![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মতো যোগ্যতা এখনও অর্জন করিনি, চলছি সেই গন্তব্যের পথে, অজানা সেই গন্তব্য, এবং সেই গন্তব্যে পৌঁছার জন্যে আমার বিরামহীন প্রয়াস এবং সেখানটাতেই আমার আনন্দ।
সেলফি' শব্দটি অক্সফোর্ড ডিকশনারিতে যুক্ত হয়েছে ২০১৩ সালের দিকে,
যেটার অর্থ দিয়েছে তারা 'সেলফ প্রোট্রেট ফটোগ্রাফ।
এক্টূ পেছনে ফিরে তাকালেই আরও বিশদ দেখতে পাই। ১৮৩৯ সালের দিকে পৃথিবীর প্রথম সেলফি তুলেছিলেন রবার্ট করনেলিয়াস।[পুরুষ]
এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি,হাট্টী হাট্টী পা করে সেলফি আজ আমাদের দ্বারে কড়া নাড়ছে তো নাড়ছে...ঢিং ঢিং... :/
ধারণা করা হয় সেলফি শব্দটি বিশদরুপে বিস্তার লাভ করে মাইস্পেসে ।
এরপর একে একে ফেসবুক,টুইটার ইন্সটাগ্রাম,ফ্লিকার, ব্লগ এবং নানাবিধ সোশ্যাল নের্টওয়ার্কের দ্বারা এক্টূ বেশিই সমাদৃত হওয়ার পর আজকের এই 'ভীতিকর' রুপের আখ্যান নিয়ে সেটা ছুটে চলছে তো চলছেই।
অনেক কিছুই'ত শুনলেন এবার আসুন, কিছু উল্ল্যেখযোগ্য সেলফি সম্পর্কে জানি।
*ডেঞ্জার সেলফি ~ অবাক হওয়ার কিচ্ছু নেই।
ইনি সত্যিই একজন পাইলট এবং সেলফি তোলার সময় তার বিমান থেকে মিসাইল ছোঁড়া হচ্ছিল।
*ভিআইপি সেলফি~ যাদেরকে দেখছেন ইনারা সব্বাই এক্টা কান্ট্রি লিডার।
আমেরিকার বারাক ওবামা, ব্রিটিশ পিএম ডেভিড ক্যামেরন এবং সাথে ডেনমার্কের পিএম। আর ও বলতে ভুলেই গেছি। এটি তোলা হয়েছিল প্রয়াত নেলসন ম্যাণ্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে।
*স্টার সেলফি~ আস্তালা ভিস্তালা বেবি।
ইনাদের ডেসক্রিপশন আপনারাই দিয়ে দিয়েন।
.....এবং অতঃপর সেলফি|
সূত্তঃ জগাখিছুড়ী থেকে নেয়া খানিক্টা কাচ্চি বিরিয়ানি।
০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৩
রাইতের কইতর বলেছেন: আসেন মাম্মু সেলফি তুলি
২| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৭
ফা হিম বলেছেন: আমার কাছে কার্নেলিয়াস সাহেবের সেলফিটাই ভাল্লাগছে!
০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১২
রাইতের কইতর বলেছেন: পরথম বইলা কথা
৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১০
সকাল হাসান বলেছেন: ১৮৩৯ সালে প্রথম সেলফি তোলার পর প্রায় ১৮৩ বছর লাগল সেলফির জনপ্রিয়তা পেতে!
মাথায় ঢুকছে, সব কিছুই খুব দ্রুত জনপ্রিয় হয়ে গেলেও, সেলফির জনপ্রিয়তা পেতে এত দেরী লাগল কেন?
০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২০
রাইতের কইতর বলেছেন: সত্যিই প্রশ্ন থেকে যায় হাসান সাহেব।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট ।
@সকাল হাসান , প্রযুক্তিগত সহজলভ্যতা ও সুযোগের কারনে ।
০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২০
রাইতের কইতর বলেছেন: ধন্যবাদ
৫| ১০ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:১১
আরজু মুন জারিন বলেছেন: জগাখিছুড়ী থেকে নেয়া খানিক্টা কাচ্চি বিরিয়ানি।স্বাদটা অপূর্ব।পোষ্টে অনেক ভাললাগা।
ভাল থাকবেন কেমন।
১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০১
রাইতের কইতর বলেছেন: রিপ্লাইটা এক্টু দেরিতেই হয়ে গেল, মাফ করবেন।
ভালো আছেন তো।
৬| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৩
আমি তুমি আমরা বলেছেন: জানলাম
১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫
রাইতের কইতর বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
সুমন কর বলেছেন: