নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
আমি তোর বাড়িতে কত গেলাম। বারান্দায়। ঘরের দরোজায়। জানালায় কত উঁকি দিলাম। তোর কাজ নিয়া ব্যস্ত তুই। সারাদিন সুঁই সুতায় কি বুনিস জানিনা। একবার যদি সূঁচটা হাতে গুতা দ্যায়। মরার সূই তাও দিলো না। তুই ফিইরা চাইলি না। আমার মন নিয়া ছিনিমিনি খেলার জন্য তোরে ধইরা কতবার ছুরিকাহত করলাম। তুই সামান্য আহত হইলি না। খিলখিল হাসি দিয়া পাড়ায় ঘুরিস। আমার দিকে একবার নজরও দিস না। সুপারী গাছ হইলেও বোধয় একবার তাকায় দ্যাখতি। না না ডাব গাছ। পানির লোভে একবার হইলেও!
কার সাথে জানি ফিসফাস কথা বলিস। বাতাসে কান পাতলে সব কথা কানে আসে। আজকাল তুই লাল পিড়ান পইড়া পাড়ায় ঘুরিস। দেখিস একদিন চোর হইয়া তোর লাল পিড়ান চুরি করবো। ফালাফালা কইরা নদীত ভাসাই দিবো। তখন দ্যাখবো তোর দেমাগ কত।
আইজ কার সাথে জানি ঘুরতে গেছিলি। ছামিনা তোর পরাণের বান্ধবী। সারাদিন হের লগে ঘুরিস। শরম করে না তোর। একটা ডাঙ্গর মাইয়া হইয়া ঢ্যাং ঢ্যাং কইরা পাড়ায় ঘুরিস। বুইড়া ভামগুলা তোর দিকে ড্যাবড্যাবাইয়া চায়। তোর খুব ভাল লাগে বুঝি। নচ্ছার মাইয়া। একবার যদি মাইয়া হইতাম তবে ছামিনা হইতাম। সারাদিন খালি তোর গলা ধইরা ঘুইরা বেড়াইতাম।
আজ কয়বার ট্রেনের নিচে পড়ছি। চলন্ত বাসের সামনে পইড়া আহত হইছি। বিছানায় পইড়া ব্যথায় কাতরাইলাম সারাদিন। দেখার জন্য একটাবার আসলি না। আমি মরছি, পালিয়ে যাচ্ছি। ডুবছি নদীর বুকে। বারবার মরছি। একটাবার লাশটা দেখতে আসলি না। যা ভাগ। তোর সাথে আড়ি। এইবার ভাবছি সত্যি সত্যি মইরা তোরে ডুবাই দিয়া যাবো। তখন সাত জনমেও কূল পাবি না।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০
সায়েম মুন বলেছেন: এইটাও আবার ভাল লাগে।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১
মেহেরুন বলেছেন: ভালো লাগলো
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কু মেহেরুন।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯
আমিভূত বলেছেন: ভালো লাগা আলাপনে ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আমিভূত। শুভকামনা অনেক।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
স্বপ্নচূড়ায় আমি বলেছেন: পত্তুম পেলাচ
মুটামুটি ভাল লাগা রেখে গেলাম।