নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা বলার তা সরাসরি বলতে ভালোবসি

আবু সাঈদ আহমেদ

আমি অতি সাধারন মানুষ। লিখার চাইতে পড়তে ভালোবাসি। যা বলি তা সরাসরি বলতে ভালোবাসি। মানুষকে বিশ্বাস করি, পুরোপুরি বিশ্বাস করি। কেউ বিশ্বাস ভঙ্গ করলে তাকে আবার নতুন করে বিশ্বাস করতে আমার সংকোচ হয়না। নটর ডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় আর সাইপ্রাস কলেজের দিনগুলোকে মনে হয় এক একটি অপার আনন্দের স্বপ্ন। যদি সেই দিনগুলোতে ফিরে যাওয়া যেত!! এক জীবনে অনেক কিছু করেছি। কবিতা লিখেছি, স্টেজ ডিজাইন করেছি, গ্রাফিক্স ডিজাইনার হিসেবে খুব খারাপ না আর চাকুরী করেছি পুরোদস্তুর বিশ্বাসী কেরানীর মত। প্রচুর কঠিন সময় পার করেছি। তার কিছু গরীব বেলার স্মৃতিতে লিখেছি। তখনও বলতাম বেশ ভালো আছি। এখন পুরোপুরি ব্যবসায়ী আর এখনও বলি বেশ ভালো আছি। ব্যবসা একটু গুছিয়ে নিলে নিয়মিত লিখার আশা আছে। বাচ্চাদের সাথে খুব সহজে ভাব জমাতে পারি। এখন অফিসের বাইরে সন্তান মুমিতকে ঘিরেই আমার বিশাল পৃথিবী। প্রতিদিন ও একটু একটু করে বড় হয় আর আমি আবিষ্কার করি এক নতুন মুমিতকে। প্রতিদিন যে আমার কাছে নতুন, আমার চির সাধনার ধন। ইচ্ছে আছে শুধু ছোটদের জন্য লিখবো।মুমিতের জন্য লিখবো অথবা মুমিতদের জন্য লিখবো। কিন্তু লিখার বিষয়ে সীমা ভেঙে ফেলি বারবার। তাই এলোমেলো অনেক বিষয়ে লিখি। সবসময় ভালো থাকার অদ্ভূত একটা ক্ষমতা আমার আছে। আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি যেটুকু পেয়েছি তা আমার আর যা পাইনি তা আমার নয়। যা বলার তা সরাসরি বলতে ভালোবাসি। নিজের ব্যর্থতা বা ভুল অকপটে মেনে নিয়ে ক্ষমা চাইতে পারি। সতত শুভ কামনা সকলের জন্য।

আবু সাঈদ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালের প্রবচন (১ হতে ১০, রইলো বাকী ২৯০)

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০১

১. বাঙ্গালের ভড়ং নাই, বাঙ্গালীর পুরোটাই ভড়ং।

২. ইসলাম, সৌদি আরব আর সৌদি রাজপরিবারকে সমার্থক ভাবলে আপনার ঈমানে ও এলেমে ভয়াবহ ঘাপলা আছে।

৩. মূল্যহীন ব্যক্তি মাত্রই গুরুত্বহীন, সকল গুরুত্বহীন ব্যক্তি মাত্রই মূল্যহীন নয়।

৪. দেশে বাঘের সংখ্যা কমছে আর মশার সংখ্যা বাড়ছে। আগামীর বাংলাদেশ 'রয়েল বেঙ্গল মসকিউটোর বাংলাদেশ।'

৫. ক্যানিবলিজমের অর্থ মানুষের মাংস ভোজনে অভ্যস্ত। বাংলাদেশের রাজনীতি মোটেও ক্যানিবলিজমে বিশ্বাসী নয়।

৬. ফেসবুকে ডিজলাইক বাটন খুঁজে পাচ্ছেন না- লাইক বাটনে পরপর দুই বার ক্লিক করুন।

৭. রাষ্ট্রের অর্থনীতিতে ও রাষ্ট্রযন্ত্র পরিচালনার তেল যোগানে একজন কৃষকের যতটা অবদান একজন মন্ত্রীর ততটা নয়। কিন্তু রাষ্ট্র আর রাজনীতি উল্টোটাকেই সত্য ভাবতে শেখায়।

৮. মানুষ জন্মগতভাবেই পরাধীন। তার সারা জীবন কেটে যায় স্বাধীনতার অন্বেষায়, স্বাধীন হবার আকাঙ্ক্ষায়।

৯, গরু একটি সাম্প্রদায়িক প্রাণি, গরুর মাংস একটি রাজনৈতিক পণ্য।

১০. মানুষ কৃষ্ণের প্রেমলীলাকেই বড় করিয়া দেখে, হৃদয়ে ধারণ করে। জ্ঞানী সেক্যুলার সমাজ কৃষ্ণ-রাধাকে রোমিও-জুলিয়েটের পরিপূরক করিয়া তুলিয়াছে। কৃষ্ণের ত্যাগ আর যুদ্ধের অধ্যায়টা ভুলিয়া থাকাতেই মানুষের মঙ্গল- ইহাতে ধ্রুপদী বিসর্জন এবং জীবনের প্রতি ঝুঁকি লইবার দায়বোধহীনতা বিবেককে অপরাধী করিয়া তুলেনা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪

নয়ন বিন বাহার বলেছেন: ভাইরে কি শুনাইলেন।
পুরাই অস্থির.............
বিশেষ করে সবগুলো.........

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১

মিলন হোসেন১৫৮ বলেছেন: পরের গুলো কবে দিবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.