![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মতো যোগ্যতা এখনও অর্জন করিনি, চলছি সেই গন্তব্যের পথে, অজানা সেই গন্তব্য, এবং সেই গন্তব্যে পৌঁছার জন্যে আমার বিরামহীন প্রয়াস এবং সেখানটাতেই আমার আনন্দ।
শিরোনাম দেখে যে কারোরি পিলে চমকে যাবে।
হুম ঠিক এমনটাই নাকি হয়েছে আমেরিকান ইউনাভাসিটি অফ লন্ডনে।যদিও এর সঠিক তথ্য উন্মোচিত হয়েছে।কিন্তু আমার কাছে পুরো ব্যাপারটা বেশ ইরিটেটিং মনে হয়েছে।আমরা আশরাফুল মাখলুকাত।বিদ্যাপাঠের স্থান,যেখাটায় আমরা শিক্ষা নিই,সে পবিত্ত স্থানের সাথে এমন রসিকতা করা ঠিক না।
#সবাইকে জুম্মা মুবারাক।
দিনটি সবার ভাল কাটুক,আল্লাহ হাফেজ।
০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪
রাইতের কইতর বলেছেন: হুমম,সেটা ইন্টারেস্টিং ও বটে।
যখন দেখি ওদের হাতেই আমাদের সবস্ব,সেই নীতিনিধারকেরাই আমাদের সামনে কলা ঝুলিয়ে বুঝিয়ে দেয়,তোমরাই বা কম কিসে। :p
কমেন্টের জন্য ধন্যবাদ,ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
আরিফা হক বলেছেন: এটা সত্যিই একটু অদ্ভুত। কিন্তু আমাদের দেশে যে মানুষ শিক্ষা নিয়েও কুকুর গরু ছাগল হয়ে যায়, তাও কিন্তু যথেষ্টই ইরিটেটিং