![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বিষয় আমাকে অবাক করেছে, সাভারের এত বড় একটা দূর্যোগ, শত শত মানুষের মৃত্যু প্রাণহানী সত্যেও আমাদের রাষ্ট্রপতি হাসি হাসি মুখে শপথ নিলেন। তাই মনে প্রশ্ন যাগে উনি যে শোক প্রকাশ করেছেন সেটা শুধু লোক দেখানোর জন্য? বিরোধী দল হরতাল প্রত্যাহার করে সমবেদনা জানিয়েছে এটা একটু হলেও মানবিকতার প্রকাশ ঘটেছে কিন্তু সরকারি দল দায় সারা লোক দেখান আর চেহারা দেখানো ছাড়া আর কিছুই করতে পারে নাই। কোন সরকারী কর্মসুচী বন্ধ ছিল না। ত্রান ও দূর্যোগ মন্ত্রী তো নিজের কাজ ফেলে আসতে পারবেন না বলে স্রেফ জানিয়ে দিলেন। মখার তো প্রলাপ বচন সুরু হয়ে গেছে, হয়ত এতো লাশ দেখে মাথা ঠিক নাই। আমাদের সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড পর্যাপ্ত যন্ত্রপাতি ছাড়াই উদ্ধার কার্যে চলে আসল যে সাধারন মানুষের ছুটাছুটি করতে হয়েছে শাবল, রড কাটার ও টর্চ খুযতে। দেশে এ ধরনের দূর্যোগ এত বার ঘটছে অথচ উদ্ধার কাযের মানের কোনো উন্নতি নাই। কোন আধুনিক যন্ত্রপাতি এখন কেনা হোয় নাই এমনকি কোনো ট্রেইনিংও নাই। সরকার এত দাম দিয়ে পাযেরো গাড়ীগুলো কিনতে পারে অথচ সামান্য কয়েকটা যন্ত্রপাতি ও উদ্ধার সরন্জাম কিনতে পারে না। এতেই বুঝা যায় এদের শোক প্রকাশ শুধু লোক দেখানোর জন্য। বিন্দু মাত্র চিন্তা নাই এইসব দূর্যোগ ও গনমৃত্যু নিয়ে।
©somewhere in net ltd.