নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

একদিন নিজেকেই ভুলে যাবো

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭





১। একদিন নিজেকেই ভুলে যাবো



দেখিস একদিন ঠিকঠাক সব ভুলে যাবো

আদাজল খেয়ে গভীরে নামবো না

অথই তল হাতরে নিশানা খুঁজবো না

ঠিক কোন বদ্ধ খুপচিতে আমার অবস্থান ছিল

ঠিক কোন কোন অলিন্দে আমার ঠিকানা ছিল

সব ভুলে যাবো।



ভুলে যাবো বৃষ্টিতে ভেজা সোহাগ রাত

ভুলে যাবো কাগজের নৌকা

ভিজে ভিজে চুপসে যাবো জলে

আমার নোঙর হারাবে

আমার বন্দর

দূর থেকে দূরে সরে যাবে।



আমি ভুলে যাবো গোলাপ বাগান

আমি ভুলে যাবো মায়াবতী উঠান

দু'পায়ে দাপাদাপি দু'দিকে দু'জন

দু'টি দেহ একটি মন।



ভুলে যাবো স্নেহ মমতা

রোদের সন্তাপ জারুল ছায়া

সব কিছু ভুলতে ভুলতে

একদিন আমি

নিজেকেই ভুলে যাবো।







২। অনেক তো হলো



অনেক তো হলো স্রোতে গা ভাসানো

এখন আর ভাসতে ইচ্ছে করে না

ইচ্ছে করে উল্টোপথে চলি

চৌ রাস্তার মোড়ে দাঁড়িয়ে হল্লা করি

ধর। ধর। ধর।

অমনি চর্তুদিক থেকে জনস্রোত এসে

উপচে পড়বে আমার উপর

পাগল ভেবে

এপাশের চোয়াল ওপাশে পাঠিয়ে দিবে

বাস্তুহারা করবে হাঁটুর সন্ধি।



তবু একটা কিছু তো হবে

গা গতরে বেদম ব্যথা নিয়ে কাতরাচ্ছি

তবু একটা কিছুতো হবে

হল্লার দেশে আরও পাগল বাড়বে

বেনামী উদ্ভট মস্তক বাড়বে।



মাঝেমাঝে নামজাদা শাহজাদার চেয়ে

বেনামী মস্তক হলেও মন্দ কি!

নাম ঠিকানাহীন উদ্বাস্তু হয়ে

গন্তব্যহীন হাওয়ায় উড়ছি

জটাধারী সন্যাসের মত

নির্জনতার ছায়াতলে

উদ্দেশ্যহীন ঘুরছি ফিরছি।



কোন নাওয়া নেই খাওয়া নেই

উটকো টানে ঘরে ফেরার তারা নেই।





৩। আমার শব্দহীন জগত



মায়া মমতা সব সুনীল দূরত্বে চলে গেছে। দূরবিনে চোখ রেখে স্নেহ খুঁজি। সুখ খুঁজি। হরিৎ মাঠে ভালবাসারা ঘুমায়। কেতাদূরস্তরা তাদের মোটা দামে রেসের ঘোড়ার মত লাগাম টেনে নিয়ে গেছে। আমি এখন সব ছেড়ে নীল দূরত্বে। সাত সাগরের পাড়ে। অবকাশ যাপন করছি। এই পরবাসে প্রতিদিন ধূলো বালির বাসরে আমার নৈমিত্তিক কার্য শুরু হয়। শেষ হয়। উপযাচে দুটো কথা বলার মতো এখানে কেউ নেই। ভাবতেই ভাল লাগে। আমার শব্দহীন জগত। একান্ত আমার!





ছবিঃ নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৭৮ টি রেটিং +২৭/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ১ম ভাল লাগা ,,,,

মায়া মমতা সব সুনীল দূরত্বে চলে গেছে। দূরবিনে চোখ রেখে স্নেহ খুঁজি। সুখ খুঁজি। হরিৎ মাঠে ভালবাসারা ঘুমায়। কেতাদূরস্তরা তাদের মোটা দামে রেসের ঘোড়ার মত লাগাম টেনে নিয়ে গেছে। আমি এখন সব ছেড়ে নীল দূরত্বে। সাত সাগরের পাড়ে'',,,,,,,,,,,,,,,,,,,, এই কয়টা লাইন প্রাণ ছুঁয়ে গেল,,

কবির জন্য অনেক অনেক শুভকামনা

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪২

সায়েম মুন বলেছেন: আপনার প্রথম পাঠে অনেক ভাল লাগলো লায়লা। অসংখ্য ধন্যবাদ। শুভকামনা।

২| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

লেখোয়াড় বলেছেন:
অনেক তো হলো, এবার থেমে যাবো একদিন, ভুলে যাবো সব, চলে যাবো চিরপারে চিরদিনের তরে।

অনেক ভাল লাগা সামু।
ভাল থাকবেন।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ লেখোয়াড়। শুভকামনা নিরন্তর।

৩| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭

নস্টালজিক বলেছেন: সুন্দর লিখসো, সায়েম!


সহজ আর সুন্দর!

অনেক তো হলো স্রোতে গা ভাসানো
এখন আর ভাসতে ইচ্ছে করে না
ইচ্ছে করে উল্টোপথে চলি
চৌ রাস্তার মোড়ে দাঁড়িয়ে হল্লা করি
ধর। ধর। ধর।





শুভেচ্ছা নিরন্তর!

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ রানা ভাই। অনুপ্রেরণা পাচ্ছি। ভাল থাকুন নিরন্তর।

৪| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩

অন্তি বলেছেন: প্রথমটা অসম্ভব রকমের ভালো লাগছে...

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ অন্তি। অনেক শুভকামনা।

৫| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ২ ভাল লাগলো

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

সায়েম মুন বলেছেন: শুভদুপুর মাসুম।

৬| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

জেমস বন্ড বলেছেন: 5 নং এ প্লাস ;)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৫

সায়েম মুন বলেছেন: আপনের জন্য পরপর পাঁচটা তোপোধ্বনি। ;)

৭| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মাঝেমাঝে নামজাদা শাহজাদার চেয়ে
বেনামী মস্তক হলেও মন্দ কি!


তাই তো বেনামী হলে মন্দ কী!

আপনার অনেক পোষ্ট মিস করছি। একে একে সব পড়া শুরু করবো।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৭

সায়েম মুন বলেছেন: মাঝে মাঝে এরকম হতে ইচ্ছে করে আমার!

কবিকে সুস্বাগতম। কয়েক দিন দূরে ছিলেন বোধয়।

যেগুলো মিস করেছেন, সবগুলো পড়ে মন্তব্য জানাবেন। :P

৮| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

ভুল উচ্ছাস বলেছেন: একেকবার একেক মিনিং বের হয় ক্যান। :( :(


একটা গল্প সাজানো যাক, আমি আর সে :P অনেক সুন্দর জীবন আমাদের, নিজেদের নিয়া অনেক ব্যস্ত, চারিদিকে শুধু ভালোবাসা আর ভালোলাগা, সাজানো ছবির মত জীবন। সব নিমেষেই শেষ করে সে চলে গেলো। :( :(( আমি একাই পড়ে রইলাম। এইখানেই দ্বিতীয় কবিতার আগমন। আমি তারে বিহনে হইলাম বিবাগী অবস্থা। শেষের এলো একটু মুক্তগদ্য সে চলে গ্যাছে না ফেরার দেশে কিন্তু আমার মাঝে আজো হাহাকার, আমি আজো খুজি মনের আনাচে কানাচে তাকেই, তার ছোয়া। :P :P


ইয়ে এই গল্প যদি না পছন্দ হয় তাইলে ডীলিট দিয়েন, ক্যান জানি যা দেখি তার মধ্যেই আমি একজন বিশেষ মানুষকে খুজে পাই। বলেন কবি এইটা কি আমার দোষ? :(

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৪

সায়েম মুন বলেছেন: না না ডিলিটাবো ক্যান। সোন্দর একটা গপ তৈরী করেছেন। পৃথিবীর প্রত্যেকটা গল্প কবিতার ব্যাকগ্রাউন্ডে একটা করে গল্প লুকায়িত থাকে।

২ আর ৩ নম্বরটা কাছাকাছি টাইপের। তেমন বড় কোন গপ নেই। জাগতিক সাংসারিক বিষয়াদি ছেড়ে যাযাবর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন কবি। আর প্রথমটাতো সেই পুরনো অভিমান থেকে উৎসারিত লেখা। :P

৯| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

সেলিম আনোয়ার বলেছেন: দেখিস একদিন ঠিকঠাক সব ভুলে যাবো
আদাজল খেয়ে গভীরে নামবো না
অথই তল হাতরে নিশানা খুঁজবো না
ঠিক কোন বদ্ধ খুপচিতে আমার অবস্থান ছিল
ঠিক কোন কোন অলিন্দে আমার ঠিকানা ছিল
সব ভুলে যাবো।


কবি আমি ভুলে গেছি আমি একসময় রাজা ছিলাম...........কার্জনের রাজা আমার জন্মদিনে পার্টি হতো সাইন্স কেফেতে.....মানুষের ভীড় লেগে যেত?অন্যরাই তার আয়োজন করতো.....আফটার অল রাজা।



দারুন কোবতে .....ভাল হইছেরে সায়েম....



j

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫১

সায়েম মুন বলেছেন: আপনি বস মানুষ। সব ছেড়ে এখন চাকুরী লাইফে। রাজা এখন বন্দী কারাগারে। :P

আন্তরিক ধন্যবাদ রইলো।

১০| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

সেলিম আনোয়ার বলেছেন: like ditey parchhina keney?keney?keney kortipokkho jobab chai

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

সায়েম মুন বলেছেন: সামুর স্পিড বা নেট স্পিড কম থাকলে প্লাস, প্রিয়তে কাজ করে না। সময় করে দিয়ে যাইয়েন। :P
অভ্র ডাউনলোড করে নেন। তাহলে ব্রাউজারের চাকা ঘুরলেও বাঙলা লিখতে পারবেন।

১১| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ৭ম++++আমার লাকি সেভেন।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

সায়েম মুন বলেছেন: প্লাস তাহলে দিয়ে গেছেন। থ্যাংকস কবি। :D

১২| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

আমিভূত বলেছেন: ১ম কবিতায় ভালোলাগা :)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

সায়েম মুন বলেছেন: বাকীগুলা তাইলে ডিলিটাবো :P

থ্যাংকু।

১৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:০০

সোমহেপি বলেছেন: ভাললাগা।
মোলায়েম কবিতা।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

সায়েম মুন বলেছেন: থ্যাংকু প্রতিদিনহ্যাপী। শুভকামনা নিরন্তর :)

১৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫০

গ্রাম্যবালিকা বলেছেন:


অনেক তো হলো স্রোতে গা ভাসানো
এখন আর ভাসতে ইচ্ছে করে না
ইচ্ছে করে উল্টোপথে চলি
চৌ রাস্তার মোড়ে দাঁড়িয়ে হল্লা করি
ধর। ধর। ধর।

আত্মঘাতী কবিতা! :-* :P

তিনটাই ভালো লেগেছে, ভালোলাগা দিয়ে গেলাম। :)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

সায়েম মুন বলেছেন: একদম তাই। কি করবো! মাঝে মাঝে বিবাগী হতে ইচ্ছে করে যে! :P
আপনার ভাললাগা সানন্দে গ্রহণ করলাম। ভাল থাকুন গ্রাম্যবালিকা। :)

১৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

ইখতামিন বলেছেন:

৫০ তম পাঠ্য
১০ ভালো লাগা. ;)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

সায়েম মুন বলেছেন: হুম। হাফ প্যান চুরির জন্য ধইন্যা। :P

থ্যাংকু।

১৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

শুকনোপাতা০০৭ বলেছেন: অসাধারন...সত্যিই অসাধারন... :)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভকামনা সর্বদা। :)

১৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১

অ্যানোনিমাস বলেছেন: মুন ভাই!! পিলাচ!! কেমন আচেন?

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ চয়ন। ভাল আছি। আশা রাখি আপনিও ভাল আছেন। শুভকামনা সব সময়। :)

১৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

হাসান মাহবুব বলেছেন: তিনটা তিনরকম সুন্দর। +++

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯

সায়েম মুন বলেছেন: থেংকু হামা :)

১৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

ফ্রাস্ট্রেটেড বলেছেন: প্রশংসা করলাম :)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০

সায়েম মুন বলেছেন: সাদরে গ্রহণ করলাম। থ্যাঙ্কস ফ্রা....

২০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১

আমিভূত বলেছেন: না না বাকিগুলো ডিলিট করবেন না ,আসলে মানুষের ভালোলাগা তার মনের উপর নির্ভরশীল ,আমার মনটা এখন আপনার প্রথম কবিতার সাথে যায় তাই টাতেই ভালোলাগা দিলাম :)
বাকিগুলাও ভালো হয়েছে মুন ভাই :)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১

সায়েম মুন বলেছেন: ঠিক তাই। দুপুর বেলা পরটা ভাজি সুখাদ্য নয় :)

আবারও থ্যাঙ্কস।

২১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২

না পারভীন বলেছেন: খুব ভাল লেগেছে ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস পারভিন। শুভরাত্রি :)

২২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গত কিছুদিন নেট কানেকশন নিয়ে খুবই ঝামেলায় ছিলাম। কিছুতেই নেট কানেকট হচ্ছিলো না। আজ অবশেষে হলো।

পড়বো তো বটেই। গত একমাসে অনেক পোষ্ট মিস গেসে। অন্তত অনুসারিত ব্লগারদের লেখাগুলো তো অবশ্যই পড়বো।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫

সায়েম মুন বলেছেন: শেষ পর্যন্ত কবি আমাদের মাঝে ফিরে এসেছেন কবি :)

এক মাসের পোস্ট পড়া অনেক কষ্টের কাজ। বেছে বেছে ইর্ম্পটেন্টগুলো পড়ে নিয়েন। ভাল থাইকেন কবি।

২৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১

হাসি .. বলেছেন: মায়া মমতা সব সুনীল দূরত্বে চলে গেছে। দূরবিনে চোখ রেখে স্নেহ খুঁজি। সুখ খুঁজি। হরিৎ মাঠে ভালবাসারা ঘুমায়।


খুবিই সুন্দর কথাগুলো

+++

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫

সায়েম মুন বলেছেন: আপনার কমেন্টও ভাল লাগলো হাসি। সর্বদা হাসি আনন্দে থাকুন। নিরন্তর শুভকামনা।

২৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৮

মনিরা সুলতানা বলেছেন: একদিন নিজেকেই ভুলে যাবো ......।।


ভাল লেগেছে :)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মনিরা। আমার ব্লগে স্বাগতম। শুভরাত্রি। :)

২৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

আরজু পনি বলেছেন:

লেখা মনে হচ্ছে দিনে দিনে আরো শানদার হয়ে উঠছে...

বেশ লাগলো পড়তে।।

১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫১

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ আরজুপনি। শুভসকাল।

২৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কবি মুনাপি ।

১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫২

সায়েম মুন বলেছেন: :|

২৭| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৯

মিষ্টি মেয়ে বলেছেন: আমিও হয়তো একদিন নিজেকেই ভুলে যাবো। :) 8-|

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮

সায়েম মুন বলেছেন: আচ্ছা :)
থ্যাঙ্কিউ।

২৮| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩

রাইসুল নয়ন বলেছেন: ছবিটা সুন্দর ।

আর কবিতা !!!
অসাধারণ ।

ভালো থাকুন কারণে অকারণে ।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন। শুভকামনা সব সময়।

২৯| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

আলম িসিিদ্দকী বলেছেন:
Valo lago janiya jai.
Valo thakun.

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১

সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ আলম। শুভকামনা।

৩০| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১২

মাক্স বলেছেন: তিনটাই ভাল্লাগসে আমার কাছে!!!

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মাক্স। অনেক শুভকামনা।

৩১| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০২

অদৃশ্য বলেছেন:




সায়েম ভাই

১ম টা ভালো লেগেছে.... ২য় আর ৩য় টা অনেক অনেক ভালো লেগেছে আমার....

২য় আর ৩য় টাতে দূর্দান্ত দৃশ্য তৈরী হলো...

শুভকামনা....

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। আপনার উপস্থিতি অনেক ভাল লাগলো। শুভরাত্রি।

৩২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

নিশীপাখি বলেছেন: সুন্দর

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০০

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ নিশীপাখি। শুভরাত্রি।

৩৩| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২১

ফয়সাল হুদা বলেছেন:
৩টি কবিতাই ইউনিক ভাবের.....
৩টিই চমৎকার।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২

সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি। শুভকামনা।

৩৪| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩

মোঃ নুর রায়হান বলেছেন: অনেক তো হলো স্রোতে গা ভাসানো
এখন আর ভাসতে ইচ্ছে করে না
ইচ্ছে করে উল্টোপথে চলি
চৌ রাস্তার মোড়ে দাঁড়িয়ে হল্লা কর

আমার তো মনে হয় পাঠ্যবইয়ে ভাব সম্প্রসারণ হিসেবে যুক্ত করা উচিত।

চমৎকার ইউনিক কবিতা।
সাথে ভালো লাগা।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৪

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা জেনে অনেক ভাল লাগলো। আন্তরিক শুভকামনা রায়হান।

৩৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২

অন্ধ আগন্তুক বলেছেন: ই য়ো !

মুনাপ্পি !

আন্ধা ব্যাক ! :)

ভুলে যাওয়ার কবিতাটা বেশ লেগেছে। আর শেষের কবিতার মনোলগ আপনার কন্ঠে কেন ?

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪

সায়েম মুন বলেছেন: নাইস। পার্টি হবে। ওয়েলকাম ব্যাক। B-))

মাঝেমাঝে নিজেকে বিবাগী দেখতে ইচ্ছে করে। :P

৩৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৬

ভিয়েনাস বলেছেন: হয়তো সত্যি সত্যি নিজেকে একদিন ভুলে যাবো.......

পুরোটাই চমৎকার লাগলো।

প্লাস রইলো :)

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস। অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগলো। শুভকামনা অনেক।

৩৭| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৮

কামরুল হাসান শািহ বলেছেন: প্রথম দুইটা চরম ভালো লাগছে কবি :)

১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩২

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ শাহি। শুভকামনা।

৩৮| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

এম হুসাইন বলেছেন: কোন নাওয়া নেই খাওয়া নেই
উটকো টানে ঘরে ফেরার তারা নেই।



নিজেকে তো সেই কবেই ভুলে গেছি,
এখন বেঁছে আছি এক আত্মবিধ্বংসী হয়ে,
মহাকালের শূন্যতায় বিলিন হওয়ার অপেক্ষায়।


++++++

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

সায়েম মুন বলেছেন: ভাল বলেছেন। ধন্যবাদ হুসাইন। শুভকামনা।

৩৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২

রাতুল_শাহ বলেছেন: আপনাকে ভুলতে দিব না সায়েম ভাই।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

সায়েম মুন বলেছেন: আপনি পাশে থাকলে নিশ্চয়ই সহজ হবে না ব্যাপারটা। /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.