নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ শুধু মানুষের জন্য না, জগতের সকলের জন্য

গরল

জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক

গরল › বিস্তারিত পোস্টঃ

টিআইবির চোখে দেশের ক্ষতি মাত্র চার কোটি টাকা

০৮ ই জুন, ২০১৩ রাত ১:৩১

টিআইবি প্রয়শই অনেক জরিপ ও গবেষনা চালিয়ে থাকে যা দেশে অনেক আলোচিত ও সমালচিতও হয়ে থাকে। সেরকম কিছুদিন আগে টআইবি এমপিদের সংসদে না যাওয়ায় ক্ষতির পরিমান বের করেছে যা আমার কাছে হাস্যকর মনে হয়েছে। সাধারণ চাকুরীজিবীদের মত এমপিদের মূল্য তাদের বেতন ভাতা দিয়ে বিবেচনা করা হয়েছে। টিআইবি হয় এমপিদের মূল্য বুঝতে ব্যার্থ হয়েছে অথবা সহজে সামান্য বেতন ভাতার তথ্য একটু হিসাব নিকাষ করে বড় একটা ক্রেডিট নেবার চেস্টা করেছে। যেমন একজন শিক্ষকের মূল্য ও তার অনুপস্থিতিতে ক্ষতি তার বেতন দিয়ে মাপার চেস্টা করি তাহলে সেটা হবে স্বর্ণের মূল্য তার ওজন মাপার পাথরের সাথে তুলনা করার মত।



যদিও সংসদে বিল পাশ ও ভোটাভুটিতে এমপিদের মতামতের কোন মূল্য নাই তথাপি অনেক গুরুত্বপূর্ণ বিষয় সংসদে তুলে ধরে সরকারের নজরে আনতে পারে।কারন প্রত্যান্ত অঞ্চলের অনেক তথ্যই জাতীয় দৈনিকেও আসে না। একমাত্র ঐ এলাকার এমপি ছাড়া অন্য কারো কাছে ঐসব খবরের গুরুত্বও থাকে না। অতএব স্বভাবিক ভাবেই ঐ এলাকার জনগন বঞ্চিত হয় সরকারের নজর থেকে। এবং এভাবে দিনের পর দিন তারা কাঙ্খিত উন্নয়ন থেকেও বঞ্চিত হয়। এই ক্ষতি কি ঐ এলাকার এমপির পাঁচ বছরের বেতনের সমান? অন্তত টিআইবির প্রতিবেদন তাই বলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.