![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা যদি মেধাবী হয়ে থাক তবে সরকারি চকরির জন্য মারামারি কেন কর? মেধাবিরা তো সরকারি চাকরির আশা দুরে থাক, সরকারি চাকরির আবেদন পর্যন্ত করে না। সরকারি চাকরি হচ্ছে তাদের জন্য যারা ছাপোষা মাছি মারা করণিকের মত গতবাধা কাজ করতে পছন্দ করে। আরেকটা প্রধান কাজ হচ্ছে উপরের নির্দেশ পালন করা ও তাদের জ্বী হুজুর জ্বী হুজুর করা ও সুজোগ পেলেই তোষামদী করা। যে কাজে মেধা খাটানর যায়গা নাই সেখানে কোন মেধাবী যেতে চাইবে বলে আমার বিশ্বাস হয় না। সরকারি চাকরি এমন একটা জায়গা যেখানে কোন কর্মকর্তা তার অফিসের কেরানীকে ঘুষ দিয়ে থাকে। এসব জেনেও যারা সরকারি চাকরির জন্য কামরা কামরি করে তাদের মেধা ও যোগ্যতা নিয়ে সন্দেহের অবকাশ আছে। তাছাড়া সরকারি বেতনে চলতে পারবে না যেনেও যদি কোন মেধাবী সরকারি চাকরির প্রতি এতটাই আসক্ত হয় তাহলে তার চরিত্র ও উদ্দেশ্য সহযেই অনুমেয়। কারন বলদ ছাড়া নিশ্চয় কেউ ঘানি টানার কাজ করতে পছন্দ করবে না।
©somewhere in net ltd.