নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ শুধু মানুষের জন্য না, জগতের সকলের জন্য

গরল

জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক

গরল › বিস্তারিত পোস্টঃ

রাতের ঢাকা দিনের চেয়ে অনেক বেশী সুন্দর

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭


অনেক দিন পর ব্লগে আসলাম, ব্যাস্ততার কারণে আশা হয় না। তবে মাঝে কাঝে ঢু মেরে পড়ে নেই কিছু ব্লগ। লিখতে চেেয়েছিলাম অনেক কিছুই কিন্তু তেমন সময় নাই বিধায় কিছু ছবি শেয়ার করলাম ঢাকা নগরের। সবই রাতে তোলা মোবাইল দিয়ে।

গুলশান ২ নম্বরে হোটেল ফোর পয়েন্টের উপড় থেকে



সাত মসজিদ রোড, ধানমন্ডি, পিৎযা ইন এর বারান্দা থেকে তোলা



বেঙ্গল বই এর জানালা দিয়ে তোলা



সময় পেলে কম্পিউটেশনাল ফটোগ্রাফি নিয়ে কিছু লিখব কোন এক সময়।

মন্তব্য ৫৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

সনেট কবি বলেছেন: সুন্দর+

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

গরল বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার সনেট অনেক দিন মিস করেছি।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

অপ্‌সরা বলেছেন: অনেক সুন্দর! যেন আলোকিত রংধনু!!!

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

গরল বলেছেন: আপনার মন্ত্যব্যে যারপরানাই বিগলিত, আপনার ফটোগ্রাফিও মিস করেছি অনেক দিন।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: আমার আকছে দিনের ঢাকা টাই সুন্দর। দিনের বেলা অত্যন্ত পক্ষে মনে হয় প্রান আছে।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: আমার আকছে দিনের ঢাকা টাই সুন্দর। দিনের বেলা অত্যন্ত পক্ষে মনে হয় প্রান আছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

গরল বলেছেন: অধিক প্রণের ধাক্কায় মোর প্রাণ এখন অন্তপ্রাণ, ধন্যবাদ আপনাকে।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে মোবাইলে তোলা রাতের ঢাকার ছবিগুলো। + +

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

গরল বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, অনেক ভাল থাকবেন, মাঝে মাঝে রাতে ঘুরতে বের হবেন। ঢাকা তখন অনেক সুন্দর ও আনন্দময়।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

আলমগীর কাইজার বলেছেন: খুবই সুন্দর কিছু ছবি, দেখে ভালো লাগলো।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

গরল বলেছেন: আপনার ভালোলাগা আমারও ভালো লাগলো, শুভকামনা রইল।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর ছবি...
৩১ ডিসেম্বরের আতশবাজির ঢাকা স্নিগ্ধ সুন্দর....
সামনেই তো ২০১৯ :)

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

গরল বলেছেন: ঠিক বলেছেন, ঐদিনও সময় পেলে ছবি তুলব। অনেক ভাল থাকবেন, ধন্যবাদ।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

অপ্‌সরা বলেছেন: আমার ছবিকে কি ফটোগ্রাফি বলে!!!!!

সে তো হাবিজাবিগ্রাফী ভাইয়া!

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

গরল বলেছেন: একেই বলে বড় মানুষদের বদান্যতা :)

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

নজসু বলেছেন:



অসম্ভব সুন্দর।
চোখ জুড়িয়ে গেলো রাতের ঢাকা দেখে।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

গরল বলেছেন: অনেক ধন্যবাদ, শুভকামনা রইল।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

অপ্‌সরা বলেছেন: না!!!!!!!!!!!!!! ভাইয়া সবাই তো তোমার কথা শুনে নিশ্চয়ই হাসছে!!!!!

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

গরল বলেছেন: হাসবে কেন, ব্লগে আপনি (সামিয়া) আর অর্ক ভাই এই দুইজনইতো ভালো ফটোগ্রাফার, এটা এতদিনে সবাই বুঝে গেছে।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

গরল বলেছেন: আপনার শরীর কেমন, ভালো থাকবেন।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

গরল বলেছেন: ধন্যবাদ পাগলা ভাই, আমিতো জবাই ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম =p~

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

অপ্‌সরা বলেছেন: আমি না!!!!!!!!!

আমি না!!!!!!!!!

আমি না!!!!!!!!


আমি জীবনেও সেল্ফিও তুলি না!!!!!


সবাই আমার ছবি তুলে দেয় ভাইয়া!!!!!!

তুমি ভুল করছো!!!!!! :P

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

গরল বলেছেন: আসলে অনেক দিন ব্লগে আসি নাতো তাই মিলিয়ে ফেলেছি, যাই হোক আপনি তাহলে স্কুল টিচার। এবার মনে পড়েছে, আপনার একটা গল্প বলার ভিডিও দেখেছিলাম ইউটিউবে, চমৎকার। আবারো ভূল করলাম নাতো।

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: অপ্সরা সামিয়া নয়।
অপ্সরা শায়মা।

০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

গরল বলেছেন: অনেক ধন্যবাদ, অনেক দিন ব্লগে আসি না তো তাই মিলিয়ে ফেলেছি।

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আহা ভুল তো হবেই :D
দুটো আপুই নিজ নিজ গুণে সেরা B-)

অর্ক ভাই আর ব্লগে লিখেন না।
উনার সর্বশেষ পোস্ট পড়ুন :(

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

গরল বলেছেন: পড়লাম, খুবই দুখ:জনক, আমরা উনার ফটোব্লগ মিস করব। অনেক ধন্যবাদ তথ্যটা জানানোর জন্য।

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

অপ্‌সরা বলেছেন: হা হা হা হুম!!!!!!!! এইতো মনে পড়েছে!!!! :) যাক বাবা বাঁচলাম!!! :P

ফোটোগ্রাফীর অপবাদ থেকে!!!

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

গরল বলেছেন: হায়হায় ফটোগ্রাফীকে অপবাদ বললেন, অপবাদটা তো তাহলে এখন আমার ঘাড়ে পড়ল।

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

জাহিদ হাসান বলেছেন: পুরান ঢাকায় আমার বাড়ি। বহু বছর ধরে এই ঢাকা থাকি। রাতের বেলা রাস্তায় বের হতে সাহস পাইনা।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

গরল বলেছেন: বলেন কি, পুরান ঢাকার লোকজনতো সারা রাত রাস্তায় থাকে। মনেই হয় না যে পুরান ঢাকার লোকজন ঘুমায়। মাঝে মাঝে রাত বারোটার পর সাইকেল নিয়ে পুরান ঢাকায় যাই মাঝরাতে বিরিয়ানি বা নিহারী খেতে, অবশ্যই দলবল সহ।

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


রাতে ঢাকা সুন্দর; কারণ, বেশীরভাগ মানুষ ঘুমায়

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

গরল বলেছেন: ঠিকই বলেছেন, কারণ রাতে মানুষের কোলাহল কম আর আলো না থাকাতে কর্দজ জিনিষগুলো চোখে পড়ে না বলে আরও বেশী সুন্দর লাগে। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

খায়রুল আহসান বলেছেন: মাঝে মাঝে রাতে ঘুরতে বের হবেন। ঢাকা তখন অনেক সুন্দর ও আনন্দময়। - হ্যাঁ, প্রায়ই তো বের হই। কোন উচ্চ দালানের জানালা দিয়ে হয়তো রাতের ঢাকাকে দেখতে সুন্দরই লাগে, কিন্তু পথে থাকলেই যত বিপত্তি ও বিরক্তি। মাঝে মাঝে তো রাত বারটায়ও যানজট থেকে রেহাই পাওয়া যায় না।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

গরল বলেছেন: ঠিকই বলেছেন তবে ছুটির দিনের চেহারা একেবারেই ভিন্ন, তবে হ্যাঁ একা বের হওয়া বিপদজনক, দলবল নিয়ে বের হবেন।

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১

আহমেদ জী এস বলেছেন: গড়ল,




সুন্দর সব ছবি।
রাতের ঢাকাকে দূর থেকে অমন অপ্সরা সাজেই সেজেছে বলে মনে হয়। কিন্তু সে সাজের মাঝেও যে গড়ল থাকে তা সহব্লগার খায়রুল আহসান ও বলে গেছেন!

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

গরল বলেছেন: হাহাহাহহাহাহা সঠিক, বিপদ তো থাকবেই, তাই বলে কি কেউ হিমালয়ের চুড়ায় উঠা বাদ দিয়ে দিয়েছে। যেখানে বিপদ সেখানেই তো রোমাঞ্চ। দলবল সহ বের হবেন, সাইকেল নিয়ে ঘুরলে বেশী মজা পাবেন।

২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

বনসাই বলেছেন: এটাকে ঠিক রাতের ঢাকা বলা যায় কি? একটি নির্দিষ্ট এলাকার হাইরাইজ বিল্ডিং থেকে তোলা কিছু ফটোমাত্র। তবে ছবিগুলো ভালো লেগেছে, বিশেষকরে দ্বিতীয়টি।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

গরল বলেছেন: আপনি সঠিক বলেছেন, তবে শুধু গুলশান বা ধানমন্ডি হলে রাতের গুলশান বা রাতের ধানমন্ডি বলা যেত। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:


+++++++++++

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

গরল বলেছেন: বড় একটা ধন্যবাদ।

২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অধিক প্রণের ধাক্কায় মোর প্রাণ এখন অন্তপ্রাণ, ধন্যবাদ আপনাকে।

শুনশান নিরব জায়গা থেকে আমার কোলাহলমূখর জায়গা গুলো বেশী ভালো লাগে।
ভাল থাকুন।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

গরল বলেছেন: আমার ঠিক তার বিপরীত, কোলাহল ভালো লাগে তবে যায়গা বিশেষ যেমন, স্টেডিয়াম, কোন কনসার্ট, বিয়ে বাড়ি ইত্যাদি।

২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

করুণাধারা বলেছেন: গতরাতে বের হয়েছিলাম, পাঁচ কিলোমিটার গেলাম দুই ঘণ্টায়, শুধু মিরপুর রোড আর পান্থপথ! আপনি এমন ছবি না দিলে কখনো জানতেই পারতাম না, রাতের ঢাকা এত সুন্দর! অবশ্য সেটা পথে থেকে না, উপর থেকে দেখলে।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

গরল বলেছেন: দুর থেকে কাশবন ঘন দেখা যায়, সৌন্দর্য দেখতে হলে দুর থেকে দেখতে হয়। রাতে বের হলে এয়ারপোর্ট রোড এ যাবেন, ভালো লাগবে। অনেক ধন্যবাদ।

২৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

অপ্‌সরা বলেছেন: ২০. ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১ ০

আহমেদ জী এস বলেছেন: গড়ল,




সুন্দর সব ছবি।
রাতের ঢাকাকে দূর থেকে অমন অপ্সরা সাজেই সেজেছে বলে মনে হয়। কিন্তু সে সাজের মাঝেও যে গড়ল থাকে তা সহব্লগার খায়রুল আহসান ও বলে গেছেন!



হা হা হা হা হা তাই তো আমি দূরে থাকি ভাইয়া!!!! :P

১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

গরল বলেছেন: যত সুন্দর ত্বকই আপনার হোক না কেনো, বেশী কাছে থেকে দেখলে সেটাও কুতসিৎ লাগবে। বিশ্বাস না হলে দেখুন। অতএব চুড়ান্ত সুন্দর বলে কিছু নেই, শুধু মাত্র নির্দিষ্ট সময়ে সঠিক আঙ্গিকে দেখলেই শুধু সৌন্দর্য খুজে পাবেন।



২৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



নিরব, নিবীড় ও নিস্তব্ধতা

১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

গরল বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।

২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

সামু পাগলা০০৭ বলেছেন: উফফ! মনের মতো একটি পোস্ট! বহুদিন পরে প্রাণের প্রিয় শহরটিকে দেখার সৌভাগ্য হলো! থ্যাংকস এ লট! আসলেই, রাতের বেলার হলদে মায়াবী আলোর ঢাকা অনন্য, অসাধারণ!

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

গরল বলেছেন: এত ভালো লাগবে জানলেতো আরও কিছু ছবি তুলতাম, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.