নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা বলার তা সরাসরি বলতে ভালোবসি

আবু সাঈদ আহমেদ

আমি অতি সাধারন মানুষ। লিখার চাইতে পড়তে ভালোবাসি। যা বলি তা সরাসরি বলতে ভালোবাসি। মানুষকে বিশ্বাস করি, পুরোপুরি বিশ্বাস করি। কেউ বিশ্বাস ভঙ্গ করলে তাকে আবার নতুন করে বিশ্বাস করতে আমার সংকোচ হয়না। নটর ডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় আর সাইপ্রাস কলেজের দিনগুলোকে মনে হয় এক একটি অপার আনন্দের স্বপ্ন। যদি সেই দিনগুলোতে ফিরে যাওয়া যেত!! এক জীবনে অনেক কিছু করেছি। কবিতা লিখেছি, স্টেজ ডিজাইন করেছি, গ্রাফিক্স ডিজাইনার হিসেবে খুব খারাপ না আর চাকুরী করেছি পুরোদস্তুর বিশ্বাসী কেরানীর মত। প্রচুর কঠিন সময় পার করেছি। তার কিছু গরীব বেলার স্মৃতিতে লিখেছি। তখনও বলতাম বেশ ভালো আছি। এখন পুরোপুরি ব্যবসায়ী আর এখনও বলি বেশ ভালো আছি। ব্যবসা একটু গুছিয়ে নিলে নিয়মিত লিখার আশা আছে। বাচ্চাদের সাথে খুব সহজে ভাব জমাতে পারি। এখন অফিসের বাইরে সন্তান মুমিতকে ঘিরেই আমার বিশাল পৃথিবী। প্রতিদিন ও একটু একটু করে বড় হয় আর আমি আবিষ্কার করি এক নতুন মুমিতকে। প্রতিদিন যে আমার কাছে নতুন, আমার চির সাধনার ধন। ইচ্ছে আছে শুধু ছোটদের জন্য লিখবো।মুমিতের জন্য লিখবো অথবা মুমিতদের জন্য লিখবো। কিন্তু লিখার বিষয়ে সীমা ভেঙে ফেলি বারবার। তাই এলোমেলো অনেক বিষয়ে লিখি। সবসময় ভালো থাকার অদ্ভূত একটা ক্ষমতা আমার আছে। আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি যেটুকু পেয়েছি তা আমার আর যা পাইনি তা আমার নয়। যা বলার তা সরাসরি বলতে ভালোবাসি। নিজের ব্যর্থতা বা ভুল অকপটে মেনে নিয়ে ক্ষমা চাইতে পারি। সতত শুভ কামনা সকলের জন্য।

আবু সাঈদ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কবি শামসুর রাহমানের রাজাকারীর প্রমাণ(ভিডিওসহ)

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০

বিশ্বখ্যাত ছড়াকার লুতফর রহমান রিটন আমার চোখ খুলে দিয়েছেন। সেই চোখ দিয়ে আবিষ্কার করেছি আমার প্রিয় কবি শামসুর রহমান একজন রাজাকার ছিলেন এবং তা্ঁর 'স্বাধীনতা তুমি' কবিতাটি হায়দার হোসনের গানের মতই উদ্দেশ্য প্রণোদিত। এই কবিতায় তিনি লিখেছেন "স্বাধীনতা তুমি/রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।/স্বাধীনতা তুমি/কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো/মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-" অথচ স্বাধীনতার প্রাণ পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কথা কবিতায় উল্লেখ নাই। কত বড় স্পর্ধা! আমাদের স্বাধীনতা আন্দোলনে রবীন্দ্রনাথ বা নজরুল ইসলাম অংশগ্রহন করেন না করলেও তাদের স্বাধীনতার সাথে তুলনা করেছেন। শামসুর রাহমান জীবীত থাকা অবস্থায় একবারও কবিতাটি সংশোধন করে বঙ্গবন্ধু নাম উল্লেখ করার প্রয়োজনীয়তা অনুভব করনে নাই। তিনি স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার করেছেন, জাতির পিতাকে অস্বীকার করেছেন।

তার রাজাকারী উদ্দেশ্য স্পষ্ট হয়ে ধরা দেয় যখন লিখেন- "স্বাধীনতা তুমি/শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা/স্বাধীনতা তুমি/পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।" তাঁর কাছে ৭মার্চের ঐতিহাসিক ভাষণ গুরুত্বপূর্ণ নয়। রেসকোর্সের উল্লেখ তার কবিতায় নেই। আছে শহীদ মিনারের কথা। আজকাল শিক্ষকরা শহীদ মিনারে সভা করে সরকারকে বিব্রত অবস্থায় ফেলে- এই ধরনের ঘটনা ঘটবে জেনেই তিনি শহীদ মিনারের সভার কথা উল্লেখ করেছেন। সেখানে স্বাধীনতা খুঁজে পেয়েছেন। এখানেই শেষ নয়, স্বাধীনতার পক্ষের সরকারের বিরুদ্ধে উসকানী দেয়ার জন্য ঝাঁঝালো মিছিলের কথা লিখেছেন। সরকারকে বেকায়দায় ফেলার সকল নির্দেশনা কবিতায় দিয়েছেন। স্বাধীনতা অর্জনের পরে উচিত ছিল কবিতায় শান্তি মিছিলের কথা লিখার। তিনি তা লিখেন নাই। কেন লিখেন নাই? কারন উনি একটা ছাগু, স্বাধীন দেশে উনি শান্তি পাবেন কেন!

ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য এই কবিতায় লিখেছেন -" স্বাধীনতা তুমি/বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর/শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।" অর্থাৎ ভাষণ দিতে হলে মেধাবী হ্ওয়া লাগবে। যারা বিশ্বজিতকে কোপায়, মায়ের পেটের শিশুকে লাথি দিয়ে হত্য করে, গর্ভবতী নারীকে গুলি করে, ধর্ষণে সেঞ্চুরী করে তারা যেন মেধাবী নয়। তিনি স্বাধীনতার পক্ষের কবি হলে লিখতেন "স্বাধীনতা তুমি/ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীর/অস্ত্রের ট্রেনিং, আত্না শুকিয়ে দেয়া উদ্ধত থ্রেট।"

প্রগতিশীল মুক্তমনাদের হেয় করে লিখেছেন-" স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।" জায়নামাজের উদার জামিনে তিনি স্বাধীনতা খুঁজে পেয়েছেন। কতটা সাম্প্রদায়িক হলে জায়নামাজে স্বাধীনতা খুঁজে পান একজন কবি! বাংলাদেশের সৃষ্টি লগ্ন হতেই তিনি জঙ্গীবাদকে উতসাহিত করেছেন। হাছন মাহমুদ সাহেব বা ছড়াকার লুতফর রহমান রিটন সাহেব গবেষণা করলে ফ্রান্সের প্যারিসে হামলা, দেশের অভ্যন্তরে ব্লগার হত্যায় আনসারুল্লা টিমের দায় স্বীকার এবং আইএসের সাথে কবির সংশ্লিষ্টতা আবিষ্কার হ্ওয়া ওয়ান-টুর ব্যাপার। তিনি যে পাকিপ্রেমি ছিলেন তা স্পষ্ট হয় "স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার"- এই উক্তিতে। কতটা উদ্ধত পাকিপ্রেমি হলে স্বাধীনতার কবিতায় তিনি লিখতে পারেন 'তারার মতন জ্বলজ্বলে'- কারন তার সাথে চাঁদ সর্ম্পকিত। আর চাঁদ তারা মানেই হচ্ছে পাকিন্তান।

তার অসত উদ্দেশ্য পরিষ্কার হয় কবিতার শেষ লাইনে "স্বাধীনতা তুমি/বাগানের ঘর, কোকিলের গান,/বয়েসী বটের ঝিলিমিলি পাতা,/যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।" একবার অনুধাবন করুণ-"যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা"- কি ভয়ংকর সংবিধান বিরোধী উচ্চারণ। এই লাইনটি লেখার মাধ্যমে তিনি সরকার এবং রাষ্ট্রবিরোধী প্রচারনা চালানোর উস্কানী দিয়েছেন। আর যারা সরকার ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর উস্কানী দেয় তারা সকলে রাজাকার। তিনি যদি স্বাধীনতার স্বপক্ষের কবি হতেন তবে অবশ্যই লিখতেন "৫৭ধারা মেনে লেখার আমার কবিতার খাতা।"

এখন সময় এসেছে এদের মুখোশ খুৃলে দেবার। লুতফর রহমান রিটন যেভাবে হায়দার হোসেনের মুখোশ খুলে দিয়েছেন আসুন আমরা সেই চেতনায় উজ্জীবীত হয়ে বাকীদের মুখোশ খুলে দেই।

উতসর্গ: শ্রদ্ধেয় ছড়াকার লুতফর রহমান রিটনের পদপদ্মে।
মহামতি লুতফর রহমান রিটনের আবিষ্কারের লিংক:
হায়দার হোসেনের ‘স্বাধীনতা’ গান নিয়ে বিতর্ক

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


কবিদের নিয়ে ম্যাও প্যাও কিছু লিখবেন না; কুনো ব্যাং'এর যায়গায় কুনো ব্যাং থাকা ভালো, বাইরে গেলে পেঁচায় খাবে

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

আবু সাঈদ আহমেদ বলেছেন: উপদেশের জন্য ধন্যবাদ। তবে পেঁচা মহাশয়ের কাছে প্রশ্ন - সব আবিষ্কার কি একা লুতফর রহমান রিটন সাহেবই করবেন! আমাদের কোন দায়িত্ব নেই!!! মহামতি লুতফর রহমান রিটনের আবিষ্কারের তথ্যের কাছে আমার এই লিখা কিছুই নয়। উনার আবিষ্কারের লিংক:
http://www.banglanews24.com/fullnews/bn/446800.html

২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: লুতফর রহমান রিটনকে এর কপি পাঠাইছেন তো! B-)

টিট ফর টেট ভালই দিলেন! একেবারে আনক্লিন! ;) :-/

আসলে চামচামি করতে গিয়ে এরা এতটাই অন্ধ হয়ে যায়- বলার ভাষা নাই।

অট: অবশ্য যারা আগের লেখা বা বিষয়টি অবগত নয় তারা কনফিউজড হতে পারে্। রিটনের আগের বানোয়াট/বাকোয়াজ লেখার কাউন্টার হিসাবে যে এটা লেখা তার জন্য চাইলে লিংক এড করে দিতে পারেন।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪

কাজী মেহেদী হাসান। বলেছেন: আপনি তো দেখছি মদ ছাড়াই যথেষ্ট মাতাল। কবিতার কতটুকু বোঝেন আপনি? এত চুলকানী কই লুকায়া রাখেন?

অবশ্য মাঝে মাঝে তেলাপোকারা পাখি হতে চায়। আলোচনায় আসার জন্য এর চেয়ে নিকৃষ্ট উপায় আপনি আর কোথায় পাইতেন? বাহবা X((

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

আবু সাঈদ আহমেদ বলেছেন: জনাব, আবিষ্কার কি একা লুতফর রহমান রিটন সাহেবই করবেন! আমাদের কোন দায়িত্ব নেই!!! মহামতি লুতফর রহমান রিটনের আবিষ্কারের তথ্যের কাছে আমার এই লিখা কিছুই নয়। উনার আবিষ্কারের লিংক:
http://www.banglanews24.com/fullnews/bn/446800.html

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬

গুরুর শিষ্য বলেছেন: মন্দ বলেননি...

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১

আরব বেদুঈন বলেছেন: আমি শামশুর রহমান কে অপসন্দ করি কিন্তু আপনি যেভাবে ব্যাখ্যা করলেন তা দেখে মনে হচ্ছে সেই লোক আপনার ভালভাবেই ব্রেইন ওয়য়াস করেছে।।কি যে লিখেছেন আপনার কথা অনুযায়ি তো রফিক সফিক জিওব্বারের নাম লেখেনি সেই কারনেও সে রাজাকার আর আপনি নিজেও রাজাকার কারন আপনিও আপনার ব্যাখ্যাই তাঁর নাম, লেখেন নি

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪২

আবু সাঈদ আহমেদ বলেছেন: জনাব, আবিষ্কার কি একা লুতফর রহমান রিটন সাহেবই করবেন! আমাদের কোন দায়িত্ব নেই!!! মহামতি লুতফর রহমান রিটনের আবিষ্কারের তথ্যের কাছে আমার এই লিখা কিছুই নয়। উনার আবিষ্কারের লিংক:
http://www.banglanews24.com/fullnews/bn/446800.html

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাপরে বাপ.........ছোরার এলেম আছে মাইরি

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

অরন্য সামির বলেছেন: osthir likhcen bro

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

অরন্য সামির বলেছেন: osthir likhcen bro

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮

সাদী ফেরদৌস বলেছেন: শামসুর রহমান নামে কোন কবি নাই , শামসুর রাহমান নামে একজন কবি আছে ।

তোমার দুই আব্বু সাকা আর মুজাহিদের কবরে গিয়া পেচ্ছাব কর গিয়া মিয়া , তোমারে বানান ও শিখায় নাই ।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭

কেউ নেই বলে নয় বলেছেন: :-P

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

তাওহিদ হিমু বলেছেন: হাহাহা,,,

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:

"
লেখক বলেছেন: উপদেশের জন্য ধন্যবাদ। তবে পেঁচা মহাশয়ের কাছে প্রশ্ন - সব আবিষ্কার কি একা লুতফর রহমান রিটন সাহেবই করবেন! আমাদের কোন দায়িত্ব নেই!!! মহামতি লুতফর রহমান রিটনের আবিষ্কারের তথ্যের কাছে আমার এই লিখা কিছুই নয়। উনার আবিষ্কারের লিংক:
http://www.banglanews24.com/fullnews/bn/446800.html "

-আপনি ভালো মানুষ নন; কবিদের যারা খারাপ বলে, এরা গুহামানব

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

গ্রিন জোন বলেছেন: কবি শামসুর রাহমান বাংলাদেশের শ্রেষ্ঠ আধুনিক কবি। তার কবিতার সমালোচনা করা যায় অনেকভাবেই। তবে তার যুগ কালকে এড়িয়ে গেলে চলবে না। স্বাধীনতা তুমি কবিতায় এই যুগকালকেই তুলে ধরেছেন। কিন্তু বঙ্গবন্ধুকে তিনি বাদ দিয়েছেন এটা বলা ঠিক হবে না। কারণ স্বাধীনতা শব্দটার সাথেই তো বঙ্গবন্ধুর নাম-গন্ধ-স্বাধ রয়েছে।

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

মাঘের নীল আকাশ বলেছেন: কমেন্টকারীদের অনেকেই আপনার স্যাটায়ার ধরতে পারে নি?!?!

চমৎকার লিখেছেন!

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

রাবার বলেছেন: :-&

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

নতুন বলেছেন: আপনার লেখার লিংক লুতফর রহমান রিটন সাহেব কে পাঠান... :)

হায়দারের গানটা না বোঝার কি আছে... আর এতো দিন পরে এই গানের এই অথ` বের করলেন?

আর অনেকেই দেখছি পুরু ঘটনা না বুঝেই কমেন্ট করেছে :)
কমেন্টকারীদের অনেকেই আপনার স্যাটায়ার ধরতে পারে নি?!?!

চমৎকার লিখেছেন!

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

লিও কোড়াইয়া বলেছেন: ভাই, খারাপ লাগলো কমেন্টগুলো দেখে, সারকাজম অনেকেই বুঝে না। সুন্দর পোস্ট, বরাবরের মতন।

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২০

হাসান মাহবুব বলেছেন: ভালো সারকাজম। আফসোস! মাইনষে বুঝলো না।

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

কিরমানী লিটন বলেছেন: ঠিক বলেছেন- একদম সঠিক । মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দাঁড়ি রেখেছে, ব্যাটা একটা রাজাকার, আর রবীন্দ্রনাথের মতো একটা দাড়িওয়ালা লোকের লিখা গান , কি করে আমাদের জাতীয় সঙ্গীত হয় - মাথায় ঢুকে না...। ব্যাটা জাতীয় সঙ্গীতে- জাতীর পিতার কথা, বেমালুম ভুলে গেছে =p~

অনেক শুভকামনা প্রিয় আবু সাঈদ আহমেদ ।

২০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

গেম চেঞ্জার বলেছেন: মাইনশে বুগে না ক্যা? :|

২১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

আরণ্যক রাখাল বলেছেন: হায়দার রহমান তো পুরা জামাত গোষ্ঠির লোক| রিটনের লেখাটা অপ্রাসঙ্গিক মনে হয় নাই| স্বাধীনতাকে খুঁজছি বলেছেন, অথচ রাজাকারকে চোখের সামনে দেখেও স্বাধীনতা কেন হারিয়েছে সেটা বুঝতে পারেননি| পান্তা ইলিশ খাওয়া, বৈশাখি গান গাওয়ারও নিন্দা করেছেন| পান্তা ইলিশ জানি না তবে বৈশাখি মেলা অর্থ্যাৎ পহেলা বৈশাখের জন্য আমরা পাক আমলে কম লড়াই করিনি| সরকার(যুক্তফ্রন্ট) একবার পহেলা বৈশাখকে ছটির দিন করলেও পরে ওদের ক্ষমতা থেকে হটানোর পরই এদিনের ছুটি রদ করা হয়| ৬৭ সাল থেকে রমনায় করা হচ্ছে অনেক হুমকিধামকির মধ্য দিয়ে| অথচ তিনি বললেন ওটা স্বাধীনতা নয়!
স্যাটায়ার সব বিষয়েই করা যায়| তবে করার আগে একটু ভাবা উচিৎ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.