নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
এখানে মৌন নদী এখানে মীন
ছুটে না কাটে না সাঁতার
দূরন্ত দিন।
এখানে আসে না জীবন
অন্তরীক্ষের চাঁদ
কাজল নদীর ভাঁজ খুলে
দেখে না আহলাদ।
এখানে এই পরবাসে
সুদীর্ঘ দিন
কেউ দেখে না কে আছে
জল সুর হীন।
এখানে বাঁকে বাকেঁ থেমে থাকে নদী
বালুচরে হেঁটে হেঁটে দিন যায় যদি
কে আসিবে কে বাসিবে
অন্ধেরে ভাল
এখানে খরতা নদীর
দিন হারালো।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ আপু!
ভাল আছি। আশা রাখি আপনিও ভাল আছেন। অনেক দিন পর এখানে দেখে ভাল লাগলো। অনেক শুভেচ্ছা রইলো। ভাল থাকুন সর্বদা।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
ফ্রাস্ট্রেটেড বলেছেন: সুখপাঠ কবি।
ভালোলাগা এবং শুভ ফাল্গুন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভ ফাল্গুন ফ্রাস্ট্রেটেড।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
shfikul বলেছেন: সুন্দর।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ শফিকুল। শুভ বসন্ত।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
সায়েম মুন বলেছেন: চমৎকার কবি!
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
মুনসী১৬১২ বলেছেন: চমৎকার
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। অনেক শুভকামনা। শুভ ফাল্গুন।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুরেল! ভালো লাগলো খুব।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২০
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভ বসন্ত।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
শায়মা বলেছেন: নদী ফিরে পাক খরতা পিচকিভাইয়া।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
সায়েম মুন বলেছেন: এই বসন্তে সব নদী শুকিয়ে কাঠ। কবে যে খরতা আসবে।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
জুন বলেছেন: কবিতা আর ছবি দুটোই অসাধারন মুন, অনেক ভালোলাগলো ছোট্ট কিন্ত অর্থবহ লেখা কবিতা ।
+
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভাল থাকুন সব সময়। শুভ বসন্ত।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১
অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর এবং ভালোলাগা
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ অদ্বিতীয়া। শুভকামনা রইলো।
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৭
ফারিয়া বলেছেন: আমার কবিতাটার ছন্দ ভালো লেগেছে।
একটা প্রশ্ন, মীন মানে কি মৎস্য?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২
সায়েম মুন বলেছেন: ঠিকই ধরেছেন ফারিয়া। অসংখ্য ধন্যবাদ।
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
নক্ষত্রচারী বলেছেন: ছন্দময় কোমল একটি কবিতা ।
ভালো লাগা অনেক । আপনি তো ইচ্ছা করলে নিজস্ব এ্যালবামের ছবিগুলো দ্বারা একটা জম্পেশ পোষ্ট দিয়ে ফেলতে পারেন !
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নক্ষত্রচারী। আগে অনেক ছবি পোস্ট দেয়া হতো। এখন সময়াভাবে দেয়া হচ্ছে না।
১২| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: আপনার লেখাটা অনেক বেশি ভালো লাগলো।
০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ময়ূরাক্ষী। শুভকামনা।
১৩| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
shfikul বলেছেন: দারুণ!
০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ শফিকুল। শুভসন্ধ্যা।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
আহা সুরেলা কবিতা।
মন ভালো করা।
কেমন আছো তুমি সায়েম?
অনেক ভালো থেকো। ফাগুনের শুভেচ্ছা তোমার জন্য।