার 'অনলি মি' করে রাখলে বাধ্যতামূলক করায় লাভ কি?
৭. এই সিদ্ধান্তের ফলে ১৮ বছরের কম বয়েসীদের জন্য ফেসবুক ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে কি?

ব্লগ দিয়ে ইন্টারনেট চালানোর ফাঁকে ফাঁকে প্রক্সি দিয়ে ফেসবুক ব্যবহারে অভিজ্ঞতাসম্পন্ন জ্ঞানভান্ডার প্রযুক্তি প্রতিমন্ত্রী মহোদয় কি বিষয়গুলো ভাবার সময় পেয়েছেন!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে বোঝা গেল, কালো ফ্রেমের চশমা পরলেই তাকে জ্ঞানী বলা যায় না!

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫

গেম চেঞ্জার বলেছেন: বেয়াক্কেল না বলে আহম্মক বলা হউক।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫১

তিক্তভাষী বলেছেন: ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে ন্যাশনাল আইডি প্রদর্শন বাধ্যতামূলক হলে ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় একই নিয়ম কেনো হবে না? আপনাদের সবকিছুতেই বিরোধিতা করার স্বভাব আর গেলো না!




;)

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৮

কবি এবং হিমু বলেছেন: ভাই।তারা মনে করে আল্লাহ মুখ দিছে কিছু একটা তো বলতে হবেই।মুখটা বন্ধ করে তারা রাখতে জানে না।আর তাই না জেনে,না বুঝে কেবলি চিল্লায়।ছাগলে যেমন চিল্লায় সেই রকম।সবগুলো এক একটা বলদ।দেশটার মতো ফেসবুক ও মনে হয় তাদের বাপের বা মায়ের সম্পত্তি।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৮

রক্তিম দিগন্ত বলেছেন: অ্যাকচুয়াল্লি, ফেসবুক কিন্তু আনঅথেনটিক অনেক আইডিই ইতিপূর্বে অফ করে দিয়েছে। অনেকে ছদ্মনাম দিয়ে ব্যবহার করতো সেগুলোও আঁটকে ছিল। আইডিগুলোকে আবার ফিরে পাওয়ার জন্য ন্যাশনাল আইডি কোন সত্যিই সাবমিট করতে হয়েছে। তবে আইডি কার্ডে এডিট করে একটা দিয়ে দিলেই হত।

এইদিক দিয়ে যা বলছে একেবারে ভুল বলে নাই। কিছুটা চান্স আছে।

তবে বাস্তবিক হওয়ার সম্ভাবনা অনেক কম।
কারণ, আইডি কার্ড ১৮ বছরের নিচে কেউ পায় না - আর ফেসবুক ১৩ বছরের উপরে যে কারো জন্য উন্মুক্ত। মূলত এটার জন্যই পরিকল্পনাটা বাস্তবায়ন হবে না।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: "ফেসবুকে জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক করা হচ্ছে।" অামি তো মনে করি দারুণ একটা সিদ্ধান্ত । ফেক অাইডির দৌড়াত্ব্য কমবে ।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবি এবং হিমু বলেছেন: ভাই।তারা মনে করে আল্লাহ মুখ দিছে কিছু একটা তো বলতে হবেই।মুখটা বন্ধ করে তারা রাখতে জানে না।আর তাই না জেনে,না বুঝে কেবলি চিল্লায়।ছাগলে যেমন চিল্লায় সেই রকম।সবগুলো এক একটা বলদ।দেশটার মতো ফেসবুক ও মনে হয় তাদের বাপের বা মায়ের সম্পত্তি।

কবি এবং হিমু
বলেছো সবি এবং ইমো ;)

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০১

চেয়ারম্যান০০৭ বলেছেন: বিনুদুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.