![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলালিন্ক দামে হেফাজত কর্মী পেয়ে বিএনপি কয়েক লক্ষ লোক ভাড়া করে সরকার ফেলে দেওয়ার চিন্তা মাঠে মারা গেছে। একেই বলে সস্তার তিন অবস্থা। বিএনপির ৪৮ ঘন্টার আলটিমেটাম পর্যন্ত হেফাজত শাপলা চত্তরে থাকলে আলটিমেটাম শেষ হওয়ার পরে বিএনপি এসে ওদের সাথে যোগ দিয়ে সরকারের পতন ঘটিয়ে দিবে। আশার গুড়ে বালি, ৪৮ ঘন্টা তো দুরের কথা, ৪৮ মিনিটও টিকল না সস্তা হেফাজত। সরকারও ব্যার্থ কারন তারা ভেবেছিল হেফাজতকে জামাতের বিকল্প হিসাবে দাড় করাবে আর এজন্যই প্রথম থেকে তারা হেফাজত কে ছাড় দিয়ে আসছিল। হেফাজত কে খুশি করার জন্য তিন ব্লগারকেও গ্রেফতার করল। আওয়ামিলীগ ও বিএনপি উভয়ই বুঝতে ব্যার্থ হয়েছিল যে ক্রীতদাস দিয়ে রাজনিতী হয় না। হেফাজত দিয়ে রাজনিতী করতে যেয়ে আওয়ামি ও বিএনপি আযথা সময় নস্ট করল, খামখা রাজাকারদের বিচারের রায় এতদিন স্থগিত রেখেছে সারকার। মাঝখানে লাভ হল মওলানা শফির, সে হেলিকপ্টারের চড়ার শখ মেটাল। বিএনপি তো নিজের স্থান নির্দিস্ট করে দিয়েছে, তারা প্রয়োজন হলে তালেবানী বাংলাদেশ বানাতে প্রস্তুত এবং নাড়ী স্বাধিনতার বিপক্ষে। আওয়ামিলীগ এর অবস্থান কি সেটাই এখন পরিস্কার হওয়া বাকি আছে, তারা কি রাযাকারের বিচার করবে কি করবে না সেটাই এখন দেখার বিষয়। এর উপর নির্ভর করছে নতুন প্রজন্মের মুক্ত চিন্তার তরুণদের হিসাব নিকাষ।
©somewhere in net ltd.