নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

রিনা

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩





রিনা!

স্পষ্টতই তোমার আমার সম্পর্কটা এরকম যে

মাঝেমাঝে ম্যাকগাইভারের যন্ত্র খুলে

স্ক্রু সঠিকভাবে স্থাপন করতে হয়

এরকম যান্ত্রিক সম্পর্কের ক্ষেত্রে

বিরতিহীন চলাটা এক মহা ফ্যাসাদ

চাকা পাংচার, তেল, মবিল, গিয়ার ব্রেক

নতুন পার্টস সংযোজন

সব মিলিয়ে ঝক্কির কাজ।



তাই সহজ একটা প্রক্রিয়ার কথা বলছি

এখানে নদীর ধারে আসো, মাদুর পেতে বসো

চোখ মেলো, চেয়ে দেখো

অবাধ নীল দিগন্ত, বিস্তীর্ণ গোধূলী।

সুদূর গঙ্গোত্রী হতে ভেসে আসা

ছলছল নদীর জলের সাথে কথা বলো

কেননা এই জলের প্রতিটি বিন্দু

পাহাড় চড়াই উৎরাই পেরিয়ে আসা

লোক বসতির দুঃখ সুখের গল্প জানে।



একবার চোখ বন্ধ করে দেখো

তোমার চুলে বিলি কেটে দিচ্ছি আমি

থেমে থেমে বুনো হাওয়া ঢুকে পড়ছে

তোমার চুলের অন্দরমহলে

চুরি করছে তোমার ব্যক্তিগত গোপনীয়তা

প্রতিরোধ হিসেবে তারা ছন্নছাড়া হয়ে উড়ছে

তুমি উড়ছো এক উন্মুক্ত বিহঙ্গের মত।



রিনা! একবার ভাবো

তুমি আমি বিহঙ্গের মত উড়ছি

ফিরছি নদীর উৎসপানে

যেখানে তোমার আমার সম্পর্কের

নব সূচনা।

যে সম্পর্ক এই নদী এবং এর আদি পিতা

হিমালয়কে সাক্ষী রেখে সৃষ্টি

ঐ আকাশ এই বাতাসকে সাক্ষী রেখে সৃষ্টি।





ছবিঃ নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৫২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: অসাধারণ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ নাজমুল। শুভকামনা রইলো।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: খুব সুন্দর !

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনাকে অনেক দিন দেখে ভাল লাগলো। আশা করি ভাল আছেন। মেলার জন্য বইটা ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে। কবির অনেক সফলতা কামনা করছি।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

এম এম কামাল ৭৭ বলেছেন: তুমি আমি বিহঙ্গের মত উড়ছি
ফিরছি নদীর উৎসপানে
যেখানে তোমার আমার সম্পর্কের
নব সূচনা।

ভাল লাগলো।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কামাল। শুভকামনা সব সময়।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

সোনালী ডানার চিল বলেছেন:

সুন্দর কবিতায় অনেক ভালোলাগা..................

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ সোডাচি। ভাল থাকুন সব সময়।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

রাতুল_শাহ বলেছেন: সুন্দর হইছে ভাই।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস রাতুল। সব সময় পাশে পাচ্ছি। এজন্য অনেক কৃতজ্ঞতা। শুভরাত্রি।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

রেজোওয়ানা বলেছেন: রিনা, ম্যাকগাইভার, চুলে বিলি দেয়া..........আহা!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ রেজোওয়ানা। ভাল থেকো।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: রোমান্টিক গদ্য কবিতা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাসুম। ভাল থাকুন নিরন্তর।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভরাত্রি।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

ভিয়েনাস বলেছেন: সো রোমান্টিক :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস। সব সময় উৎসাহ দেয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: অনেক সুন্দর!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮

সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ত। শুভকামনা সব সময়।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২

মাক্স বলেছেন: সুন্দর লিখেছেন!++++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৯

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মাক্স। শুভকামনা।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

মুনসী১৬১২ বলেছেন: কি রোমান্টিক কি রোমান্টিক...................

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভসকাল।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: সুন্দর, সুন্দর, খুবই সুন্দর... স্পর্শী

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ফ্রাস্ট্রেটেড। সুন্দর সুখী হোক জীবন।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

হাসান মাহবুব বলেছেন: দারুণ! বেশ অন্যরকম। চটকটা আকর্ষণীয়।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস হামা। জীবন আরো সুন্দর হোক।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

নক্ষত্রচারী বলেছেন: দারুণ !

সুন্দর হইসে :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নক্ষত্রচারী। আপনার লেখা তেমন একটা চোখে পড়ছে না। লিখে ফেলুন শীঘ্রই।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

দূর্যোধন বলেছেন: নাইস ...ম্যান !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

সায়েম মুন বলেছেন: থ্যাংকস দূর্যো। আজ এবং আগামী নতুন রূপে আসুক।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: লেখার সাথে ছবিটাও চমৎকার হৈছে+++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

সায়েম মুন বলেছেন: থ্যাংকস জনৈক। শুভকামনা অনেক।

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

দারুন।
অন্যরকম এক কবিতা।।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস দূর্জয়। শুভরাত্রি।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

ফয়সাল হুদা বলেছেন:
কবিতার প্রথম প্যারাটাতো মজার :)

বাকি প্যারাগুলো মতগ্রাহ্য...
অনুভূতিগুলো সুন্দর।
প্লাস দিলাম

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। ভাল থাকুন সব সময়।

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

আরজু পনি বলেছেন:

যেখানে তোমার আমার সম্পর্কের
নব সূচনা।
.....সম্পর্কগুলো নতুন করেই থাকুক সবসময়।।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

সায়েম মুন বলেছেন: সম্পর্কগুলো চিরচেনা আর নব রুপেই থাকুক!
থ্যাংকস আরজুপনি।

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

নীলফরিং বলেছেন:

সুন্দর।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

সায়েম মুন বলেছেন: থ্যাংকস নীলফরিং। আন্তরিক শুভকামনা।

২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

নেক্সাস বলেছেন: চমৎকার ! চমৎকার !! চমৎকার !!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ভাল থাকুন সুন্দর করে।

২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

নীরব 009 বলেছেন: রিনা নামটা পছন্দ হয়নি :(
নামটা কাব্যিক না। :(


ভাল লাগা রেখে গেলাম কবিতা, নামে না। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

সায়েম মুন বলেছেন: রিনা নামটা চেঞ্জ করে কি রাখা যায়!

আমি এই নামে অনেকগুলা কবিতা লেখার ইচ্ছে প্রকাশ করেছি। নামটা কাব্যিক নাহলে তো ব্যর্থ :(

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

নীরব 009 বলেছেন: ভাল লাগা রেখে গেলাম কবিতায়, নামে না। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

সায়েম মুন বলেছেন: আচ্ছা ঠিকাছে কবি। গল্প লেখার ক্ষেত্রেও এই নামটা ব্যবহার করেছি। নামটার প্রতি অন্যরকম আসক্তি এসেছে। যদিও আদতে রিনা নামের কাউকে চিনি না।

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

মাহী ফ্লোরা বলেছেন: আরে আপনি আমার নাম নিয়া কবিতা লিখবেন এসব কি রিনা ফিনা নাম লিখসেন! ;) =p~ =p~

স্যরি স্যরি উপরে দেখলাম নাম নিয়া আপত্তি জানাইছে সরকার দাদা। :P

কবিতা আপনার আর সব কবিতার চেয়ে দূর্দান্ত এক কথায় বললাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস আ লট। এই তো উৎসাহ বাড়ছে। আরো কয়েকটা কবিতা লিখে ফেলবা নাকি। #:-S
দাঁড়ান রিনা নামটা সরিয়ে আপনার নামটা বসিয়ে দেই। :P

মাহী

মাহী!
স্পষ্টতই তোমার আমার সম্পর্কটা এরকম যে
মাঝেমাঝে ম্যাকগাইভারের যন্ত্র খুলে
স্ক্রু সঠিকভাবে স্থাপন করতে হয়
এরকম যান্ত্রিক সম্পর্কের ক্ষেত্রে
বিরতিহীন চলাটা এক মহা ফ্যাসাদ
চাকা পাংচার, তেল, মবিল, গিয়ার ব্রেক
নতুন পার্টস সংযাজন
সব মিলিয়ে ঝক্কির কাজ।

তাই সহজ একটা প্রক্রিয়ার কথা বলছি
এখানে নদীর ধারে আসো, মাদুর পেতে বসো
চোখ মেলো, চেয়ে দেখো
অবাধ নীল দিগন্ত, বিস্তীর্ণ গোধূলী।
সুদূর গঙ্গোত্রী হতে ভেসে আসা
ছলছল নদীর জলের সাথে কথা বলো
কেননা এই জলের প্রতিটি বিন্দু
পাহাড় চড়াই উৎরাই পেরিয়ে আসা
লোক বসতির দুঃখ সুখের গল্প জানে।

একবার চোখ বন্ধ করে দেখো
তোমার চুলে বিলি কেটে দিচ্ছি আমি
থেমে থেমে বুনো হাওয়া ঢুকে পড়ছে
তোমার চুলের অন্দরমহলে
চুরি করছে তোমার ব্যক্তিগত গোপনীয়তা
প্রতিরোধ হিসেবে তারা ছন্নছাড়া হয়ে উড়ছে
তুমি উড়ছো এক উন্মুক্ত বিহঙ্গের মত।

মাহী! একবার ভাবো
তুমি আমি বিহঙ্গের মত উড়ছি
ফিরছি নদীর উৎসপানে
যেখানে তোমার আমার সম্পর্কের
নব সূচনা।
যে সম্পর্ক এই নদী এবং এর আদি পিতা
হিমালয়কে সাক্ষী রেখে সৃষ্টি
ঐ আকাশ এই বাতাসকে সাক্ষী রেখে সৃষ্টি।


এখন কেমন হৈছে। B-))

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

লেখোয়াড় বলেছেন:
সবসময় মেয়েদের নাম নিয়ে কবিতা লেখেন কেন সামু??
কেন ছেলেদের নামে কি কবিতা হয় না??

আমার নামটি কি রোমা :-* ন্টিক নয়??

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

সায়েম মুন বলেছেন: আপনার বিষয়টা মাথায় থাকলো।
দাঁড়ান একদিন আপনার নাম নিয়ে কবিতা লিখবো। ব্যাপারটা মনে থাকবে লেখোয়াড়। সময় করে কোন ছেলেকে নিয়ে লিখবো। তবে আমার কয়েকটা কবিতা বা গল্প কিন্তু ছেলে বন্ধুকে নিয়েই লেখা। জাস্ট শিরোনামটা ভিন্ন। /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.