নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ শুধু মানুষের জন্য না, জগতের সকলের জন্য

গরল

জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক

গরল › বিস্তারিত পোস্টঃ

গল্পের সাথে বাস্তবের কোনই মিল নেই - নিশ্চিৎভাবে মিলে গেলে আগেই দু:খ প্রকাশ করছি। ছবিটি গুগলের সৌজন্যে

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০২



- ময়নার বাপ শুনছ?
- হ্যাঁ বলো ময়নার মা।
- আমি না দুই দিন থেকে ভাত খেতে পারছি না।
- ভাত খেতে না পারা কোনো সমস্যা না। সোমালিয়ার ৩০% মানুষ ভাত খেতে পারে না। তারা ভাতই পায় না। তোমার একজনের না খেতে পারা কোনো সমস্যাই না।
- কেন ভাত খেতে পারছি না জিজ্ঞেস করবে তো!
- কেন গো?
- কারণ আমার খুব মাথা ঘোরাচ্ছে। বমি বমি লাগছে।
- মাথা ঘোরানো এবং বমি বমি ভাব খুব বড় কোনো সমস্যা না। আমেরিকার নিউইয়র্কের মাউন্ডএভার হসপিটালে প্রতি ঘন্টায় ১৬ জন রোগী মাথা ঘোরানো এবং বমি ভাব নিয়ে ভর্তি হয়। তোমার একজনের মাথা ঘোরানো, বমি বমি ভাব কোনো ব্যাপার না।
- মাথা ঘোরানো এবং বমি বমি ভাব কেন হচ্ছে জিজ্ঞেস করবে না?
- কেন হচ্ছে?
- কারণ আমি কনসিভ করেছি। আমার পেটে বাচ্চা আসছে।
- আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাচ্চা হবে, বাচ্চা হবে। হাহাহাহাহাহা।
- তোমার আনন্দ হচ্ছে?
- তো হবে না কেন? বাচ্চা হওয়া আনন্দের ব্যাপার।
- তুমি জানো তুমি অক্ষম পুরুষ। ডাক্তার বলে দিয়েছে তুমি কখনো বাবা হতে পারবে না। তোমার বউয়ের পেটে বাচ্চা এসেছে এটা জেনেও তোমার হাসি আসে কীভাবে? আনন্দ করো কীভাবে?
- হাসব না কেন? এটা কোনো সমস্যাই না। ইউরোপের একটা দেশ আছে নরওয়ে। নরওয়ের ২৫% মানুষ জানেই না তাদের বউয়ের পেটের বাচ্চাটা কই থেকে আসল। আমার একজনের বউয়ের পেটে উড়ো পার্সেল কোনো ব্যাপারই না।
- বাচ্চাটা কীভাবে আসল জানতে চাইবে না?
- কীভাবে আসল?
- আমাকে রেইপ করা হয়েছিল। রাস্তায় বের হয়েছিলাম। কয়েকজন ধরে নিয়ে রেইপ করে ছেড়ে দিয়েছে।
- হাহাহা। এটা কোনো সমস্যাই না। আমেরিকায় প্রতি ১৭ সেকেন্ডে একজন নারী ধর্ষিত হয়। ইংল্যান্ডে হয় প্রতি ১৭ মিনিটে একজন। তোমার একজনের ধর্ষিত হওয়া কোনো সমস্যাই না।
- তোমার বউ ধর্ষিত হয়েছে জেনেও তুমি হাসছ? ওরা আমাকে কেন ধর্ষণ করেছে জানতে চাইলে না যে?
- কেন করেছে?
- কারণ তারা জানে ধর্ষণ করলেও কোনো বিচার হবে না। ধর্ষণ ফ্রিতে করা যায়। যাকে তাকে করা যায়।
- হাহাহা। এটা কোনো সমস্যাই না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান চীনে যে গণধর্ষণ করেছিল তার বিচার কোনোদিনও হয়নি। তোমার একজনের ধর্ষণের বিচার হওয়া খুব জরুরি না।
- তাও হাসি আসতেছে? ধর্ষণ শেষ করে ওরা কী বলেছে জানো?
- কী বলেছে?
- ওরা বলেছে তোমার বাবাও নাকি তোমার মতোই অক্ষম ছিল। তোমার জন্ম হয়েছে তাদের বাপের মাধ্যমে। তোমার মাকেও এক সময় ধর্ষণ করা হয়েছিল। তুমি জারজ, বাস্টার্ড।
- হাহাহা। এটাকে তো সমস্যাই বলা যায় না। ফিনল্যান্ডের ১৮%, অষ্ট্রিয়ার ২১%, সুইডেনের ১২%, রুমানিয়ার ১১%, নেদারল্যান্ডের ১৯% মানুষ জানেই না তাদের বাবা কে। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ নরওয়ের ২৭% মানুষ জারজ। হাহাহাহাহা। আমার একজনের বাস্টার্ড হওয়া কোনো ব্যাপারই না। হাহাহাহা।
- হিহিহিহিহি।
- হাহাহা, হোহোহো, হিহিহিহি।
- হিহিহিহিহিহি। হাসতে হাসতে মরে গেলাম ময়নার বাপ।
- মরে যাওয়া কোনো সমস্যাই না। পৃথিবীর সেরা ১০ টা সুখী দেশের ১০০% মানুষই এক সময় মরে যাবে। দুনিয়ার কেউ অমর না। সবাই মরে। হাহাহাহাহাহা
- হিহিহিহিহিহি।
- হোহোহোহোহো........

(এই লেখার মানে যারা বুঝতে পারেননি আপনাদেরকে অভিনন্দন। আজকের দিনে আপনারাই প্রকৃত সুখী মানুষ)

লিখাঃ ফেসবুক থেকে সংগৃহীত, লেখকের পরিচয় জানা যায় নাই, জানা গেলে কৃতজ্ঞতা জানিয়ে দিব।

যারা ছাত্রছাত্রীদের প্লাকার্ডের ভাষা নিয়ে খুবি চিন্তিত তারা নিজ দায়িত্বে ভিডিওটা দেখে নিবেন।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: তাহলে আমি সুখী মানুষ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৫

গরল বলেছেন: অভিনন্দন আপনাকে।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭

এ.এস বাশার বলেছেন: পাশতে পেরে লিয়েছি ভাই............. এটা কোন সমস্যাই না.................

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

গরল বলেছেন: আপনাকেও অভিনন্দন :-P , শুভকামনা রইল।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩

বাকপ্রবাস বলেছেন: যথার্থ

০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৪

গরল বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব এক ভয়ংকর পরিবর্তনের মাঝ দিয়ে যাচ্ছে; এর মাঝেই অনেক জাতি নিজদের ম্যানেজ করে, মোটামুটি ভালোভাবে বসবাস করছে।

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪

গরল বলেছেন: আবার অনেক জাতিই তাদের নিজেদে ভূমি ও স্বত্ত্বা হারিয়ে ফেলছে যেমন, রহিঙ্গা, ইয়াজিদী, কুর্দি, তুতসি ইত্যাদি।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৫

জগতারন বলেছেন:

শাজাহান খান এখন দুর্গন্ধময় ডাইপার (diapers) ছাড়া আর কিছুই না।
সে শুধুই দুর্গন্ধ আর দুর্গন্ধ।
এই হারামী কে সরানো এখন সময়ের ব্যাপার মাত্র।

আচমত খাঁ মোক্তারের ছাওয়াল 
দানব শাজাহান খাঁ এবার লও ঠেলা।
ধমক আর অপমান কত প্রকার ও কি কি ?

খালুর বসত বাড়ী জবর দখল করেছো !
খালাতো ভাই বোনেরা আজ বাস্তুহারা !!
১৯৭৯ সালে তরুন মেধাবী ছাত্র নেতা 
হেলালুল ইসলাম (রাংগু)-কে 
সর্বহারার গুন্ডা দিয়া গুলি করে মেরে
পথের কাঁটা সরাইয়ে নেতা হয়েছিলে !!!

খালুর দখল করা বাড়ীর সামনে নিজের এক দৈত্তাকৃতি
ছবি টাংগাইয়াছে এই শাজাহান খান
যেন বলতে চান;
"অত্র এলাকায় আমিই বড় দানম,
আমার সামনে আসবিতো এক্কেবারে চাঁবাইয়া খামু"


ওর বাপে মোক্তারি করতো মাদারীপুর কোর্টে,
ওর বাবার নুন আনতে পানতা ফুরাতো।
এখন এই কু**র বাচ্ছার হাজার কুটী টাকা সুইস ব্যাঙ্কে জমা।
এ সব টাকাই বাংলাদেশ ও বাংলাদেশের জনগনের টাকা।

এবার সেই সব স্বেচ্ছাচারির মুখে চপেটাঘাত !!!!

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮

গরল বলেছেন: অনেক ধন্যবাদ এতগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেোয়ার জন্য, ভালো থাকবেন।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

আলআমিন১২৩ বলেছেন: বংগবন্ধু সরকারের বিপক্ষে প্রতিবিপ্লবকারী গনবাহিনীর আন্চলিক কমান্ডার শাহজাহান খানকে কি প্রয়োজন আওয়ামী লিগ সরকারে?

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৭

গরল বলেছেন: হ্যা প্রয়োজন, যেমন প্রয়োজন শামিম ওসমান, বদি আরও অন্যান্যদের।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: একদিকে পুরো আওয়ামীলীগ আরেক দিকে একা শাজাহান খান!!!!

সব গাড়ী ৩-৪ দনি বন্ধ রাইখ্যা ক্ষমতা দেখাইতেছে!
বাকীরা কি সব হল্কু!!!!!!!!!!!!!!

কি জানি! ময়নার বাপ জানে ;)

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮

গরল বলেছেন: একদিকে আওয়ামিলীগ আর এক দিকে শামিম ওসমান, বদি, শাহাজান খান আর হাসিনা। সবই ময়নার বাপের দোষ :P

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

আলআমিন১২৩ বলেছেন: গনপরিবহন বন্ধ রাখার জন্য এদের শাস্তী হিসাবে নিউটনের থার্ড ল এপ্লাই করা উচিৎ এদের উপরে।
ওরা যখন চালাতে যাবে তখন চালাতে দেয়া যাবেনা। জনগনকে ওরা কষ্ট দিচ্ছে জনগনই তাদের পানিশমেনট দিবে।

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৭

গরল বলেছেন: আর কতদিন, বেশিদিন বন্ধ রাখলে ওরাই না খেয়ে মরবে, ভিক্ষা করতে নামবে।

৯| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫০

রিফাত হোসেন বলেছেন: পড়লাম

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৪

গরল বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

১০| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪

প্রামানিক বলেছেন: পড়েছি। ময়নার বাপের চরিত্রটি মন্দ নয়।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৮

গরল বলেছেন: ঠিকই বলেছেন, ক্যারিশমেটিক চরিত্র। ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.