নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিবর্ষায়

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২





১। স্মৃতিবর্ষায়



আপাতদৃষ্টিতে এই মনে হয়

সব কথা শেষ

সব ইতিহাস স্তব্ধ হয়ে আছে এখানে

এই বকুল তলে ফুলের ঘ্রাণে

মধুপের গুঞ্জরণে।



মৃদু মলয়ে শিরশির ধ্বনি উঠে

বাঁশ বাগানের কন্ঠে বাজে

পতপত মধুপাতা গান

স্মৃতিবর্ষায় স্নাত হয় মন।



দূরে সব ইউক্যালিপটাস সারি

কানিবক নীড়ে ফেরে

ধীরে বহে তিস্তা

স্তব্দ ইতিহাস মন্থর পায়ে ছুটে চলে

জলের স্রোতে ভাটির পানে

এক অজানা সুরের গানে

জীবন পথের দূর সায়াহ্নে।



যারা ছিল এতদিন তারাও চলে গেছে

অতি সঙ্গোপনে

গোপন ঘরের গোপন কুটুরীতে

মধু যেমন মৌবনে

ওরা গেছে অতীতের কাটা সরিয়ে

ভবিষ্যতের গোলাপ বনে।





২। মৃতপাখি



আমার চোখ যতদূর যায় ধূসর দেখি। প্রাচীন বটবৃক্ষের ছায়া দীর্ঘতর হয়। আরও ঘোরাচ্ছন্ন হয় লোকালয়। যেন কোথাও কেউ নেই। খা খা দুপুর। তপ্ত রোদে জন্মাতে না জন্মাতেই পড়ন্ত বিকেলে নিজের ছায়া দেখে বিভ্রান্ত হই। একটি মৃত ছায়া আঁকা হয় দিনান্তে। দূরে হারিয়ে যায় অসংখ্য ছায়া। অগুনিত অবয়ব। একলা বৃক্ষটির মত একলা অবয়ব দেখে আতকে উঠি। সিনা টানটান করে বায়ুর বুদবুদ টানি। কুলকুচো করি। বুকে ফুঁ দেই। তবু আমাকে টেনে নিয়ে যায় সময়। এ কোল ও কোল করে। অতলে রাখে। আমার ছায়া আমার কায়া কথা বলে অতি সঙ্গোপনে। আমার অন্ত্যেষ্টিক্রিয়ার অপেক্ষায় থাকে ভূতল বাসি। আমি উঠতে চাই না যেতে চাই না বলে সাষ্টাঙ্গে প্রমাদ গুনি। তবু যেতে হবে বলে সে আমাকে আপেল নাশপাতির লোভ দেখায়। নাছোড়বান্দা আমাকে পাজকোলা করে টেনে নিয়ে যায়। সে যে নিয়মের মিস্তিরি নিয়মেই চলে। ছলে বলে আমায় টেনে নিয়ে চলে। পশ্চাতে পরে থাকে আমার মৃতছায়া। মৃত আর্তি। একটা মৃতপাখি ডানা ঝাপটায় ডালে ডালে।





ছবিঃ নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৬৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: যারা ছিল এতদিন তারাও চলে গেছে
অতি সঙ্গোপনে
গোপন ঘরের গোপন কুটুরীতে
মধু যেমন মৌবনে
ওরা গেছে অতীতের কাটা সরিয়ে
ভবিষ্যতের গোলাপ বনে।

১ম +++

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার প্রথম পাঠ ভাল লাগলো। সুন্দর সুখমাখা দিন কাটুক। :)

২| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭

মাহী ফ্লোরা বলেছেন: বাহ দারুন ! খুব ভাল লাগলো।

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। অনেক দিন পর এখানে দেখে ভাল লাগলো।
এখন খেয়াল করলাম যে মৃতপাখির মত থিম নিয়ে একটা গল্প আগেই লিখে ফেলেছি।
ওটার নাম ছিল "দিকভ্রান্ত পথিকের শেষ ডায়েরী"

৩| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

শুকনোপাতা০০৭ বলেছেন: খুব সুন্দর.. বিশেষ করে মৃতপাখীর কথা গুলো :)

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভবিকেল।

৪| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১২

ভুল উচ্ছাস বলেছেন: কবিতা আর মুক্ত গদ্য দিয়ে আপনি চমৎকার চিত্রায়ন করতে পারেন। দারুন এবং দুর্দান্ত।


শুভেচ্ছা।

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭

সায়েম মুন বলেছেন: প্রেরণাদায়ক কমেন্টের জন্য কৃতজ্ঞতা। ভাল থাকুন। উচ্ছাসে থাকুন। :)

৫| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

জামিনদার বলেছেন: যেভাবে চারদিকে গরম পড়ছে একটু শান্তির বৃষ্টি দরকার।

ঘনঘন দাড়ির ভেতর আমার একটা ভাল লাগা আছে কিন্তু।

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

সায়েম মুন বলেছেন: এখনকার প্রকৃতিতে একটু পরিবর্তনের হাওয়া আনার জন্য। টানা কয়েক দিন বৃষ্টি দরকার।
আপনার ভাললাগা জেনে ভাল লাগলো জামিনদার। আশা রাখি ভাল আছেন। অনেক শুভকামনা।

৬| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

নস্টালজিক বলেছেন: আপাতদৃষ্টিতে এই মনে হয়
সব কথা শেষ





শুরুটা চমৎকার! ভালো লাগলো সায়েম!


শুভেচ্ছা নিরন্তর!

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রানা ভাই। শুভকামনা অবিরাম। :)

৭| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

মুনসী১৬১২ বলেছেন: দুটোই চমৎকার

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮

সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ কবি।

৮| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: বাহ !! বাহ!! দুটোই খুব সুন্দর লাগলো। তবে দুই নাম্বারটা বেশি, অনেকটা বেশি :)

এক এর মধ্যে “বাঁশ বাগানের কন্ঠে বাজে
পতপত মধুপাতা গান”
ভাল লাগল না। পাঠকটু।

ছবিটা অসাধারণ

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০

সায়েম মুন বলেছেন: হাহাহা। ঐ সময় বিশাল একটা বাঁশবাগানের নিচেই বসে ছিলাম। বাতাসে বাঁশপাতায় একটা সুন্দর শব্দ সৃষ্টি হচ্ছিল। কবিতায় প্রকাশ করতে গিয়ে ঐ শব্দটাই মাথায় এসেছে। #:-S

৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার। দুই নম্বরটা বেশি ভালো লাগলো। আপনার দুই হাত ভরে শব্দ আসছে। হিংসা।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২

সায়েম মুন বলেছেন: তাই নাকি! তাইলে আপনার শব্দ বাক্য ইত্যাদি দক্ষতাগুলা আমারে পোটলায় কৈরা ভরায় দ্যান :P

থ্যাংকু!

১০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪০

রবিন মিলফোর্ড বলেছেন:

খুবই ভাল লাগল । দুটোই । :)

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রবিন। আশা রাখি ভাল আছেন। অনেক শুভকামনা।

১১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৯

রেজোওয়ানা বলেছেন: স্মৃতিবর্ষায়, সব ইতিহাস স্তব্ধ হয়ে আছে এখানে........চমৎকার সায়েম!


ছবিটা এত দারুন হয়েছে।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রেজোওয়ানা। শুভকামনা সব সময়।

১২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১

রেজওয়ান তানিম বলেছেন: মোটামুটি লাগল

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ তানিম। শুভকামনা।

১৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।
ভালো লাগলো।।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভদুপুর।

১৪| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৪

আমি-টর্নেডো বলেছেন: নাইস ;)

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস #:-S

১৫| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৪

কষ্ট - ১ বলেছেন: ভাল লাগলো

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস কষ্ট - ১। শুভকামনা।

১৬| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫

জাকারিয়া মুবিন বলেছেন:
বাঁশ বাগানের কন্ঠে বাজে
পতপত মধুপাতা গান


চমৎকার স্মৃতিবর্ষা। নস্টালজিক হয়া গেলাম।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ জাকারিয়া। শুভদুপুর।

১৭| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল +++

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী। শুভদুপুর।

১৮| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ছবি এবং কবিতা দুটোই সুন্দর

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ লায়লা। শুভদুপুর।

১৯| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

অদৃশ্য বলেছেন:




সায়েম ভাই

লিখা দু'টি খুব ভালো লেগেছে আমার.... ২য় টা একটু বেশি ভালো লেগেছে আরকি..

এর মধ্যে অনেক লিখে ফেলেছেন... সময় করে পড়া যাবে লিখাগুলো..

শুভকামনা...

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার উপস্থিতি অনেক ভাল লাগলো। আন্তরিক শুভকামনা।

২০| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

মাক্স বলেছেন: মৃতপাখি!!
১০ম ভালোলাগা!

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাক্স। আন্তরিক শুভকামনা।

২১| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২২

প্রত্যাবর্তন@ বলেছেন: মুগ্ধ না হয়ে পারা যায় !!

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

সায়েম মুন বলেছেন: আপনার মুগ্ধতা আমাকেও মুগ্ধ করলো। শুভদুপুর।

২২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর -২ নম্বরটা বেশি

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম। শুভকামনা।

২৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫০

শায়মা বলেছেন: :)


পিচকি বেবি ভাইয়া!!!!!!!!!

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪

সায়েম মুন বলেছেন: আমি আর বড় হইলাম না। :!> :#>

২৪| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫১

ইখতামিন বলেছেন:
শায়মাপু বলেছেন: :)
পিচকি বেবি ভাইয়া!!!!!!!!!
:) :) :) :)


কবিতায় ত্রয়োদশ ভালো লাগা.
সময়ের টানে আমাদেরকেও নিয়ে যান. :P

ছবিটা কিন্তু অসাধারণ

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

সায়েম মুন বলেছেন:
একা যেতে চাই। আর কাউকে নেয়া যাবে না। ব্যক্তিগত ভ্রমণ বলে কথা। :P
থেংকু।

২৫| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

লাবনী আক্তার বলেছেন: ১৪ তম ভালোলাগা রইল।

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

সায়েম মুন বলেছেন: থ্যাংকস লাবনী। শুভদুপুর।

২৬| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

লাবনী আক্তার বলেছেন: শুভ দুপুর। :) :) কেমন আছেন ভাই ??

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৮

সায়েম মুন বলেছেন: ভাল আছি লাবনী। আশা রাখি আপনিও ভাল আছেন। অনেক শুভকামনা। :)

২৭| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

সকাল রয় বলেছেন:
শব্দচয়ন সুন্দরম তব!

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ সকাল। শুভকামনা।

২৮| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

শাহেদ খান বলেছেন: প্রথমটায় সুন্দর একটা স্নিগ্ধতা। ২য়টা তো দারুণ !

অনেক ভাল লাগা, কবি ! :)

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ শাহেদ। অনেক অনেক শুভকামনা। :)

২৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
২নং সুপার্ব। তিনবার পড়ে ফেললাম! হয়তো আবারো পড়বো।

মুগ্ধতা কবি।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার মুগ্ধতায় খুশী হলাম। শুভকামনা নিরন্তর।

৩০| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
সায়েমাপ্পি, আমি তো একরকম ভুলেই গেসিলাম যে আপনি খুব সুন্দর করে লেখেন। "স্মৃতিবর্ষায়" একটু পুরনো পুরনো গন্ধ লেগে আছে, নদী, ইউক্যালিপ্টাস আর সায়াহ্নের আভাস খানিক নস্টালজিক করে ফেললো, জীবনবাবুর কবিতা আবার পড়োবার খায়েশ হচ্ছে। 'মৃতপাখি' আরো বেশি চমৎকার। ছবিটা সুন্দর কিন্তু, একবার চোখে পড়লে পুরো লেখা না পড়ে উপায় নাই।

[প্রো-পিকে পক্ষী লাগাইছেন তাই টু-থাম্বস-আপ]

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১

সায়েম মুন বলেছেন: জীবন বাবুর কবিতা ইদানীং পড়া হয় না রিজ। আমারও পড়তে হবে। তোমরা তো অনেকেই তেমন লেখালেখি করো না এখানে। কি আর করা আমাকেই কিছুটা লম্বঝম্প করতে হচ্ছে। পুরনোর গন্ধ মাঝে মাঝে দিতে মঞ্চায় বা এসে যায়। এজন্য আমাকে পুরাতন বলতে পারো। সেটা গায়ে গতরে বা লেখার ভিতরে। ছবিটা আমার তোলা ছবিগুলোর মধ্যে অন্যতম ভাললাগা ছবি। তোমারও ভাললাগা জেনে আনন্দিত। #:-S

তুমি মাঝে মাঝে এখানে লেখা দেয়ার চেষ্ঠা চালাইও। তাতে খুশী হইতাম। সানন্দে থাম্বস আপ করলাম।

৩১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০

রাতুল_শাহ বলেছেন: দারুণ লাগলো কবি...........

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ রাতুল। অনেক দিন পর আপনার পদচারণায় মূখর হলো আমার ব্লগ। ভাল থাকুন। আনন্দে থাকুন সব সময়।

৩২| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

১২৩৪ বলেছেন: nice 1 :)

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭

সায়েম মুন বলেছেন: এইটা কেরে। কদ্দিন পর এখানে। ভাল আছো তো ধারাপাত /:)

৩৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫

ফালতু বালক বলেছেন: duitai chorom laglo, mun vai...++++

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ভাল বালক। আপনার ভাললাগায় খুব ভাল লাগলো। শুভকামনা সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.