নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
বইমেলায় শাহবাগ থেকে হেঁটে গিয়েছি। হাঁটার পথে কিছু দৃশ্য:
টিএসসির সামনের আইল্যান্ডে "রাজু ভাস্কর্য"।
বাংলা একাডেমীর সামনের রাস্তা। এবারে শুধু একাডেমীর ভিতরেই মেলা বসেছে। বাইরে কোন স্টল নেই। এমনকি কোন চূড়ি ফিতার দোকানও নেই।
বাংলা একাডেমীর মূলফটক
সময়সূচী। এটা জেনে রাখা ভাল। আমি না জেনে সকাল বেলা একবার গিয়ে ফেরত এসেছি।
বইমেলার ভিতরের দৃশ্য
সংগ্রহ করা বইগুলো সম্পর্কে সম্যক ধারণা: বই মেলায় খুব স্বল্প সময়ের জন্য গিয়েছিলাম। এই স্বল্প সময়ে যে কয়টা বইয়ের নাম এবং ষ্টল মনে ছিল তা সংগ্রহ করেছি। এই বইগুলো বাদে সময়াভাবে অন্য কোন বই সংগ্রহের সুযোগ হয়নি। আশা রাখি আর একদিন গেলে বাকী ব্লগারদের বই সংগ্রহ করতে পারবো। সেই সাথে আরও ম্যালা বই বগলদাবা করতে পারবো।
বইয়ের নামঃ সবুজ বোতাম এবং অন্যান্য
বইয়ের ধরণঃ কবিতার বই।
কবিঃ মাহী ফ্লোরা।
ত্রৈবিদ্য প্রকাশ।
পাওয়া যাচ্ছেঃ গদ্যপদ্য (ষ্টল ২৭৭)
বিনিময়ঃ ৯০ টাকা
বইটির প্রচ্ছদ করেছেন চারুপিন্টু। সুন্দর সবুজ কাভারে মোড়া কতগুলো সবুজ কবিতা স্থান পেয়েছে বইটির ভিতর। এটা মাহী ফ্লোরার তৃতীয় কবিতার বই। গত বইমেলায় দুটি বই বের হয়েছিল। ওনার কবিতা সম্পর্কে কবিতাপ্রেমী ব্লগারগণ বেশ ভাল অবগত আছেন। নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। বইটিতে ২৬ টি শিরোনামে কবিতা স্থান পেয়েছে। এর মধ্যে চারটি গুচ্ছ কবিতা রয়েছে। আশা করি কবিতাপ্রেমী পাঠকগণ বইটি সংগ্রহ করে কবির উৎসাহ বাড়িয়ে দিবেন। বইটি থেকে একটি কবিতা উঠিয়ে দিলাম।
আমাকে এখানে রেখে গেছে
আমাকে এখানে রেখে গেছে ফুল পাতা আঙ্গুর গাছ
আমাকে এখানে ফেলে গেছে বাগানের ওপার থেকে আসা
ছেলেটির ঘুড়ি। নদী আছে। অপেক্ষাও।
আমাকে এখানে রেখে গেছে সাহসী জলের সেই নৌকাখানা!
আয়নার সুখ।সিঁথি চিরে মেঠো পথ ঘরের আঙিনা।
জুড়ো ভাতে সুগন্ধী ধনে পাতা সবুজ মরিচ!
পাতালের জল দিয়ে হাত মাখা ভাত।
আমাকে এখানে রেখে গেছে ছেলেটার গোপন আঘাত!
তিসি ফুল ফুটে গেছে ক্ষেতময়। দেশময় অস্থির ক্ষুধা!
শীত, জরা জড়িয়ে ধরেছে বাল্যকাল।
আমি আছি স্বার্থের হাত ধরে।
আমাকে এখানে ফেলে গেল ছেলেটির অবাধ প্রনয়!
আটকে ফেলেছে সুতো পৌষের জাল।
আমাকে এখানে ফেলে রেখে গেছে একা ।
কান্নার রূপ ধরে রস গন্ধ আর অলস সময়।
আমাকে জড়িয়ে ধরে মেঘদের কষ! ছেলেটির মন।
নীল তারা অভিজিত। রাতের আঁধার!
পরাধীন হয়ে আছি কত দিন কত ক্ষণ প্রহর এমন!
আঙ্গুলে আঙ্গুলে আঙ্গুর লতা! আমাকে জড়িয়ে ধরো হে স্বাধীনতা।
আমাকে জড়িয়ে ধরো হে স্বাধীনতা!
বইয়ের নামঃ কফির পেয়ালায় নিশুতি রাত জাগে
বইয়ের ধরণঃ কবিতার বই।
কবিঃ সুলতানা শিরিন সাজি
জাগৃতি প্রকাশনী, ষ্টল: ২২১, ২২২
বিনিময়ঃ ১৫০ টাকা
বইটির প্রচ্ছদ করেছেন রবি খান। কালো প্রচ্ছদে সাদা এবং হলুদে আঁকা
একটা পাখি অবয়ব। সুন্দর মনকারা প্রচ্ছদের এই বইটিতে ৪১ টি কবিতা স্থান পেয়েছে। ওনার কবিতায় আলাদা একটা মাধূর্য্য আছে। যেটা পাঠকমাত্রই জানেন। প্রত্যেকটি কবিতায় এক একটি গল্প যেন বলেন উনি। আশা করি কবিতাপ্রেমী পাঠকগণ বইটি সংগ্রহ করবেন। বইটি থেকে একটা কবিতা এখানে প্রকাশ করলাম।
ঘাসফুল হয়ে যাই আমি!
তোমার কথা ভাবলে আমি ঘাসফুল হয়ে যাই!
কতটুকু আর্দ্রতা জমা থাকলে
খেয়ালী মনের বারান্দায় ঝরে ভোরের বকুল
সে কথা প্রিয়মুখ মানুষেরা জানে!
তোমার অযুত নিযুত নি:শ্বাসের পাশে বসে
মালা গাঁথি জোছনায়।
দুচোখের তারায় ঘুম নেমে এলে
তুমি এক একটা তারা ছুঁয়ে দেবে,
এমন ইচ্ছে প্রায়ই হয়!
সুরভিত সুরাসুরের সেই সময়ের জন্য
চোখ বুজেঁ অপেক্ষায় থাকি!
নীল জোছনার আকাশ থেকে পরীরা নেমে আসে,
একদিন তুমিই তো বলেছিলে।
নীল নীল ছায়ার আলোতে ভেসে
যদি তুমি আসো!
প্রার্থনার অভিলাষেও সেই তুমি! সেই আমি!
ঘুম চোখ খুলে
রোদ্দুরে নুয়ে থাকা ঘাসফুল দেখি!
আমারই মতন নীরব নিথর!
বুঝতে পারি তুমি এসেছিলে
আমার অভিলাষ ছুঁয়ে দিতে!
কাঠবিড়ালীর অস্থির চঞ্চলতা নিয়ে!
বইয়ের নামঃ গল্প সমগ্র - ১
বইয়ের ধরণঃ গল্পের বই।
লেখকঃ ইনকগনিটো
শ্রাবণ প্রকাশনী, ষ্টল: ২০৬, ২০৭
বিনিময়ঃ ১৫০ টাকা
বইটির প্রচ্ছদ গল্পকার নিজেই করেছেন। কালো প্রচ্ছদে সাদা হরফে লেখা বইয়ের নাম এবং লেখকের নাম। এটি ইনকগনিটোর প্রথম বই। বইটিতে মোট ১২ টি গল্প স্থান পেয়েছে। ইনকগনিটোর গল্প সম্পর্কে পরিচয় করিয়ে দিবো না! উনার লেখা সম্পর্কে এখানকার পাঠকমাত্রই জানেন। চমৎকার লিখেন উনি। আশা রাখি পাঠকগণ বইটি সংগ্রহ করবেন।
বইয়ের নামঃ ১০০তম গল্প ও অদৃশ্য মানব
বইয়ের ধরণঃ গল্পের বই।
লেখকঃ স্বদেশ হাসনাইন
শ্রাবণ প্রকাশনী, ষ্টল: ২০৬, ২০৭
বিনিময়ঃ ১৫০ টাকা
বইটির প্রচ্ছদ করেছেন শারমীন হক সঙ্গীতা। সুন্দর প্রচ্ছদ। প্রচ্ছদে সম্ভবত লেখকের হস্তলেখা শোভা পাচ্ছে কিছুটা। এটা ওনার তৃতীয় বই। গল্প হিসেবে প্রথম বই। বইটিতে মোট ১৭ টি গল্প আছে। উনার লেখা সম্পর্কে এখানকার পাঠকমাত্রই জানেন। চমৎকার গল্প/ কবিতা লিখেন উনি। যথেষ্ট এনার্জিটিক এবং আইডিয়াবাজ লেখক। আশা রাখি পাঠকগণ বইটি সংগ্রহ করবেন।
সর্বশেষ একটি সাহিত্য সাময়িকী:
নামঃ সবুজ অঙ্গন
লেখক/ কবিঃ পরিচিত এবং অপরিচিত অনেক ব্লগার/ লেখক/ কবি
প্রতিভা প্রকাশ, ষ্টল: ৪১১, ৪১২
বিনিময়ঃ ৫০ টাকা
(সামুতে ছবি আপলোডানো এখন অনেক ঝামেলার হয়ে গেছে। ১০ বার চেষ্ঠা করেও সবুজ অঙ্গনের ছবিটা দিতে পারলাম না )
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অপূর্ন।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
নেক্সাস বলেছেন: সুযোগ থাকলে সব ব্লগারদের বই সংগ্রহ করুন সায়েম ভাই
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
সায়েম মুন বলেছেন: আমি প্রতিবার তাই করি নেক্সাস। গত কয়েক বছরের পরিচিত সব ব্লগারদের বই সংগ্রহে রেখেছি। আশা রাখি এবারও করতে পারবো।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
হাসান মাহবুব বলেছেন: বইমেলায় যাওয়াই হইতাসেনা এইবার। এক্টাই মাত্র বই কিনসি কাফকার গল্প সমগ্র-১। ৯০০ টেকা দাম দিয়া। ঐটার ধাক্কা সামলায়া নেই আগে!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
সায়েম মুন বলেছেন: কাফকা আবার ক্যাডা? অক্ষতার জন্য হাইসেন না আবার।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
মুনসী১৬১২ বলেছেন: [link|http://www.somewhereinblog.net/blog/syedafsar/29067530]
View this link
View this link
তিনটা লিংক দিলাম কিব ভাইয়া
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। এখন কিছুটা জানতে পারলাম। কত অজানারে জানা হইলো না।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
মুনসী১৬১২ বলেছেন: ওপরের প্রধম কমেন্টা মুছে দিয়েন ভুলে চলে গেছে
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
সায়েম মুন বলেছেন: দিয়েছি
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
ফ্রাস্ট্রেটেড বলেছেন: বই কিনে কেউ কখনো ফতুর হয় না... একটা বালের ডায়ালগ। আমি এইবার আসলেই ফতুর হওয়ার পথে। ৮ টাকা দামের মার্লবোরো থিকা নাইমা আইসি ৪ টাকার পালমালে। যাউকগা, দেখি গিয়ান অর্জন কইরা কী হয় !!!
বইমেলা এইবার আসলেই ভাল কর্সে। তবে সন্ধ্যা থেকে বাইরে চুরি-ফিতা ছাড়াও জুতা, কাপড়, বই, খাবার সবরকম দোকানই বসে
ভাল ভাল বই কিনসেন। দেহি, ধকলটা একটু সামলায়া উঠতার্লে আমিও কিনুম।
শুভ একুশ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
সায়েম মুন বলেছেন: এই কাম গত কয়েক বছর কর্ছি।
আমার এখনো বেনের পুতই চলছে। কমাইতে পারলে ভালা হইতো। কয়েকটা বই বেশী কিনতে পারতাম।
আমি অবশ্য সন্ধ্যার আগেই গিয়ে আগেই বের হইছি। আধা ঘন্টার মত ছিলাম।
শুভ একুশ।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
দূর্যোধন বলেছেন: পারলে যারা যারা বই বাইর করছে,সবারই আপডেট দিয়েন ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
সায়েম মুন বলেছেন: অবশ্যই দেয়ার চেষ্ঠা করবো।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর পোস্ট - যাদের বই বের হয়েছে সবার জন্য শুভ কামনা
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০
সায়েম মুন বলেছেন: সবার জন্য আন্তরিক শুভকামনা।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
রাতুল_শাহ বলেছেন: আমি বেশ কয়েকটা বই কিনেছি সায়েম ভাই। এখন বইগুলো পথের মধ্যে। আশা করি সেগুলো অতিশীঘ্রই হাতে পাবো।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১
সায়েম মুন বলেছেন: বইয়ের নাম শেয়ার করলে ভালা হইতো। আমি সামান্য কয়েকটা সংগ্রহ করেছি।
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
টিনটিন` বলেছেন: আমার বইটা কিনেননি?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
সায়েম মুন বলেছেন: খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম। আর একদিন যাবো। সেদিন অবশ্যই নিবো। আপনার বইয়ের নাম আর স্টল নং টা জানালে উপকৃত হতাম। শুভকামনা রইলো।
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
ইনকগনিটো বলেছেন: মাহী ফ্লোরা এর বইটা কিনেছি। এখনো পড়া শুরু করিনি। পড়া শুরু হলেই শেষ হয়ে যাবে। অচিরেই শেষ করে ফেলবো।
কাফকা এর বই আমিও কিনবো। কিন্তু টাকা নাই। অন্য বই কিনে আমার অবস্থা খারাপ।
আর আমার বই কেনার জন্য সায়েম মুন কে একটা বড়সড় ধইন্যাপাতা। :#> :#> :#>
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
সায়েম মুন বলেছেন: কবিতার বই শুরু করলেই শেষ হয়ে যাবে।
কাফকা সম্পর্কে যা জানলাম উনি উদ্ভট এবং চমকময় কাহিনী নিয়ে গল্প লিখতেন। দেখি চোখের সামনে পড়লে উনার গপসপ সংগ্রহের চেষ্ঠা করবো
আর ওয়েলকু লন। আমি আপনারে হোমড়া চোমড়া কেউ মনে করছিলাম। অখন দেখি ল্যাখতে ল্যাখতে শুকায় গেছেন
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হায় হায় আমার বই কেউ কেনে নাই!
নীল আগুন। কবিতার বই। শুভ্র প্রকাশনী। (ফ্রী বিজ্ঞাপনের সুযোগ নিয়ে নিলাম। হাঃ হাঃ হাঃ)
সাধের চুড়ি-ফিতার দোকান যে ২য় দিন থেকেই বসছে, তার একটা ফটোব্লগ দিবো চিন্তা করেছি। ভালো থাকুন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
সায়েম মুন বলেছেন: আপনার ব্লগে তো কোন কবিতা দেখি না
আগে একটা বিজ্ঞাপন দিলেও তো জানতাম। আপনারে তেব্র ধিক্কার
চূড়ি ফিতার দোকান বোধয় সন্ধ্যার দিকে বসে। আমি গিয়েছিলাম তিনটার দিকে। যার দরুন চোখে পড়েনি হয়ত!
ধন্যবাদ সজীব। শুভকামনা রইলো।
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ব্লগারদের বই যা কিনলামঃ
* সবুজ বোতাম ও অন্যান্য - মাহী ফ্লোরা
* কফির পেয়ালায় নিশুতি রাত জাগে - সুলতানা শিরীন সাজি
* বেকায়দা - রাসয়াত রহমান জিকো (ব্লগ নিকঃ জিকসেস)
* অহংকারের গোপন চিঠি - এহসানুল ইয়াসিন
* আগুনজল - সাবরিনা সিরাজী তিথির
* ভালো আদর মন্দ আদর - তানিয়া কামরুন নাহার (ব্লগ নিকঃ এই যে দুনিয়া)
* ১০০তম গল্প ও অদৃশ্য মানব - স্বদেশ হাসনাইন
* ভৌতিক কাহিনী - সামারা তিন্নি (ব্লগ নিকঃ ত্রি নি ত্রি)
আর ম্যাগাজিন যে গুলো মুলঃত ব্লগারদের লেখায়ঃ সবুজ অঙ্গন, কুঁড়েঘর, লিপি, অনুপ্রাণন
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
সায়েম মুন বলেছেন: আপনার কালেকশনের তারিফ করতে হয়। আমি অবশ্য এত খবর জানিনা। কারকার বই বের হইছে জানতে পারলে ভাল হৈত।
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭
টিনটিন` বলেছেন: নাম তো এখনও সিলেক্ট করিনি আর বই আশা করছি ২০১৪ সালের বইমেলাতে পেয়ে যাবেন। স্টল নংটা নাহয় তখনই জানিয়ে দেব।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
সায়েম মুন বলেছেন: ভালই করছেন জানায়া। ২০২৮ সালে আমারও বই বাইরাইতে পারে। প্লিজ লাগে একটা কিইনেন।
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪২
স্বদেশ হাসনাইন বলেছেন: সায়েম মুন, শাহবাগের প্রজন্মের প্রতিবাদের কারণেই হয়তো এবার বইমেলা নিয়ে ব্লগে তেমন আয়োজন নেই। প্রচার নিয়ে এক সময় এড ছিল ব্লগে। এবার তাও নেই। টিভি বা অন্যান্যা মিডিয়াতেও শাহবাগের খবরে চাপা পড়চে একুশে বইমেলার দৈনন্দিন আয়োজন। এটা ভাল হলো এখানে প্রিয় ব্লগারদের বই দেখছি। আমার একটা কারেকশন দেই আমার এটা তৃতীয় বই। প্রথম বই ছিল "দোতলার মানুষ" ২০১১ সালে। তারপরটি ২০১২ তে লিটলম্যাগের ভনে প্রকাশনীর "একজন স্বদেশ চলে গেলে কার কি আসে যায়"। বইটা কেমন লাগলো জানাবেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
সায়েম মুন বলেছেন: ঠিকই বলেছেন কবি। শাহবাগের কারণে ব্লগাররা ঐদিকে ব্যস্ত থাকায় বইমেলার আমেজটা কিছুটা স্তিমিত। যার ফলে এবার ব্লগারদের বই নিয়ে তেমন উচ্ছ্বাস নেই। আপনি বলার পর মনে পড়লো আপনার আগে দুইটা কবিতার বই বের হইছে। দুটাই আমার সংগ্রহে আছে। গতবারের "একজন স্বদেশ চলে গেলে কার কি আসে যায়" বইটা ছোট ছিল। আপনার বইয়ের প্রথম চারটা গল্প পড়া হয়ে গেছে। ম্যাগনোলিয়া গল্পটা ব্লগে পড়া ছিল আবারও বইয়ের পাতায় পড়ে ভাল লেগেছে বেশ। চারটির মধ্যে ১০০তম গল্প ও অদৃশ্য মানব নামে একটা গল্প আছে ---এক কথায় অসাধারণ লেগেছে গল্পটা। বাকী গুলোও সময় করে পড়বো।
ভাল থাকুন কবি।
১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
htusar বলেছেন: অলরেডি ১৪০০ টাকার বই কিন্না লাইসি। তারপর ও দেখি ব্লগারদের কয়েকটা কিনবো। প্রায় ফতুর, কিন্তু বেপার না। বইমেলা বছরে একবারই ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
সায়েম মুন বলেছেন: প্রমথ চৌধুরী বলেছেন বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি।
তারপরও ব্লগারদের বই কিনতে পারেন কিনা দেখেন। তারা অনেক দোয়া দিবে।
১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
নক্ষত্রচারী বলেছেন: ভালো কালেকশন ।
অপরবাস্তব কিনেন নাই?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
সায়েম মুন বলেছেন: গত তিন চার বছরের অপরবাস্তব আছে। এবার অপরবাস্তব নিয়ে তেমন প্রচার নেই। কিনতে হবে। সময় করে একদিন যাই আগে।
১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
আমরা তোমাদের ভুলব না বলেছেন: ৮ম ভাল লাগা
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ। আশা রাখি বইগুলো সংগ্রহ করবেন।
১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫
ফারাহ দিবা জামান বলেছেন:
বইমেলা যাইনি এখনও।
বইয়ের কথাগুলো জেনে ভালো লাগলো।
দেখি কাউকে দিয়ে সংগ্রহ করাতে পারি কিনা।
ব্লগারদের প্রতি আপনার শ্রদ্ধা প্রশংসনীয়।
ভালো থাকুন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। বইগুলো সংগ্রহ করুন।
২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
আলম িসিিদ্দকী বলেছেন:
সায়েম কেমন আছেন?
অনেকদিন পর এলাম,
ভালো লাগলো।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
সায়েম মুন বলেছেন: ভাল আছি ব্রো। আশা রাখি আপনিও ভাল আছেন। ভাল থাকুন সব সময়
২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
লিন্কিন পার্ক বলেছেন:
বইমেলায় আজকে নিয়ে দুইবার গেলাম কিন্তু একটা বইও কিনি নাই
বইমেলায় গিয়ে খালি হাতে আসতে কেমন যেন লাগে
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
সায়েম মুন বলেছেন: ঠিক বলেছেন। খালি হাতে আসতে অনেক খারাপ লাগে।
তবে অনেক সময় বই কেনার মুড থাকে না। কি আর করা। দেখেন বই কেনার মুড আনতে পারেন কিনা!
২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
বইয়ের পোকা বলেছেন: আমার বই কিনেন নাই
আমার অনুবাদ করা প্রথম বই বের হচ্ছে এবারের বইমেলায়
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
সায়েম মুন বলেছেন: না জানলে কিনবো ক্যামনে
আর একদিন মেলায় যাওয়ার ইচ্ছে আছে। সে দিন কিনে নিবো।
২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
প্যাপিলন বলেছেন: কাফকার বই কিনব বলে টার্গেট করে গেছিলাম কিন্তু ৩০০/৪০০ পৃষ্ঠার একটা বইএর দাম ১১০০ টাকার ওপরে। বুঝলাম, কিছুদিন পর বইমেলায় ঢুকে সোজা বহেরাতলায় গেলে কিছু বই হয়তো কেনা যাবে। ব্লগারদের বই নিয়ে এবার সামুতে কোন স্টিকি পোস্ট নেই, তাই খুজে পাইনি। দেখি, আরেকবার চান্স নিব
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
সায়েম মুন বলেছেন: সব কিছুর দামের সাথে বইয়েরও দাম বাড়ছে!
এবার অবশ্য প্রচার কম। শাহবাগ আন্দোলনের কারণে ব্লগারদের বইয়ের প্রচার, প্রসার হয়নি।
২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
শায়মা বলেছেন: তোমার বই কবে আসবে পিচকাভাইয়া???
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
সায়েম মুন বলেছেন: কি কউ। হাসতে হাসতে পৈরা গেলাম তো
আগে তোমার একটা বের করো। তারপর নাহলে
২৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০
জোছনা কন্যা বলেছেন: Click This Link
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫
সায়েম মুন বলেছেন: ক্লিকাইলাম। আশা রাখি সহৃদয় কোন প্রকাশক সারা দিবেন।
২৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
সোহাগ সকাল বলেছেন: ইনকগনিটো ভাইয়ার বইটার জন্য দুই ঘন্টা স্টলের সামনে অপেক্ষা করেছিলাম। অতঃপর লেখকের সাথে দেখা হলো, কিন্তু বইটা কিনতে পারলাম না। ফুরিয়ে গেছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
সায়েম মুন বলেছেন: দুঃখজনক ব্যাপার। আশা রাখি নেক্সটা ডেতে পাবেন
২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
পলাশমিঞা বলেছেন: আমার বই একটা প্রকাশ হয়েছে।
জাতে বাংলাদেশি"
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০
সায়েম মুন বলেছেন: কিসের বই এটা? বইয়ের জন্য শুভকামনা মিঞাভাই
২৮| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮
জুন বলেছেন: আমি একদিনই গিয়েছিলাম আর সেদিন ছিল অঝোর ধারায় বৃষ্টি।কার্জন হলের দিকে গাড়ী রেখে হেটে হেটে যেতেই চুপচুপে ভিজে গেলাম। দোকানীরাও সব ঢেকে রেখেছিল তাদের মুল্যবান বইগুলো। বর্ধমান হাউসের পোর্চের নীচে বৃষ্টি থামার অপেক্ষায় অনেকক্ষন দাড়িয়ে ফিরে আসলাম বাসায়।
এভাবেই শেষ হলো আমার এবারের বই মেলা মুন
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬
সায়েম মুন বলেছেন: তাহলে তো দু:খজনক ব্যাপার
২৯| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি পোস্ট টি অনেক দেরীতে দেখার জন্য। আসলে এত এত পোস্ট আর এত এত ব্লগারদের ভিড়ে অনেক পোস্ট নজরে আসেনি। তবে চেষ্টা করছি মেক্সিমাম কষ্ট করে হলেও পোষ্টগুলো সংগ্রহ করতে। আপনার এই পোস্টটি আমার সংকলনে আরও আগেই দেয়া উচিত ছিল দেরীতে হলেও দিয়ে দিচ্ছি আর সেই সাথে আবারো ক্ষমা চেয়ে নিচ্ছি।
১২ ই জুন, ২০১৩ রাত ৯:১০
সায়েম মুন বলেছেন: আয় হায়। ক্ষমা কেন। শতশত পোস্টের ভীরে এত সব পোস্ট সংগ্রহ করছেন এটা অনেক কষ্টের কাজ। নিশ্চয়ই অনেক প্রশংসার। পোস্টটি এ্যাড করার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।
৩০| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৫০
নীরব 009 বলেছেন: এই পোস্ট কেন যেন বুকমার্ক করে রেখেছিলাম এখন সেটা মনে পরছে না। যাই হোক, ১২ তম ভাল লাগা রইলো
০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:০০
সায়েম মুন বলেছেন: হুম। বর্ষার গান বসন্তে গাচ্ছেন দেখি।
ভাললাগা পেয়ে আমারও ভাল লাগলো নীরব। আশা রাখি ভাল আছেন। শুভকামনা।
৩১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৭
অপর্ণা মম্ময় বলেছেন: এইবার বহুত বই কিঞ্ছিলাম মেলা থেকে।
কাপালিকের চোখের রঙ - নির্ঝর নৈঃশব্দ্য
ফ্রেঞ্চ খোঁপায় শ্বাসরুদ্ধ চুলের জোছনা - নম্রতা
অস্পষ্ট আলোর ঘোড়া - মেঘ অদিতি
হাওয়া কাঠের ঘোড়া - গ্যাব্রিয়েল সুমন
সুনীল বাবুর এক টুকরো সুনীল আকাশ - জিনজির
ভাত কাপড় ভালোবাসা ও অন্যান্য - রাবেয়া রব্বানি ( গিফট পেয়েছি )
গল্প সমগ্র - ইনকগনিটো ( গিফট পেয়েছি )
হিগস প্রলয়- আসিফ মেহেদি
সবুজ বোতাম ও অন্যান্য - মাহী ফ্লোরা ( গিফট পেয়েছি )
এছাড়া সবুজ অঙ্গন ( খলিল ভাইয়ের ) , নির্ঝরের সম্পাদনায় - মুক্তগদ্য , অনুপ্রাণন ইত্যাদি ম্যাগ ও কেনা হয়েছে।
এগুলো ব্লগারদের বইয়ের খবর বললাম । এছাড়া আরও বই কেনা ছাড়াও গিফট ও পেয়েছি এবার অনেক বই ।
বইমেলায় এইবার মন ভরে আর ঘুরতেই পারলাম না শাহবাগ নিয়ে আন্দোলনের কারণে। আপনার পোষ্ট আর ছবি দেখে নস্টালজিক হইলাম।
০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৫
সায়েম মুন বলেছেন: আপনার গিফটের বহর দেখে হিংসিত হইলাম। গতবার পেলেও এবার একটা বইও গিফট পাইনি। আবসোস।
আমি এবার একদিনের জন্যই গিয়েছিলাম। ফেব্রুয়ারী মাসে অফিসিয়াল কাজের চাপ খুব বেশী থাকে যার দরুণ দেখে শুনে বই কেনার সময়ই পাওয়া যায় না। আপনার সংগ্রহ দেখে বেশ ভাল লাগলো। আমি কিছু লিস্ট করেছি। সেই লিস্ট অনুযায়ী কিছু বই কিনতে হবে। লিস্টের মধ্যে কবিতার বইয়ের সংখ্যাই সিংহভাগ। এছাড়া পড়ি আর না পড়ি প্রতি মাসেই এক আধটা বই সেলফে ঢুকে যায়।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++ ভালো লাগলো ।
ভালো থাকবেন ভ্রাতা