![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলার মতো যোগ্যতা এখনও অর্জন করিনি, চলছি সেই গন্তব্যের পথে, অজানা সেই গন্তব্য, এবং সেই গন্তব্যে পৌঁছার জন্যে আমার বিরামহীন প্রয়াস এবং সেখানটাতেই আমার আনন্দ।
“Education is the most powerful weapon ,which you can use to change the world”.
- Nelson Mandela
সত্যিকার অর্থে তাই হচ্ছে। এই উইপন’কে কাজে লাগিয়ে গোটা বিশ্ব এখন পরিবর্তনের পথে যাত্ত্রা করেছে। সেটারি নামান্তর কিনা আজকের এই শিক্ষাব্যবস্থা।
কি হবে এতসব শিক্ষা দিয়ে যদি নাই পারলাম কিছু শিখতে এবং শিখাতে।
স্বপ্ন গড়ার কারিগর যে শিক্ষক সেই শিক্ষককে কুপিয়ে যখন হত্যা করা হয় তখন বাস্তবিক অর্থে দেশের শিক্ষাব্যবস্থাকেই রক্তাক্ত করা হয়, আর সেটারি প্রতিফলন আম্রা এখন দেখতে পাচ্ছি।
বুকে হা্ত দিয়ে বলুন’তো এমন শিক্ষা কি কোন পরিবার কিংবা সমাজ আমাদের শিখিয়েছে? নাকি আম্রা জোরজবরদস্তি করে কেড়ে নিয়েছি?
যদি তাই হয় তবে এতটুকু বলতে পারি, দেশকে ধ্বংস করার জন্য এতটুকুই যথেস্ট, এবং তাই নয়কি, আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম?????
©somewhere in net ltd.