নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখার প্রচেষ্টায় পুলিশ।

সাঈদ আসাদ

যাদের সুখ-শান্তি দিয়েছ আমাকে তাদের একজন কর।

সাঈদ আসাদ › বিস্তারিত পোস্টঃ

#পাত্রীচাই (কুমারী নামাজী সৎ ভাল বংশের)

২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪৩

#পাত্রীচাই
(কুমারী নামাজী সৎ ভাল বংশের)
বছর দেড়েক আগে রেইপ কেসের আসামী লিটন কে এরেস্ট করে আদালতে পাঠিয়ে ছিলাম। আদালত তাকে জেলে পাঠায়।
মামলার তদন্তে প্রাথমিকভাবে লিটন রেইপ করেছে বলিয়া প্রমানিত হওয়ায় তাহার বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেই।
এর মধ্যে লিটন এর অনুসারীগন লিটন ভাইয়ের মিথ্যা মামলা থেকে মুক্তিচেয়ে লিপ্লেট পোস্টারে এলাকা ছেয়ে ফেলেছিল।
লিটন লুচ্চা বা রেপিস্ট হলেও সামাজিকভাবে অনেক ভাল অবস্থানে আছেন।
২৯ বছরের লিটন তাহার লাইফে ২ টা রেইপ কেইস খেয়েছেন।
লিটনের ভাষায় সব কেস মিথ্যা বানোয়াট।
আমার দৃষ্টিকোণ থেকে রেপিস্ট হিসাবে লিটন ঘাগু মাল।
যাক মুল কথায় আসি।
আদালত থেকে মাস তিনেক পর জামিন পেলেন লিটন।
আমার সাথে দেখা করতেও আসছেন। সাথে ৪/৫ জন। লিটন জামিন পাওয়া উপলক্ষ্যে কিছু মিস্টিও নিয়ে আসছেন।
আমি লিটনকে তার পরবতী পরিকল্পনার বিষয়ে জানতে চাইলাম।
লিটন বলল:
ভাই আজকাল ভাল মেয়ে পাওয়া যায়না। নামাজি পদ্দানশীল। ভাল ফ্যামিলির প্রেম করা ছাড়া একটা মেয়ে পেলে বিয়ে করে ফেলতাম। এসব আর ভাল্লাগেনা! কিন্তু সব মেয়ে গুলাই আজকাল প্রেম টেম করে। ভাল মেয়ে থাকলে জানায়েন ভাই!
আমি : আচ্ছা ভাই

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হোয়াট এ প্রহসন!! লিটন অবশ্য আমাদের বাঙালি চরিত্রের সিম্বলিক প্রতিনিধি মাত্র। সতী সাধ্বী ঘরে থাকলে বাইরে লাম্পট্য করে ঘুরে বেড়ানো সহজ হয়।

২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৫১

সাঈদ আসাদ বলেছেন: হা ,

২| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ১:৫৮

সোহানী বলেছেন: হাহাহাহা.........চমৎকার স্যাটায়ার! চারপাশেতো শুধু দেখি লিটনদেরই আধিক্য।

৩| ২৮ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:২২

নীল আকাশ বলেছেন: এবং ট্র্যাজেডি হলো এরা আবার এইধরনের মেয়েও পায় এবং বিয়ে করে।

৪| ২৮ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৫

রানার ব্লগ বলেছেন: আমি চিন্তা ভাবনা করা ছেড়েই দিছি। যত বেশি চিন্তা করবো ততই নিজেকে একটা আবদ্ধ কারাগারে খুজে পাই।

৫| ০৫ ই মে, ২০২১ রাত ২:০৩

রাজীব নুর বলেছেন: হা হা হা----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.