নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ শুধু মানুষের জন্য না, জগতের সকলের জন্য

গরল

জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক

গরল › বিস্তারিত পোস্টঃ

নির্বাচিত কিছু ব্লগ নিয়ে কি কোন বই প্রকাশ করা যায় না সামুর উদ্যগে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৭


একুশের বইমেলায় বই মানেই কি শুধু কবিতা আর সাহিত্য, ব্লগ নিয়ে কি কোনো বই হতে পারে না? সামু কতৃপক্ষকে অনুরোধ করব যে বছরে সেরা কিছু ব্লগ নিয়ে প্রতিবছর একটা করে বই প্রকাশ করতে। ব্লগ নির্বাচণ করা কোন পন্থাতো নিশ্চই আছে কারণ ব্লগেতো একটা সেকশন আছে নির্বাচিত পোষ্ট এর। তার পরেও ভোটাভুটি বা নমিনেশন এর ব্যাবস্থা করা যেতে পারে, ব্লগাররা তাদের পছন্দের পোষ্টের লিংক কমেন্টে দিয়ে দিবে এবং অন্য কেউ সেটাকে সমর্থন করলে সে কমেন্টে লাইক দিবে।

এটার অন্যরম একটা ফল পাওয়া যেতে পারে যেমন ব্লগ নিয়ে যাদের ভূল ধারণা বা নাক কুচকানোর স্বভাব আছে তারা অন্তত জানতে পারবে আসলে ব্লগে কি হয়। অনেকেরই ব্লগিং সম্বন্ধে কোন ধারণাই নেই তাদের জন্যও লাভ হবে এবং ব্লগে আরও নতুন নতুন মেম্বার যোগ হবে। অস্বীকার করার উপায় নেই যে ব্লগ নিয়ে অনেক নেতিবাচক ধারণা আছে মানুষের মধ্যে বিশেষ করে একটু মুরুব্বি শ্রেণীর মধ্যে। অনেকেই আছেন বই পড়েন নিয়মিত কিন্তু ব্লগিং করেন না বা পছন্দও করেন না। তাদের জন্য একটা সুযোগ হবে ব্লগ সম্বন্ধে জানার এবং ভূল ভাঙ্গার। বই এ যথেচ্ছভাবে যে কোন ব্লগ থাকতে পারে আবার বিষয় ভিত্তিক বইও হতে পারে যেমন ব্লগের কবিতা, ব্লগের সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি ব্লগ ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র ভাবনাটা শেয়ার করলাম, পদ্ধতি নিয়ে ভাবার অনেকেই আছে বলে আমার বিশ্বাস।

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

প্রিন্স হ্যামলেট বলেছেন: ব্লগার"স পোস্ট নামে সংকলন বের হতে পারে। কমেন্টসহ যদি ছাপা হয় তাহলে তা ভাল কিছুই হবে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

গরল বলেছেন: মজার কিছুও হবে বলে আশা করি, অনেক ধন্যবাদ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

যায্যাবর বলেছেন: এটা এখন শুধুমাত্র একটা সময়ের দাবি। ব্লগের নির্বাচিত লেখা ও নির্বাচিত কমেণ্টস নিয়ে আসলেই একটা ছাপা বই বা নিউজলেটার করা যায়। দারুণ একটা বিষয় হবে নিশ্চই। সুন্দর একটি প্রস্তাব।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

গরল বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বিষয়টি সমীহ করার মত। ব্লগ ও ব্লগার সম্পর্কে অনেকের ধারণা পরিষ্কার নয়। তরুণ প্রজন্ম তো ফেসবুক আর টিকটক ছেড়ে ব্লগে থাকছেই না। :(


গল্প, ছড়া, কবিতা, ভ্রমন কাহিনী, সমসাময়িক ভাবনা, সবগুলোর কম্বিনেশনে একটা বই বের করাই যায়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

গরল বলেছেন: "ব্লগ ও ব্লগার সম্পর্কে অনেকের ধারণা পরিষ্কার নয়। তরুণ প্রজন্ম তো ফেসবুক আর টিকটক ছেড়ে ব্লগে থাকছেই না" সহমত আপনার সাথে, বাস্তব চিত্র। ধন্যবাদ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


সংকলন সম্ভব!

আগে দেখতে হবে আমার পোষ্ট ওখানে আছে কিনা!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

গরল বলেছেন: শুধু আপনার পোষ্ট নিয়ে আলাদা একটা বই করা যাবে, খারাপ হবে না।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


কয়েকজন ব্লগার একটা সংকলন বের করেছেন; সামনের দিনগুলোতে এটাকে প্রসারিত করা সম্ভব।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৫

গরল বলেছেন: জ্বী ঠিক বলেছেন, অবশ্যই সম্ভব এবং এগিয়ে নিয়ে যেতে হবে।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

শায়মা বলেছেন: খুবই ভালো হয়!!!!

কিন্তু সেটা নিয়ে যুদ্ধও হয় ..... :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬

গরল বলেছেন: যুদ্ধ ছাড়া কি কিছু অর্জন করা যায়, যুদ্ধ না হলে শান্তির মর্ম কেউ বুঝত না =p~

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: এখন তো বইমেলা শুরুই হয়ে গেছে।
এই পোষ্ট আরও আগে দিলে ভালো হতো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭

গরল বলেছেন: বই মেলা শুরু হল বলেইতো ভাবনা টা মাথায় এলো, যাই হোক সময়তো ফুরিয়ে যায় নাই আরওতো বই মেলা সামনে আসবে প্রতি বছর। তখন থেকে না হয় করা যেতে পারে।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৮

ভুয়া মফিজ বলেছেন: চমৎকার ভাবনা, বাস্তবায়িত হলে আরো চমৎকার হবে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০

গরল বলেছেন: ধন্যবাদ সহমতে জন্য, আমাদের জোড় দাবি জানাতে হবে। তবে নিতান্তই কয়েকজন ছাড়া ব্লগারদের সমর্থন পেয়েছি বলে মনে হচ্ছে না।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent idea

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১

গরল বলেছেন: অনেক ধন্যবাদ সমর্থনের জন্য তবে বাস্তবায়নের জন্য আরও অনেক বেশী সমর্থনের প্রয়োজন ছিল।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: Nice idea :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

গরল বলেছেন: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪৩

অর্ক বলেছেন: ভালো প্রস্তাব। কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে। ব্লগের প্রচার বাড়ানো যাবে। নামমাত্র মূল্যে বা ফ্রী বিতরণ করা যেতে পারে। সে জন্য স্পন্সরের অভাব হবার কথা নয়।

যাই হোক ফটোগ্রাফিতে আপনার আগ্রহের কথা মনে আছে আমার। এ সুযোগে প্রিয় একটি স্ট্রিট ফটো শেয়ার করি এখানে।

শুভেচ্ছা থাকলো।



২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৫৬

গরল বলেছেন: অনেক ধন্যবাদ, অনেকদিন আপনার কোন ফটোগ্রাফি পোষ্ট দেখি না। আপনি চমৎকার ছবি তুলেন, ব্লগে ফটোগ্রাফার তেমন নাই, আপনি এর অভাবটা পূরণ করতে পারেন। আপনার মত ছবি আমি তুলতে পারব না, তুষারশোভিত শুভেচ্ছা।

১২| ১২ ই মে, ২০২২ রাত ১১:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই আইডিয়া নিয়ে আরো আলোচনা হতে পারতো।
ভালো একটা প্রস্তাব দিয়েছিলেন।

১৩ ই মে, ২০২২ রাত ১২:৩১

গরল বলেছেন: ধন্যবাদ আপনাকে, কয়েকজন বাদে কেউ মনে হয় খুব বেশি আগ্রহী না এই বিষয়ে।

১৩| ২০ শে জুন, ২০২৩ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: উত্তম প্রস্তাবনা। এখনই আগামী বইমেলার জন্য একটি উদ্যোগ নেয়া যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.