![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
কালের বিবর্ণতায় হারিয়ে গিয়ে
আমাদের মিলনবেলা ফিরে আসে,
যখন সারা দিনের ক্লান্তি শেষে,
সোডিয়াম লাইটে
ভর করে হলুদাভ আলো,
পোড়ো বাড়ির কার্নিশে উঁকি দেয় কাকপক্ষী
অথবা ঝুলে থাকে মাকড়শাবিহীন জাল।
শহর ছেড়ে নীল নির্জনে হারিয়ে গিয়েও
যেন হারাতে পারিনা,
যখন দেখি শরতের কাঁশফুলে
উত্তরী বায়ুর উন্মাদনা।
ধানক্ষেতের সবুজ আস্তিনে
কাকতাড়ুয়ার মাথায়,
বারবার দোল খাওয়া ফিঙে
আর দোয়েলের চঞ্চল লেজ।
অথবা যখন দেখি শ্যামাসুন্দরী খাল পাড়ে
এক পায়ে দাঁড়িয়ে থাকা সাদা বকটি।
শিশির ভেজা দোপাটি বনে
পা মাড়ানো সেই দুরন্ত ছেলেটিও যেন
স্মরণ করিয়ে দেয়,
ঝড়ের রাতে ভিজে চুপসে
আম কুড়ানো সেই দিন,
আর লেবুপাতায় আঁকা
আমাদের স্বপ্ন রঙীন।
এখনও ঠিক তেমনই,
বর্ষা রাত্রিরে কান পেতে শুনি,
বৃক্ষরাজীর পাতা বেয়ে টুপটাপ
ঝরে পড়া জলশব্দ
অথবা নিবিড়চিত্তে দেখি
শান্ত সেই নদী তটে বসে
অমাবস্যার রাতে
আকাশের তারা গোনার স্বপ্ন।
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৪১
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ হানিফ ভাই
২| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৩৪
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আহালে সোনা বাবুটা কি কিউটি কবিতা লিখছে
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৪৩
সায়েম মুন বলেছেন: ভাবছিলেন আহামরি এক্টা কবিতা পড়বো। শেষমেষ ধরা খাইছেন ছায়া বাবু
৩| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৪২
রোজেল০০৭ বলেছেন: +++
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৪৪
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস রোজেল
৪| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৯:০১
জামিনদার বলেছেন: হাজার প্লাস
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৪৭
সায়েম মুন বলেছেন: লাখো ধন্যবাদ জামিনদার!
৫| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৯:২৯
হাসান মাহবুব বলেছেন: স্নিগ্ধ সুন্দর কবিতা।
কয়েকটা টাইপো আছে তাড়াতাড়ি ঠিক্করেন
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৫৭
সায়েম মুন বলেছেন: সিগ্ধ একখান ধইন্যা।
দুইটা চোখে পর্ছিলো। এডিট কর্ছি পোষ্ট হারানোর ভয় নিয়া।
৬| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৩৬
অগ্নিলা বলেছেন: ভাল লাগল
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১০:০২
সায়েম মুন বলেছেন: পোষ্টে আসার জন্য ধন্যবাদ অগ্নিলা!
৭| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৪১
জিসান শা ইকরাম বলেছেন: ভাল লাগলো , স্নিগনতায় মন ভরে গেল।
++
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১০:০৫
সায়েম মুন বলেছেন: কৃতজ্ঞতা জিসান ভাই
৮| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৫৫
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: চমৎকার কবিতা।++++
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১০:১৩
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস!!
অট. আদনান কি ল্যাখাল্যাখি ভুলে গেল। বহুদিন হলো পোষ্ট দ্যান্না
৯| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১০:০৪
জুন বলেছেন: মুন খুব ভালোলাগলো কবিতা।
মনটা প্রসন্নতায় ভরে গেল লেবু পাতার গন্ধ আর আম কুড়ানোর কথা মনে করে।
+
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১০:১৮
সায়েম মুন বলেছেন: যাক কিছু এক্টা মনে করায় দিতে পার্ছি।
জুনাপুর জন্য শুভকামনা রইল!
১০| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১০:১৪
আকাশদেখি বলেছেন: আমাদের স্বপ্ন রঙীন
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১০:২৫
সায়েম মুন বলেছেন: হ্যা আকাশদেখি
লেবুপাতায় আঁকা
আমাদের স্বপ্ন রঙীন।
১১| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৪১
তমিজ উদ্দীন লোদী বলেছেন: চমৎকার!
খুব ভালো লাগলো।
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৫৮
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি!
১২| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৫১
অজন্তা তাজরীন বলেছেন: প্রকৃতির স্নিগ্ধতার প্রতিচ্ছবি যেন এই কবিতা।++
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১১:০৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি।
অট. আপনার কাছ থেকে নতুন কোন কবিতা পাওয়া যাচ্ছেনা
১৩| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৪৫
টানজিমা বলেছেন: ওয়াও মুনাপ্পু......ওয়াও...কাছে আসো.... :> :> :> :> :>
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫৮
সায়েম মুন বলেছেন: কি হৈছে টাঞ্জু ডাল্লিঙ :!> :#>
১৪| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:১৪
তীর্থহীন বলেছেন: কবিতা টা ছিমছাম, সাধারন, কিন্তু প্রাঞ্জল। ভাল লাগল।
২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:১৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা তীর্থহীন!!
১৫| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: একরাশ ভালো লাগা।। ++
২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৩৬
সায়েম মুন বলেছেন: জ্যাডাকে অনেক দিন পর দেইখ্খা ভালা লাগলো!!
১৬| ২৪ শে অক্টোবর, ২০১০ ভোর ৪:০২
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
সৌন্দর্যপিপাসু সায়েম ভাই।
এইমাত্রই একটা ব্যাপক গোলাগুলির গেমস শেষ করে আসলাম বলেই হয়তো,
কালের বিবর্ণতায় হারিয়ে গিয়ে
আমাদের মিলনবেলা ফিরে আসে,
যখন সারা দিনের ক্লান্তি শেষে,
সোডিয়াম লাইটে
ভড় করে হলুদাভ আলো,
পোড়ো বাড়ির কার্নিশে উঁকি দেয় কাকপক্ষী
অথবা ঝুলে থাকে মাকড়শাবিহীন জাল।
-এইটুকু খুব ভাল লাগলো। আর পরের অংশগুলো সুন্দর......
২৪ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৫
সায়েম মুন বলেছেন: সৌন্দর্যপিপাসু সায়েম ভাই
উড়াধুরা মুডে আছো মনে হয়। ব্যাপক গোলাগুলি শুরু কর্ছো।
অতঃপর কৃতজ্ঞতা রিজ!!
১৭| ২৪ শে অক্টোবর, ২০১০ সকাল ৮:২১
নীল_পরী বলেছেন: কবিতা ভালো লেগেছে। সহজ ও সুন্দর উপস্থাপন।
দয়া করে আগের কমেন্টটা মুছে দেবেন।
২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:০২
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা নীল_পরী!!
১৮| ২৪ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:১৬
রিমঝিম বর্ষা বলেছেন: ভালো লাগার কথা বিভিন্নভাবে সবাই বলে ফেলেছে। আমি আর কি বলবো বল? আগে মনে করতাম কবিতা বালা পাই। অহন কোন কবিতা পড়তে গেলে দেখি মাথার উপ্রে দিয়া যায়।
২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:১০
সায়েম মুন বলেছেন: তারপরও অনেক কিছুই বলে ফেল্লা
কি ল্যাখছি নিজেই জানিনা। তবে এই ল্যাখাটা মাথার উর্পে দিয়া যাওয়ার কথা না। আর হাই সিগনালের ল্যাখা কখনোই ল্যাখতে পারি না রিমঝিম বর্ষা মনি
১৯| ২৪ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:০০
অন্ধ আগন্তুক বলেছেন: প্রথম অংশে বিবর্ণ সময়কাল ।
পোড়ো বাড়ির কার্নিশে উঁকি দেয় কাকপক্ষী
অথবা ঝুলে থাকে মাকড়শাবিহীন জাল
অসাধারণ ইন্ট্রো ।
অতঃপর শ্যামলিমার স্নিগ্ধতার পরশ বুলিয়ে দেয়া , প্রত্যেকটা পরতে পরতে ........... শরতের কাঁশফুল, ধানক্ষেতের সবুজ আস্তিন,, কাকতাড়ুয়া , ফিঙে . দোয়েলের চঞ্চল লেজ, শ্যামাসুন্দরী খাল, সাদা বক - সব মিলে যায় একতারে ।
দুরন্ত বালকের সবুজ স্বপ্নবিলাস ।
এখনও ........................ আমরা স্বপ্নবিলাসী হয়ে উঠি ।
চমৎকার কবিতা সায়েম ভাই ।
অনেক অনেক ভালো লাগা ।
২৪ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৬
সায়েম মুন বলেছেন: রেটিং সিষ্টেম থাকলে আগন্তুকের এই কমেন্টা ফাস্টু বানায় দেয়া হৈত
এই রকম কমেন্ট পাওয়ার আশায় অপপ্রচেষ্ঠা অব্যাহত থাকবে।
২০| ২৪ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০৩
কি নাম দিব বলেছেন: সুন্দর স্নিগ্ধতা
২৪ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩৮
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কিনাপ্পি
২১| ২৪ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:১৫
আহাদিল বলেছেন: ভালো লাগল কবিতা।
নিঃসঙ্গ এই নৌকাটি আপনার জন্যে।
২৪ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫০
সায়েম মুন বলেছেন: ওয়াও! পারফেক্ট পিক!!
ম্যালা ম্যালা ধইন্যাপাতা
২২| ২৪ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪৩
দালিয়া বলেছেন:
শিশির ভেজা দোপাটি বনে
পা মাড়ানো সেই দুরন্ত ছেলেটিও যেন
স্মরণ করিয়ে দেয়,
ঝড়ের রাতে ভিজে চুপসে
আম কুরনো সেই দিন,
আর লেবুপাতায় আঁকা
আমাদের স্বপ্ন রঙীন।
খুব বেশি মনে পড়ে সেই দিনগুলি।
২৪ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০০
সায়েম মুন বলেছেন: অনেক অনেক মনে পড়ে। ফিরে যেতে চাই সেই দিনগুলিতে
২৩| ২৪ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২৬
চতুষ্কোণ বলেছেন: এ ধরনের কবিতা বরাবরই প্রিয়। খুব ভালো লাগলো।
২৪ শে অক্টোবর, ২০১০ রাত ৮:০০
সায়েম মুন বলেছেন: চতুষ্কোণের ভাললাগায় প্রীত!!
২৪| ২৪ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৪০
আর.এইচ.সুমন বলেছেন:
কবিতার জন্য +(+)+
২৪ শে অক্টোবর, ২০১০ রাত ৮:০৩
সায়েম মুন বলেছেন: এই সুন্দর গোলাপটার জন্য হাজার ধইন্যাপাতা!!
২৫| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৪৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মন ছুঁয়ে যাওয়া কবিতা.......ফেলে আসা দিন.......ফেলে আসা সময়।
একা অনুভব......
ঘুরে ফিরে ভীর করে আসে।
দোয়েল, ফড়িং ,কাশবেনের বাংলাদেশ।
শুভকামনা রইলো
২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১০:০২
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাজি আপু!!
শুভকামনা নিরন্তন।।
২৬| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৩৬
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: স্নিগ্ধ ! স্নিগ্ধ !! স্নিগ্ধ !!!
২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৫৯
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কু! থ্যাঙ্কু!! থ্যাঙ্কুস !!!
২৭| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১১:১৬
সাইমুম বলেছেন: ব্লগারদের ভালো কবিতা উপহার দিয়েছেন। ধন্যবাদ। +++
২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৪১
সায়েম মুন বলেছেন: থ্যাংকস সাইমুম
২৮| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২৭
নৈশচারী বলেছেন: কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে বড় ভাইজান!
ঝড়ের রাতে ভিজে চুপসে
আম কুরনো সেই দিন,
আর লেবুপাতায় আঁকা
আমাদের স্বপ্ন রঙীন।
আর লেবুপাতায় আঁকা
আমাদের স্বপ্ন রঙীন।
এই লাইন দুটো আমি আজ রাতে অনেকবার আবৃত্তি করব!
২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৪৪
সায়েম মুন বলেছেন: কৃতজ্ঞতা বারবার ছুটু!!
২৯| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ২:০২
ফাহাদ চৌধুরী বলেছেন:
লেবুপাতায় আঁকা স্বপ্নবিলাসী স্নিগ্ধ নিঃসঙ্গতা!!
২৫ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:৫২
সায়েম মুন বলেছেন:
এখনও ঠিক তেমনই,
বর্ষা রাত্রিরে কান পেতে শুনি,
বৃক্ষরাজীর পাতা বেয়ে টুপটাপ
ঝরে পড়া জলশব্দ
=================
৩০| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ২:৫৩
পাহাড়ের কান্না বলেছেন: এই কবিতাটা খুব ভালো লাগছে সায়েম ভাই। ইচ্চামত প্লাস খান।
২৫ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:৫৫
সায়েম মুন বলেছেন: ইচ্ছেমত ধইন্যাপাতা লন
৩১| ২৫ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৩১
করবি বলেছেন:
কবিতা যেনো প্রকৃতি.......
অনেক ভালো লাগা।
২৫ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:০৭
সায়েম মুন বলেছেন:
ঝড়ের রাতে ভিজে চুপসে
আম কুরনো সেই দিন,
আর লেবুপাতায় আঁকা
আমাদের স্বপ্ন রঙীন।
====অসংখ্য ধন্যবাদ!!
৩২| ২৫ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩০
মাসুদ চৌধুরী বলেছেন: +++++++++++++
২৫ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
সায়েম মুন বলেছেন: কৃতজ্ঞতা!!
৩৩| ২৫ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৪৫
প্রিন্স (নাভানার সিভিল ইঞ্জি:) বলেছেন: আমি পেরেছি। আমি ২৫ তম প্লাস দিতে পেরেছি।
২৫ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪২
সায়েম মুন বলেছেন: প্রিন্স ভাই দেহি কমেন্ট এক্সেস পাইয়া গেছেন
নাভানার ইঞ্জিনিয়ার বইলা কথা। তা আপনে ইঞ্জিনিয়ার মানুষ হৈয়া খাওয়া দাওয়া ভুইলা গেলে হবে।
৩৪| ২৫ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৪৯
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: কবিতা অনেক ভালো লাগলো সায়েম ভাই। অনেক অনেক ভালো।
সোডিয়াম লাইটে
ভড় করে হলুদাভ আলো
'ভর' হবে।
যখন দেখি শরতের কাঁশফুলে
'কাশফুলে' হবে।
২৫ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০২
সায়েম মুন বলেছেন: আয় হায় এত ভানাম ভুল হৈলে ল্যাখাপড়া করবো ক্যামনে।।
থ্যাঙ্কস আ লট মেঘাপু!!
৩৫| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৮:১৬
মাহী ফ্লোরা বলেছেন: ভড় করে হলুদাভ আল.
হায় হায় ভড় করে এইটা কি কথা,এক্ষুনি ঠিক করেন কইতাসি....
আর তাড়াতাড়ি আসেন আমার পার্টিতে।
অ:ট:কবিতা মারাত্মক জসিলা হইসে।খুব ভাল লাগলো।+++
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১০:০৩
সায়েম মুন বলেছেন: পন্ডিত আইছে
৩৬| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৮:১৮
মাহী ফ্লোরা বলেছেন: আম কুরনো সেই দিন
এইটা কি?আল্লারে...কুড়ানো হইব না!
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১০:০৫
সায়েম মুন বলেছেন: আম কুড়াইতে গেছিলাম। অত ভানাম দেইখা গেছিলাম নিকি
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১০:২৪
সায়েম মুন বলেছেন: পন্ডিত মশাই!!আমার বাকী পোষ্টগুলার ভানাম ঠিক কৈরা দ্যান। তাতে বেশ কিছু ভানাম শিখতে পারুম
৩৭| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৮:২০
মাহী ফ্লোরা বলেছেন: অথবা নিবিরচিত্তে দেখি........
নিবিড়
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১০:০৮
সায়েম মুন বলেছেন: এই জন্যই তো কবিতা ল্যাখার অপপ্রচেষ্ঠা বলছি। ভানাম জানিনা ঘোড়ার আন্ডা আর কবিতা ল্যাখতে গেছি। এরপর আর কবিতা ল্যাখুম্না
৩৮| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৯:২০
সমুদ্র কন্যা বলেছেন: লেবুপাতায় আঁকা
আমাদের স্বপ্ন রঙীন
কবিতা অনেক ভাল লাগল মুন।
স্নিগ্ধ সুন্দর.........................
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১০:২৭
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস ডটার অফ দ্য সি!!
আপনি ভাল আছেন তো
৩৯| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৯:২৩
মাহবু১৫৪ বলেছেন: +++
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১০:২৯
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ মাহবুব!!
৪০| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:০১
সেজুতি_শিপু বলেছেন: চিত্রকল্পে নষ্টালজিক উসকানী । ভাল লাগলো ।
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:১২
সায়েম মুন বলেছেন: সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ সেজুতি_শিপু!!
৪১| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:০৬
মাহী ফ্লোরা বলেছেন: লেখক বলেছেন: এই জন্যই তো কবিতা ল্যাখার অপপ্রচেষ্ঠা বলছি। ভানাম জানিনা ঘোড়ার আন্ডা আর কবিতা ল্যাখতে গেছি। এরপর আর কবিতা ল্যাখুম্না
(
কান ধরতেসি আর পন্ডিতি করুম না,অপপ্রচেষ্টা চলতে থাকুক।আমি খালি বানান পইড়া হাসুম কিন্তু কমুনা।উক্কে
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২৫
সায়েম মুন বলেছেন: বাহ!!!রে রে রে----------
ভানাম ভুল না ধরলে কবিতা ল্যাখার চেষ্ঠা করবো ক্যাম্নে
৪২| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:০৮
মাহী ফ্লোরা বলেছেন: লেখক বলেছেন: পন্ডিত মশাই!!আমার বাকী পোষ্টগুলার ভানাম ঠিক কৈরা দ্যান। তাতে বেশ কিছু ভানাম শিখতে পারুম
বানান প্রতি একটা কইরা ক্যাডবেরি,রাজী থাকলে কন চুক্তি সই কইরা ফেলি
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৩০
সায়েম মুন বলেছেন: হ এখন কাজে লাইগা পড়েন
আপাতত এতেই সই
৪৩| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:১৩
সুনীল সমুদ্র বলেছেন:
শহর ছেড়ে নীল নির্জনে হারিয়ে গিয়েও
যেন হারাতে পারিনা,
যখন দেখি শরতের কাঁশফুলে
উত্তরী বায়ুর উন্মাদনা।
.................................................................
...এখনও ঠিক তেমনই,
বর্ষা রাত্রিরে কান পেতে শুনি,
বৃক্ষরাজীর পাতা বেয়ে টুপটাপ
ঝরে পড়া জলশব্দ ...
সুন্দর! খুব সুন্দরভাবে কাব্যময় পংক্তিমালায় ছুয়ে যাওয়া- ফেলে আসা দিন...।
ফেলে আসা সব সূক্ষ্ণ সূক্ষ্ণ অনুভব।...
অনেক ধন্যবাদ, সায়েম মুন।
আশাকরি ভাল আছেন।
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৩৪
সায়েম মুন বলেছেন: সুন্দর উৎসাহদায়ক কমেন্টের জন্য কৃতজ্ঞতা!
আর ভাল আছি সুনীল দা
আপনার খবর কি?!
শুভকামনা রইল সব সময়ের জন্য।
৪৪| ২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:০৪
আকাশটালাল বলেছেন: কেমন আছেন????
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অপপ্রচেষ্ঠার কবিতা
২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:৩৭
সায়েম মুন বলেছেন: ভাল আছি ভাই!!
আপনি কেমন আছেন
আপনার হাসির চোটে ধপাস করে পড়ে গেলাম
৪৫| ২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:১০
মাহী ফ্লোরা বলেছেন: উক্কে কাজে নামতেসি কোমর বাইন্ধা
২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:৪০
সায়েম মুন বলেছেন: তক্কে তক্কে রইলাম
৪৬| ২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:০৪
আকাশটালাল বলেছেন: হাসিটা দিলাম কারণ আমি তো অপপ্রচেষ্ঠা ও করতে রাজি না। আপনে তো তাও করছেন
২৬ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৯
সায়েম মুন বলেছেন: অপপ্রচেষ্ঠা করতে থাকেন। আশা করি অতি শীঘ্রই এই কাবজাবের চাইতে ভাল ফল পাবেন
৪৭| ২৬ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:০৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: বৃক্ষরাজীর পাতা বেয়ে টুপটাপ
ঝরে পড়া জলশব্দ
সুন্দর
২৬ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:২৮
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা চিঠি আপু!!
৪৮| ২৬ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৫৫
সীমানা পেরিয়ে বলেছেন: বেশ লাগলো....+++
২৬ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:০৬
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ সীমানা পেরিয়ে।।
৪৯| ২৬ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৫২
শায়মা বলেছেন: তোমার বাড়িতে এসে তো পেয়ে গেলাম সুন্দর এক কবিতা।
২৬ শে অক্টোবর, ২০১০ রাত ৯:০৫
সায়েম মুন বলেছেন: যাক অনেক ব্যস্ততার পরও গরীবের বাড়িতে এসেছো যখন
৫০| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৪৫
শূণ্য উপত্যকা বলেছেন: খুব সুন্দর কবিতা।৩৩
২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৪৯
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস আ লট শূন্য উপত্যকা!!
৫১| ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৫৩
হায়রে ভালবাসা বলেছেন: জোশিলা কোবতে হইচে মুনাপ্পু...........
:!> :#>
২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৩১
সায়েম মুন বলেছেন: হায়রে ভালবাসা :>
৫২| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:২১
শিরীষ বলেছেন:
শ্যামাসুন্দরী খাল পাড়
নীল নির্জন------
দারুণ, দারুণ!!
২৭ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫১
সায়েম মুন বলেছেন: বিনীত শিরীষ!
শুভকামনা সর্বদা!!
৫৩| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৫৬
জুন বলেছেন: মুন তোমারে মাইনাস
ফিফা র পরাবাস্তব পোস্টে আমার একখান গপ্পের নাম
কইয়া আইতে পারো নাই
২৭ শে অক্টোবর, ২০১০ রাত ৯:২৫
সায়েম মুন বলেছেন: স্যরি আপু
তবে আপনি তো লেডি বতুতা। আপনার বিশ্বভ্রমণ কাহিনী একক পুস্তকাকারে বাহির না হলে চলে
৫৪| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ৯:০৪
সুরঞ্জনা বলেছেন: খুব সুন্দর! এতো সুন্দর কি করে লিখো মুন? খুব ভালো লাগলো।
২৭ শে অক্টোবর, ২০১০ রাত ৯:২৭
সায়েম মুন বলেছেন: আপু! আপনাদের ক্ষমাসুন্দর পাঠপ্রতিক্রিয়ায় বিনীত কৃতজ্ঞতা!!
৫৫| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ৯:২৭
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: টুপটাপ সুন্দর
২৭ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৩১
সায়েম মুন বলেছেন:
কখনো মেঘ থমথম
আবার কখনো বৃষ্টি
------------------------------------------------------------
ভাল থাকা হোক সব সময়। আর নতুন পোষ্টের আশায়!!
৫৬| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৩০
জুন বলেছেন: যাও তোমাদের কারো দরকার নেই
আমি নিজেই একটা বই প্রকাশ করে,নিজেই বসে বসে পড়বো
২৭ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৩৪
সায়েম মুন বলেছেন: আপনি বই প্রকাশ করলে প্রথম আমিই কিনবো। শুধু প্রকাশের দিনটা বলে দিয়েন
৫৭| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৩৫
জুন বলেছেন: একটাই ছাপাবো
২৭ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৩৮
সায়েম মুন বলেছেন: তাহলে বাসা থেকে চুরি করে নিয়ে আসবো
৫৮| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১০:০৮
শায়মা বলেছেন: কি খাইতে দিসিলা। মোমো?
ইয়াম্মী! আমার পছন্দ।
২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৩৩
সায়েম মুন বলেছেন: টাংগাইলের চমচম খাইতে দিছিলাম
ইয়াম্মী আর একদিন খাওয়াবো। এত ঘন ঘন মিষ্টি খাইওনাতো। দাঁতে পোকা ধরবে। লোকে বুড়ি বলবে
৫৯| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৩৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর কবিতা।
২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৪৩
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস মাসুম!!
৬০| ২৮ শে অক্টোবর, ২০১০ রাত ২:০২
ত্রাতুল বলেছেন:
এখনও ঠিক তেমনই,
বর্ষা রাত্রিরে কান পেতে শুনি,
বৃক্ষরাজীর পাতা বেয়ে টুপটাপ
ঝরে পড়া জলশব্দ।
টিনের চালায় বৃষ্টির শব্দ কতদিন শুনি না।
২৮ শে অক্টোবর, ২০১০ রাত ৯:০৬
সায়েম মুন বলেছেন: আহা! টিনের চালে বৃষ্টির শব্দ!
ত্রাতুলকে অনেক দিন পর দেখা গেল।
ভাল থাকা হোক সব সময়!
৬১| ২৮ শে অক্টোবর, ২০১০ রাত ২:২৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: :-< :-<
২৮ শে অক্টোবর, ২০১০ রাত ৯:১০
সায়েম মুন বলেছেন: :-<
৬২| ২৮ শে অক্টোবর, ২০১০ রাত ২:৩২
রাজসোহান বলেছেন:
পাথরের সাদা গায়ে থাকে না কোন হৃদয় আমি তাই পাষান হতে চেয়েছিলাম কিন্তু সাগরের জমানো ফেনা এসে আমারে ভাসিয়ে নিয়ে গেলো! তারপর ?......বাকিটুকু থাক!আহা কি হবে জেনে?
২৮ শে অক্টোবর, ২০১০ রাত ৯:১৩
সায়েম মুন বলেছেন: কি রুমান্টিক কথা :!> :#>
রাঝাস এখন আকাশে না পাতালে
৬৩| ২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:০২
আহমেদ চঞ্চল বলেছেন: ভালোবাসা এমন-ই ।।। খুব মায়াময় এক খান কবিতা হইছে।। +++++
একটি ভালোবাসার কবিতা--
Click This Link
২৮ শে অক্টোবর, ২০১০ রাত ৯:২৫
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ!
৬৪| ২৮ শে অক্টোবর, ২০১০ রাত ১১:১১
পল্লী বাউল বলেছেন: দারুণ একখান কবিতা হৈছে গো ভাইডি।
+++
২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১২:০৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা পল্লী বাউল!!
৬৫| ২৯ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৩৬
হুপফূলফরইভার বলেছেন: এক কথায় ব্যাপক হৈছে~
২৯ শে অক্টোবর, ২০১০ রাত ৯:২২
সায়েম মুন বলেছেন: ব্যাপকস ধইন্যা হুপফূলফরইভার
৬৬| ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ২:৫৪
মিরাজ is বলেছেন: অথবা নিবিড়চিত্তে দেখি
শান্ত সেই নদী তটে বসে
অমাবস্যার রাতে
আকাশের তারা গোনার স্বপ্ন।
অপপ্রচেষ্টা অনেক অনেক সুন্দর হয়েছে......এইরকম প্রচেষ্টা চলতে থাকুক......
৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:০৭
সায়েম মুন বলেছেন: তাহলে অপপ্রচেষ্ঠা চালানো যায়
উৎসাহদায়ক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
৬৭| ৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:০৫
নস্টালজিক বলেছেন: কালের বিবর্ণতায় হারিয়ে গিয়ে
আমাদের মিলনবেলা ফিরে আসে,
যখন সারা দিনের ক্লান্তি শেষে,
সোডিয়াম লাইটে
ভড় করে হলুদাভ আলো,
পোড়ো বাড়ির কার্নিশে উঁকি দেয় কাকপক্ষী
অথবা ঝুলে থাকে মাকড়শাবিহীন জাল।
গ্রেইট!
৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:১২
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস আ লট আওয়ার গ্রেট প্রেসিডেন্ট
৬৮| ৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:০৭
রেজোওয়ানা বলেছেন: সুন্দর হইছে.......
৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:১৮
সায়েম মুন বলেছেন: সুন্দর কথা
৬৯| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ১:১৬
সাগর রহমান বলেছেন: বহুদিন পর কবি সায়েমভাইয়ের কবিতা পড়া হলো।
সুন্দর লাগলো সায়েম ভাই।
বহুদিন পর আসা হলো ব্লগে। কেমন আছেন?
০২ রা নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৬
সায়েম মুন বলেছেন: কবি সায়েম
ভাল আছি সাগর ভাই!
অনেক দিন পর আপনাকে দেখে বেশ ভাল লাগলো। আপনি কবে যে নিয়মিত হবেন
৭০| ০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৫
প্রতীক মণ্ডল বলেছেন: "আর লেবুপাতায় আঁকা
আমাদের স্বপ্ন রঙীন।"
একটানে পড়ে গেলাম। নির্মেদ সুন্দর।
০১ লা ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৫৯
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস দাদা!
শুভকামনা রইল!!
৭১| ০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৩৮
বৃষ্টিধারা বলেছেন: কই আপনে ???
খুব সুন্দর এক খান কবিতা পড়লাম ।
০৯ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
সায়েম মুন বলেছেন: থ্যাংকু বৃষ্টিধারা।
ব্লগআউট ছিলাম কয়দিন। আবারো ফিরে আসলাম
৭২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৬
ফারজুল আরেফিন বলেছেন: অদ্ভূত সুন্দর +
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৩৪
হানিফ রাশেদীন বলেছেন: সুন্দর কবিতা। অনেক ভালো লাগলো সায়েম ভাই। স্মার্ট, পরিমিত আর বেশ ঝরঝরে ভাষা।