নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ শুধু মানুষের জন্য না, জগতের সকলের জন্য

গরল

জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক

গরল › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালীর অনুভূতির সাতকাহন

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

এক মন্ত্রীর ছেলে আর এক এমপি মিলে সাত জনকে গুম করে হত্যা করল, ফলাফল এমপি ও মণ্ত্রীর কিছুই হল না কারণ বাঙ্গালীর অনুভূতিতে আঘাত লাগল না। কোন হরতাল, বিক্ষোভ, আন্দলোন কিছুই হল না। অথচ আমেরিকায় একজন কৃষ্ণাঙ্গ যুবক পুলিশের গুলিতে নিহত হওয়ায় ওখানে দাঙ্গা লেগে গেল।

আর এক এমপির ছেলে তার স্ত্রীকে হত্যা করল কিন্তু ইহা কারো অনুভুতিতে আঘাত করার মত কোন কাজ হল না বিধায় এমপি বা তার ছেলের কিছু হল না।

ফেলানীকে হত্যা করে কাঁটাতারের সঙ্গে ঝুলিয়ে রাখা হল, বাঙ্গালীর অনুভুতির কিঞ্চিত পরিমান দোলাতে পারল না এবং বাঙ্গালী আরও উৎসাহ নিয়ে হিন্দি চ্যানেল দেখা শুরু করল এবং ঈদে ভারতীয় নায়ক নায়িকাদের ড্রেস কেনার জন্য হুমরী খেয়ে পড়ল।

বিশ্বজিৎকে জনসম্মুক্ষে কুপিয়ে হত্যার ঘটনাও কারো অনুভূতিতে নাড়া দিতে পাড়লনা।

একজন মণ্ত্রীর কিছু ফালতু কথায় বাঙ্গালীর অনুভুতি প্রচন্ড আঘাত খেয়ে ভেঙে চুরমার হয়ে গেল, ফলাফল মণ্ত্রীত্ব তো গেলই তাকে জেলেও যেতে হল।

যারা বানরের খেলা দেখায় তারা জানে বানরকে কখন কলা দেখিয়ে নাচাতে হয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:২৮

নীল আতঙ্ক বলেছেন: এই ব্যাপারে কথা বলার অধিকার আমাদের থেকে নিয়ে নেওয়া হয়েছে।
তাই কিছু বললাম না............ খালি একটা প্রশ্ন রইলো......... কিন্তু তাও করলাম না।
ভালো থাকবেন ভাইয়া।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০

গরল বলেছেন: সমাজ খারাপ মানুষের কার্যকলাপের দরুন ধ্বংস হয় না, বড়ং ধ্বংস হয় ভালো মানুষের নিরাবতায়। অতএব বলার অধিকার রক্ষা করতে হলে নীরব থাকলে চলবে না, বলে যেতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.