নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বার্থান্বেষী পথচারী

স্বার্থান্বেষী পথচারী › বিস্তারিত পোস্টঃ

সম্মানই সম্মান আনে...

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫২

সম্মানই সম্মান আনে


পবিত্র কুরআনে একটি আয়াতে আল্লাহ সুবাহানা ওয়া তাআলা বলেন, "আল্লাহ যখন যাকে খুশি সম্মানিত করেন এতে অন্য কেউ শত চেষ্টা করেও তার সম্মান নষ্ট করতে পারেনা। আর যাকে খুশি অপমানিত করেন, মানুষের শত সহস্র চেষ্টাও তাকে সম্মানিত করতে ব্যার্থ হয় "।
আমি যা বলতে চাচ্ছি তা একটু ভিন্ন, তবে বিপরীত না।

আপনি যখন কোন মানুষকে সম্মান করবেন তখন আল্লাহও আপনাকে সম্মানিত করবেন; সেটা হতে পারে খানিক বাদে। আজকে আমার সাথে ঘটে যাওয়া গল্পটাই অনেকটা এমন,

আমি টিউসান থেকে বের হয়ে দৌড়ে আসতেছি মহিলা কলেজ মোড়ে এমন সময় আমার মাথায় খাটল যে আমি যে পথে যাচ্ছি এটা ছাড়া আরেকটা পথ আছে যা আমাকে দ্রুত যেতে সহযোগিতা করতে পারে। কিন্তু সমস্যা হল আমি ঐ পথটা ভাল করে চিনিনা, তো পাশের ভাইটিকে ছালাম দিয়ে জিজ্ঞেস করলাম পথটা কোনদিকে। লোকটা আমাকে উত্তরে বলল, চলুন আমার সাথে আমিও যাব ঐ পথে। তো চলার পথে পরিচয় বিনিময়ের মাধ্যমে জানতে পারলাম ছেলেটি আমার চেয়ে ছোট আর সেও আমাকে পেয়ে খুশি হল এই ভেবে যে, আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

বিভিন্ন ব্যাপারে কথা বলার এক পর্যায়ে সে আমাকে তার পড়ালেখা কিভাবে উন্নতি করা যায় সেই ব্যাপারে জানতে চাইল, নিজের জীবনের লক্ষ্যের কথা বলল এবং তা অর্জনের জন্য করণীয় জানতে চাইল।কথা বলতে বলতে হঠাৎ বলল, "ভাইয়্যা আপনার গন্তব্যস্হলে চলে এসেছি "। তাকে ধন্যবাদ দিয়ে বাসা কোনটা জানতে চাইলাম, ভাবলাম হয়ত আসপাশের কোন বাসা হবে। কিন্তু সে আমাকে আশ্চর্য করে বলল, "আমার বাসা অনেকদুর আগেই ফেলে এসেছি " "আপনার সাথে কথা বলার জন্য এতদূর চলে এলাম " সে যোগ করল। আমি তার দিকে তাকিয়ে মুচকি হেসে আবারও তাকে ধন্যবাদিত করলাম।

যাবার বেলায় সে আমার হাত ধরে বলল, "ভাইয়া, ভাল থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন "।

ছেলেটির জন্য কেন যেন মনের মধ্যে থেকে প্রার্থনা জপতে শুরু হল। হয়ত এটাই ভালবাসা, অকৃত্রিম ভালবাসা, নিরব ভালবাসা

১৮/০১/২০১৭

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৮

মামুন রেজওয়ান বলেছেন: আরেকটু বিস্তারিতভাবে লিখলে সুবিধা হইতো। বিষয়টা ক্লিয়ার হল না।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৫০

এক বিন্দু জল বলেছেন: কাউকে ভাল লাগলে তার সঙ্গটা তখন অনেক জরুরী মনে হয়, নিজের গন্তব্য তখন তার গন্তব্যেরে সাথে একাকার হয়ে যায়। আর পথ সে তো নিমেষেই ফুরিয়ে যায়।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:১৬

চাঁদগাজী বলেছেন:


ছেলেটা হয়তো আপনার মতো লোকের থেকে পরামর্শ নিয়ে বিপদে পড়বে।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮

কানিজ রিনা বলেছেন: সততাই সফলতা, সফলতাই সন্মান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.