নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
অনেক দিন পর এ শহরে ফেরা
তাই বুঝি নতুন বউয়ের মত লাজুক ঘোমটা
ঠিক চেনা চেনা কিছুটা অজানা বাতাস ওঠে
কিছু পুরনো পাতা ঝরে গেছে
কিছু ঝরে পরা পাতা উড়ছে
কয়েকটা বছর হুড়মুড় করে পিছিয়ে গিয়ে
বসে আছি জয়নালের টঙ দোকানের বেঞ্চিতে।
পৌষের সকাল
চাদর গায়ে লোকালয় ঘুমায়
দূরে শিউলী তলা ঝরে পড়া ফুল
রাতভর সুখ সুরভী ছড়ানো
এক মুঠো রঙীন স্বপ্ন।
দূরে
হারেছের মার মৃদু কন্ঠে আদুরে বারণ
বাছাধন এই ঠান্ডায় খালি পায়ে যাসনে
হারেছ তবু খালি পায়ে বের হয়, দৌঁড়ায়
মাঠে ঘাটে বনে বাদারে
সাত বেদেনীর ঘাটে
অবাক ময়ূরী পেখম তুলে নাচে
তার স্বপ্ন নাচে
আকাশে বাতাসে ঈষানে।
স্বপ্নের পিছুটানে
একদিন হারেছ হারায়
সাত বেদেনীর ঘাটে
তার স্বপ্ন হারায়
নদী থেকে সাগরে
জলের গভীরে অতল শরীরে
কোন এক বসন্তের
পাতা ঝরা দিনে
ফিরে আসে স্বপ্ন জাদুকরের
অবাক বাঁশিতে।
হারেছের স্বপ্ন বুকে নিয়ে
কেউ কেউ যৌবনে হারায়
কেউ হারায় যৌবনের সন্ধিক্ষণে
অলির গানে গানে
জীবন রবির মায়াকাননে।
হারেছের টুকরো স্বপ্ন বুকে ধারণ করে
একদিন এ শহরে অলির পথে নেমেছিলাম
সেদিন ফুলের বনে এক আস্ত অপ্সরা দেখে
আমার মাথা কয়েক ডিগ্রী ঘুরে গিয়েছিল
তারপর সেই অপ্সরার অন্বেষায়
ঘুরতে ঘুরতে এ পথ ও পথ করতে করতে
চারদেয়ালে ঘেরা এক কারাগারে
আটকে যাই।
অনেক তপস্যার পর মুক্তি মেলে
এরপর স্বেচ্ছা নির্বাসনে গেলে
যমদূত আমার পথ ছেড়ে ভিন্ন পথে পা বাড়ায়
এই নির্বাসন সে আর এক যাবজ্জীবন কারাদন্ড
সে আর এক বিদেশ বিভূঁই
মুক্তি যেখানে শুক্তি তলে চিরঘুমন্ত।
আজ এ শহরে ফিরে একটা দৃশ্যই চোখে ভাসছে
শহরে দেয়ালের পর দেয়াল বেড়েছে
সারিবদ্ধ বৃক্ষরাজি চলে গেছে দূর থেকে দূরে
কেউ গেছে আমার মত স্বেচ্ছা নির্বাসনে
কেউ গেছে জলের টানে মাটির ঘ্রানে।
আমার সেই চলে যাওয়া বা ফিরে আসা
বিস্ময় বিমূঢ় অপ্সরা কি জানে!
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ খন্ড ত। শুভরাত্রি।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালোলাগা কবি।
বই কি আসছে বই মেলায়?
২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ দূর্জয়। সেইরাম খোমা দিছেন
কনফিডেন্স নেই কিংবা বলা যায় সময় হয়নি :!> :#>
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
আরজু পনি বলেছেন:
কবিতার অপলাপ নাকি গদ্য কবিতা! হারেছের কথা কেন যেন বেশ টানলো!
ভালো লাগা রইল।।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯
সায়েম মুন বলেছেন: এটা একটা অপলাপ। কেউ কবিতা মনে করলে প্লাস পয়েন্ট
ধন্যবাদ আরজুপনি। শুভসকাল।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
প্রত্যাবর্তন@ বলেছেন: জীবনের এইসব চিত্রায়ণ ভালই লাগে । কবিতায় প্লাস
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ প্রত্যাবর্তন। শুভসকাল।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। অনেক শুভকামনা।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কনফিডেন্স ই বলুন।
আপনার বই বের করার যথেষ্ট সময় হয়ে গেছে।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২
সায়েম মুন বলেছেন: ঠিকাছে কবি। অদূর ভবিষ্যতে চেষ্ঠা করবো। ততোদিনে হাতটা একটু পেকে যাক
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
সায়েম মুন বলেছেন: আপনার কি অবস্থা? এবার বই বের করছেন নাকি?
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
===========================
আজ এ শহরে ফিরে একটা দৃশ্যই চোখে ভাসছে
শহরে দেয়ালের পর দেয়াল বেড়েছে
সারিবদ্ধ বৃক্ষরাজি চলে গেছে দূর থেকে থেকে
কেউ গেছে আমার মত স্বেচ্ছা নির্বাসনে
কেউ গেছে জলের টানে মাটির ঘ্রানে
আমার সেই চলে যাওয়া বা ফিরে আসা
বিস্ময় বিমূঢ় অপ্সরা কি জানে!
===========================
সুন্দর।
+++++
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
সায়েম মুন বলেছেন: ধইন্যা কবি। শুভসকাল।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর গদ্য কবিতা
২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাসুম। শুভকামনা নিয়ত।
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
শান্তা273 বলেছেন: আজ এ শহরে ফিরে একটা দৃশ্যই চোখে ভাসছে
শহরে দেয়ালের পর দেয়াল বেড়েছে
সারিবদ্ধ বৃক্ষরাজি চলে গেছে দূর থেকে থেকে
কেউ গেছে আমার মত স্বেচ্ছা নির্বাসনে
কেউ গেছে জলের টানে মাটির ঘ্রানে
আমার সেই চলে যাওয়া বা ফিরে আসা
বিস্ময় বিমূঢ় অপ্সরা কি জানে!
ভালোলাগা রইল অনেক।
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শান্তা। শুভকামনা অনেক।
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩
আশিক মাসুম বলেছেন: আমার সেই চলে যাওয়া বা ফিরে আসা
বিস্ময় বিমূঢ় অপ্সরা কি জানে!
অপ্সরাদের এত সময় কোথায়??!!
২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
সায়েম মুন বলেছেন: আসলেই তো অপ্সরা রা অনেক বিজি।
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৪
মুনসী১৬১২ বলেছেন: চমৎকার স্বাদ
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভবিকেল।
১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১১
কামরুল হাসান শািহ বলেছেন: সুন্দর
২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ কামরুল। শুভবিকেল।
১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০২
ভিয়েনাস বলেছেন: হারেছের টুকরো স্বপ্ন বুকে ধারণ করে
একদিন এ শহরে অলির পথে নেমেছিলাম ......
ভালো লাগা জানিয়ে গেলাম
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস। আপনার ভাললাগায় অনুপ্রাণিত হলাম।
১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮
ফয়সাল হুদা বলেছেন:
শীতের সকালে শীতময় কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ
শীত মোবারক.......
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০
সায়েম মুন বলেছেন: সন্ধ্যাশীত মোবারক
১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪
আমিভূত বলেছেন: কবিতার শুরু থেকে শেষে একটা কিছু প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা যে হতাশায় রুপ নেবে ভাবি নি । কিছু একটার পেছনে ছুটতে ছুটতে কি যেন হারিয়ে যায় টেরই পাওয়া যায় না ।
কবিতায় অসম্ভব ভালোলাগা ।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
সায়েম মুন বলেছেন: অসম্ভব ধন্যবাদ আমিভূত। ভাল থাকবেন সব সময়।
১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯
সান্তনু অাহেমদ বলেছেন: বরাবরের মতই সুন্দর মুন ভাই।++
শুভ কামনা।
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা।
১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬
হাসান মাহবুব বলেছেন: কবিতার পথঘাঁটে ঘোরা হৈল। হারেছের সাথে দেখা করার চেষ্টা করলাম। আপনার সাথেও দেখা হয়া গেল। কিরমাছেন?
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
সায়েম মুন বলেছেন: ত্যাঙ্কস। ভাল আছি হামহুম হামা। আপনের লেখা গপ চোখে পড়ছে। আশা করি ভাল হৈছে।
১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
রাইসুল নয়ন বলেছেন: অসম্ভব সুন্দর ।।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ রাইসুল নয়ন। শুভকামনা সব সময়।
১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমার বই?
হাঁ হাঁ হাঁ।
হাসতেই আছি
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩
সায়েম মুন বলেছেন: হাসতে গিয়ে সময় নষ্ট কৈরেন না। অনেক তো লিখলেন। এখন বই টইয়ের চেষ্ঠা করুন।
২০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
মেহেরুন বলেছেন: অনেক তপস্যার পর মুক্তি মেলে
তারপর স্বেচ্ছা নির্বাসনে গেলে
যমদূত আমার পথ ছেড়ে ভিন্ন পথে পা বাড়ায়
এই নির্বাসন সে আর এক যাবজ্জীবন কারাদন্ড
সে আর এক বিদেশ বিভূঁই
মুক্তি যেখানে শুক্তি তলে চিরঘুমন্ত।
অসাধারন সায়েম ভাইয়া ++++++
কেমন আছেন???
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস মেহেরুন। ভাল আছি। আশা রাখি তুমিও ভাল আছো। ভাল থেকো।
২১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
সোমহেপি বলেছেন: ভাল ।
শীতকালে আমার খালি পায়ে বেরুতেই ভাল লাগে।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
সায়েম মুন বলেছেন: কি বলেন প্রতিদিন হ্যাপী। আমিতো ঠান্ডায় জমে যাই।
২২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
রাতুল_শাহ বলেছেন: সায়েম ভাই ভাল লাগল।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রাতুল। ভাল থাকবেন।
২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
ইনকগনিটো বলেছেন: আবারো মুগ্ধপাঠ! ভালো লাগা জানবেন, কবি!
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ইনকগনিটো। আপনাকে দেখে ভাল লাগলো। অনেক শুভকামনা রইলো।
২৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
চমৎকার হয়েছে লিখাটি.... ভালোলাগা
শুভকামনা...
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা অনেক।
২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
মাহী ফ্লোরা বলেছেন: এত বড় কবিতা পড়তে পড়তে হাপিয়ে গেছি!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
সায়েম মুন বলেছেন: হুম। কবিতায় কাহিনী যোগ করতে গিয়া সুয়েজখালের মত লম্বা হয়ে গেছে। আসলে সব সময় ঝরঝরে ভূমধ্যসাগরের আবহাওয়ার মত লেখা আসে না।
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: কেউ গেছে আমার মত স্বেচ্ছা নির্বাসনে
কেউ গেছে জলের টানে মাটির ঘ্রানে
আমার সেই চলে যাওয়া বা ফিরে আসা
বিস্ময় বিমূঢ় অপ্সরা কি জানে!
সুন্দর!!!
অনেক ভালো লাগা রইলো।