নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।
১। অরূন্ধতী
শোকের মাতম করে দূরে বসে কেউ কাঁদে
সে কি আমি নই আমার অন্য কেউ
অরূন্ধতী ফেলে গেছে এই দুস্তর প্রান্তরে
আসে না পারাপার নাও।
অরূন্ধতী কথা দিয়েছিল
ঊনত্রিশ ডিসেম্বর ফিরে আসবে
আমি প্রতীক্ষায় আছি ঊনত্রিশ বছর
এখনো কেউ আসেনি।
অরূন্ধতী!
তুমিও কি সেই প্রতীক্ষার তীরবর্তী ফসল
শুকনো চরাচরের আশায় আছো
শীতের টানে একদিন
অঙ্কুরোদগম হবে, ফসল হবে
আমিও কি সেই প্রতীক্ষায় থাকবো
না মাটি খুড়ে খুড়ে জমাট স্যাতস্যাতে
সুড়ঙ্গে প্রবেশ করবো?
অরূন্ধতী!
তুমি শুধু একবার ফিরে আসো এ নিভৃত নিকেতনে
তোমার মৌতাত প্রতীক্ষায়
ঊনত্রিশ বছরের শোক দ্রবীভুত হোক
নির্ঝরের স্বপ্ন ভেঙ্গে চরাচর জাগ্রত হোক।
২। ভীরু অপেক্ষা
ভীরু অপেক্ষা ঠোট ফুলিয়ে ঢোল করেছে। বেড়ার আড়ালে ক্ষীণ চাঁদ। মুচকি হাসির জোছনা। ঠোট গলে গলে আইসক্রিমের মত ঝরছে। উবে যাচ্ছে আলতো স্বাদ।
অপেক্ষা পা দাপিয়ে কাঁদছে। তুলোট পুঁথিতে অপেক্ষা উড়ছে। দোলনা, খেলনালাটিম, ফুটবল মাঠ কাঁদছে দূরে বসে। কেউ কেউ হারিয়ে গিয়ে অপেক্ষার চূড়ান্ত ট্রিগার চেপে যায়। তাই অপেক্ষা ছুটে চলে ভিন্ন কার্নিশে।
৩।
সর্পিল কাতানে
আপনি এক নামজাদা যাদুকর
আপনার বাঁশীতে ছুটে আসে হাজার দর্শক
জোড় তালি চর্তুদিকে
মাতোয়ারা দিশেহারা উপস্থিত জনতা।
একদিন শ্রমিকের ঘামে যে নোনতা ছিল
তা ব্যাপিত হয়েছে বায়ুতে
মাটির অস্তিত্বে শিকড়ের রজ্জুতে
আপনার বাহুতে হৃদয়ের বসতিতে।
সেই শ্রমিকের মাঝে কেউ কেউ হারিয়ে গেলেও
দুঃখিত জাদর বিছিয়ে একজন শ্রমিক
নিরাসক্ত রোদ আলোতে বসে আছে
আপনার অলিন্দের সন্নিকটে
আপনার নৈমিত্তিক সওদাগরীর
কিছুটা বাহিরে।
আপনার ভূবণ ভোলানো সূরের জালে
অনেকের নাম উঠে আসে
কেউবা ফাঁকতালে ঢুকে পড়ে
আপনার হেয়ালী কাননে
কুহুতানে ।
প্রিয় জাদুকর! এদিকে একটু সময় হবে কি!
এক সওদাগর অপেক্ষার প্রহর গুনছে
গুনীনের বানের মত
পুরনো সেই সূরের আহবানে
নতুন দিনের সর্পিল কাতানে
সূক্ষ্ণ কারুকার্য হয়ে ফুটবে বলে।
৪। ফিরতে হবে তাই ফিরছি
ফিরতে হবে তাই ফিরছি। তোমার জন্য ঘর ছেড়ে। সুখের দেয়াল দৌলত ছেড়ে। শ্মশানে পড়ে দিনগুলি গেলো। এখন দূরের মাঠে রোদের অলসতা। তারাও যাচ্ছে চলে ওপারে। নতুন ঘরে। আউশের ক্ষেতের নতুন ফসলও গেছে নতুন গোলায়। অনেক সমাদরে। হাসি গান আদরে। আমি পড়ে আছি ধানের নাড়া। ফসলের গোড়ার সাথে। শূন্য প্রান্তরে। মেঠো ধূলো মেখে। সামনে ঝড় জঞ্জাল আশিনের বান। সবাই ফিরে গেছে মূখোর দিন মুঠোয় ভরে। এখন আর অপেক্ষার অন্ন দেহমনে কুলোয় না। ফিরতে হচ্ছে তাই আগত জঞ্জাল সরিয়ে অনাহূতের মত ফিরছি।
৫। মেয়ে তুমি
মেয়ে তুমি মন খারাপ করে থেকো না
মনে করো তুমি অতলে আছো
একদিন তল খুঁজে পাবে
মারিয়ানা ট্রেঞ্চেরও তল পেয়েছে
কেউ কেউ
পৃথিবীকে ভালবেসে আছড়ে পরে
সাগরের ঢেউ।
সারা দিন সেজেগুজে বসে আছো
সে আসবে
অজানা সুগন্ধে
তুমি ভাসবে।
ধরো সে এলো না
তাই বলে কেঁদে কেটে
চোখের জল ফেলো না
মনে করো সে
ভগ্ন পথে বসে আছে
অপেক্ষার অনুভবে
মেঘেদের ছুটি হলেই
তড়িৎ আলো হয়ে
পৃথিবীতে আসবে।
৬। নিশাচর ভবঘুরে
২/০১/২০১৩, রাত: ২.১৫
কালো কালিতে লেখা হচ্ছে রাত। দিন। সময় হারিয়ে যায় কোথায় কোন অতলান্ত মহাসমুদ্রে। ঘড়ির কাটার টিকটিক শব্দে আয়ু ফুরাচ্ছে চর্তুদিকে। এখানে আয়ু ফুরানোর গান নৈঃশব্দের কানে। ওখানে চারিদিকে ধূসর কুয়াচ্ছন্ন রাত্রী। আটকে আছে এক অজানা গহবরে। উদ্ধারের প্রচ্ছন্ন দুরাশা বুকে নিয়ে জেগে আছি ধুকেধুকে। ছুটে চলছে নৈশপ্রহরীর বাঁশির শব্দ। রাজপথে গাড়ির চাকায় বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যাচ্ছে অন্ধগলির বন্ধ ঘুপচিতে। জেগে থাকা নিশাচর পাখির পালকে প্রহর গুনছে জেগে থাকা মানব মন। ঘুমের কোলে কিছু মানুষ। ঘুমের কোলে চরাচর। ক্যালেন্ডারের পাতা থেকে মুছে যাচ্ছে আর একটি রাত। দিন রাত সময় সব এক কাতারে সামিল করে আগামী দিনের অপেক্ষা। আগামী সূর্যোদয়ের প্রত্যাশায় ঘুমাতে চায় ইনসোমনিয়াকগ্রস্থ এক বিভ্রান্ত পথচারী। রাত্রীভূক দানবের জঠর চিরে আর একটি আলোকিত দিনের প্রত্যয়ে ঘুমাতে চায় নিশাচর ভবঘুরে।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ বিউটি আপি। পুরনো পিকে ফিরে আসছো দেখি।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
ফয়সাল হুদা বলেছেন:
দারুণ সব কবিতাবলী--------ছবিটাও।
পাঠ্যসুখ পেলাম খুব!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভকামনা অনেক।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
জাকারিয়া মুবিন বলেছেন: বিরাট লেখা।
আগের পোস্টে কমেন্ট করেছিলাম। উত্তর পাইনি!!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২
সায়েম মুন বলেছেন: এটা কি ততো বড় পোস্ট। একবার শুরু করলে বেশীক্ষণ লাগবে না।
সেই কমেন্টের উত্তর তো কিছুক্ষণ পরেই দিয়েছি
Click This Link
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
মাক্স বলেছেন: +++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাক্স। শুভকামনা অনেক।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
হাসান মাহবুব বলেছেন: আগের লেখাটা পড়ে যতটা হতাশ হৈসিলাম এই লেখাগুলো ঠিক ততটাই মুগ্ধ করল। এইখানে অনেক কিছু আছে!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কু হামা! আশাগত হইলাম
কিছু কিছু লেখা রসদ বিবর্জিত হয় বুঝি!
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
shfikul বলেছেন: +++++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ শফিকুল।
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
আরজু পনি বলেছেন:
কবিতার রকমফের বেশ লাগল মুন...
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আরজুপনি। শুভকামনা নিরন্তর।
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
কয়েস সামী বলেছেন: প্রত্যেকটাই চমৎকার!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ রইলো। শুভকামনা কয়েস সামী।
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
রেজোওয়ানা বলেছেন: সব গুলাই চমৎকার, তবে সর্পিল কাতান বেশি ভাল্লাগসে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ রেজোওয়ানা। কাতান শাড়ী তোমার পছন্দের বোধয়
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
জাকারিয়া মুবিন বলেছেন: স্যরি বস, অন্যজনের কমেন্ট আপনার এখানে করে ফেলেছি।
কবিতা চরম লাগছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
সায়েম মুন বলেছেন: আচ্ছা ঠিকাছে
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
স্বপনবাজ বলেছেন: অসাধারণ হয়েছে !
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্বপনবাজ। শুভকামনা।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: অসাধারন লেখা। সবগুলোই অনেক সুন্দর। মনে হচ্ছে অনেকদিন পর এমন একটা লেখা পড়লাম যেটা ছুঁয়ে গেল আমাকে!
প্রিয়তে নিলাম।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা জেনে অনেক ভাল লাগলো। অসংখ্য ধন্যবাদ স্বপ্নবাজ বাউন্ডুলে।
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সব কয়টা সুন্দর।
প্রথমটা অনেকদিন মনে রাখার মত।
শুভকামনা, কবি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয়। সব সময় পাশে পাচ্ছি বলে খুব ভাল লাগছে। ভাল থাকুন সব সময়।
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২০
ইনকগনিটো বলেছেন: শেষ এরটা ভাল্লাগসে সবচেয়ে বেশি।
অন্যগুলিও বেশ ভালো হইছে।
শুভকামনা মুন ভালো থাকবেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ইনকগনিটো। শুভকামনা নিরন্তর।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৯
একজনা বলেছেন: ভাল লেগেছে। ফিরতে হবে তাই ফিরছি বেশি ভাল লেগেছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ একজনা। শুভকামনা সব সময়।
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
জোছনা কন্যা বলেছেন: Click This Link
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫
সায়েম মুন বলেছেন: ক্লিকাইলাম। আশা রাখি সহৃদয় কোন প্রকাশক সারা দিবেন।
১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
শহিদুল ইসলাম বলেছেন: ভালো লাগল অনেক
শেষটা বেশী ভাললাগা
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভকামনা রইলো।
১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
মেহেরুন বলেছেন: ১-৬ সবগুলোই ভালো লাগলো। ++++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ রইলো। শুভকামনা সব সময়
১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
নক্ষত্রচারী বলেছেন: মুক্তগদ্য, কাব্য সবমিলিয়ে বেশ উপভোগ্য ।
ভালো লাগা ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ নক্ষত্রচারী। আপনি অনেক দিন পোস্ট দ্যাননা। শীঘ্রই একটা দিয়ে দ্যান। শুভাকামনা রইলো।
২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
স্বদেশ হাসনাইন বলেছেন: ৬
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ রইলো। শুভকামনা কবি।
২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
ফ্রাস্ট্রেটেড বলেছেন: আহ!! অরূন্ধতী !!!
চমৎকার লাগলো সবগুলিই।
শুভ মাঘী পূর্ণিমা। মিসাইয়েন না কিন্তুক।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ ফ্রা....
শুভ হোক পূর্ণিমা!
২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯
মেহেরুন বলেছেন: Click This Link
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মেহেরুন। সময় করে পড়বো।
২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
মুনসী১৬১২ বলেছেন: ওয়াও ওয়াও
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
সায়েম মুন বলেছেন: থ্যাংকিউ থ্যাংকিউ
২৪| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬
জুন বলেছেন: ফিরতে হবে তাই ফিরছি।
বাহ্ খুব সুন্দর একটি কথা। তবে মেয়ে তুমিটা বেশী ভালোলেগেছে মুন।
+
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯
সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আপনি বেশ কয়েকটা পোস্ট পড়ে ফেললেন। এজন্য আন্তরিক কৃতজ্ঞতা রইলো। ভাল থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
শায়মা বলেছেন: বাহ সায়েমভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!