নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

সায়েম মুন

আঙ্গুল-চুষে ওষ্ঠাগত, জীবনের বেহিসেবী, ছিন্নপত্র দোলাচালে, মলিনতর ক্রন্দসী। হিমশীতল হাভাতে, অনাদরে উর্বষী, কাষ্ঠাগত অবিরত, ছন্নছাড়া সন্ন্যাসী।

সায়েম মুন › বিস্তারিত পোস্টঃ

লিরিক্যাল-৫

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২২





১। খুব ইচ্ছে করে



আমার খুব ইচ্ছে করে তোমায় নিয়ে হাঁটি

সকাল বিকেল সাঝ বেলাতে হিমেল বাতাস কাঁটি।



ইচ্ছে করে তোমায় নিয়ে যাই হারিয়ে নীলে

পথ ছাড়িয়ে উড়বো ঐ আকাশ জোড়া ঝিলে।



ইচ্ছে করে আকাশ ছেড়ে নামি অন্তপুরে

শঙ্খচিল আর বিহগ যেথায় খেলে ভরদুপুরে।



ইচ্ছে করে কলকলিয়ে পাহাড় চূঁড়ায় যাই

ঝরণা জলে বৈঠা ঠেলে ময়ুরকন্ঠী বাই।



আমার যত ইচ্ছে আছে আকাশ ভরা তারা

তুমি আমি গুনছি বসে হয়ে পাগলপারা।





২। আমার কোন সাধ নেই



আমার কোন সাধ নেই

মনে কোন বাঁধ নেই

নদীর জল উছলে পড়ে

ছোট্ট কিংবা বড় ঝরে।



খেই হারিয়ে তটরেখা

যেদিক চাই কররেখা

বলছে তুমি কাছে আসো

আর একটুক্ষণ ভালবাসো।



আমি জানি এসব নয়

আমার জন্য শুধুই ক্ষয়

ঝড়ের সাথে পাল্লা মেপে

দূরে থাকি জীবন সপে।



আজকে কেন হঠাৎ বান

মাঝির কন্ঠে একই গান

ত্রিভুবনের মালিক তুমি

রক্ষা করো এইতো নমি।



দিনে দিনে জীবন যায়

কেউতো কারো আপন নয়

একলা থাকা একলা মন

জীবন বোঝা ষোল টন।



দিন শেষে রাত্রি আসে

কাঁধের কাছে সময় হাসে

থাকলি তো দিন মহানন্দে

চল যাই নতুন ধন্দে।





৩। তুমি ইচ্ছে আমি ঘুড়ি



কি এক খেয়ালে বেঁধেছো ঘর

পাই না সকাল সাঝের খবর

তোমার আকাশ তোমার বাড়ি

দিয়েছো সুতো কেটে আড়ি।



আমি উড়ি আর উড়ি

তবু তোমার আকাশে উড়ি

আমি সুতো কাটা ঘুড়ি

তুমি নাটাই নিয়েছো চুরি

ও আমার বুড়ি

ও আমার বুড়ি

যতই বলো উনিশ কুড়ি

আমার গল্প বলা বুড়ি।



তুমি ইচ্ছে আমি ঘুড়ি

তোমার আকাশে উড়ি।



আকাশের ওপারে দেশ

তুমি সেজে আছো বেশ

তবু জল কেন চোখে

বিবর্ন হাসি মুখে।



তুমি ইচ্ছে আমি ঘুড়ি

তোমার আকাশে উড়ি।



কি এক খেয়ালে বেঁধেছো ঘর

পাই না সকাল সাঝের খবর

তোমার আকাশ তোমার বাড়ি

দিয়েছো সুতো কেটে আড়ি।



তুমি ইচ্ছে আমি ঘুড়ি

তোমার আকাশে উড়ি।





৪। মন খারাপের ছুটি



আমি তোমার প্রেমিকাকে বলেছি মেঘ

থাকবে খোলা চুলে শঙ্খ নদীর কূলে

ও মেঘ মন খারাপের গান গেয়ো না আর

গগনেতে লাগাও ঢেউ

ঝরিও ঝরিও মেঘ

ঝরিও ঝরিও।



ভিজিও তার এলোচুল

মুষল বরষে

মন হরষে হরষে

মন হরষে।



মন খারাপের দেশে

হেসে হেসে পথ চলিও মেঘ

তলিও না হাঁটু

ভাঙ্গিও না হৃদয়

মেঘ ঝরিও ঝরিও।



শঙ্খ নদীর কোলে

আসিও মেঘ আসিও

ভাসিও দু'কূল

করিও ব্যাকুল

তোমার প্রেমিকারে

করিও ব্যাকুল

ভাঙ্গো ভুল ভাঙ্গো ভুল

তোমার প্রেমিকার কেশে

পরিও বকুল

মেঘ হাসিও ভাসিও নাও।

মেঘ হাসিও ভাসিও নাও।



ছুটি দাও ছুটি দাও

মন খারাপের ছুটি দাও

গগন টুটি তুমি

ঝরিও ঝরিও মেঘ

ঝরিও ঝরিও।





৫। প্রণমি আকাশ



একটা খাল কেঁটেছিলাম

উত্তরে দক্ষিণে

জল নেই

পূব পশ্চিমে মেঘের ঘনঘটা

বালি ছেঁকে ছেঁকে

হীরা খুঁজি রোজ

পাশের বাড়িতে

চলে ভূরিভোজ।



খাল আছে জল নেই

গাছ আছে ফল নেই।



যেদিকে তাকাই শুধু ধূলি বালি

আমার আকাশে জমছে কালি।



বসে আছি তাই আসবে সুদিন

পৃথিবীর পরে থেকে যাবে ঋণ

মুঠো মুঠো রোদ মুঠো মুঠো বাতাস

সুধিবো ঋণ প্রণমি আকাশ।





ছবিঃ নিজস্ব এ্যালবাম।

মন্তব্য ৫০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

হাসান মাহবুব বলেছেন: ১ নম্বরটা সবচেয়ে ভালো লাগ্লো। প্রথম প্লাস!

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫

সায়েম মুন বলেছেন: আপনার প্রথম পেলাস পেয়ে আনন্দিত। থেঙকু।:D

২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


+++++++

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬

সায়েম মুন বলেছেন: থ্যাংকস কান্ডারী। :)

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:০১

নগর বালক বলেছেন: ++++++++++++++++

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬

সায়েম মুন বলেছেন: থ্যাংকস নগর বালক। শুভকামনা।

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লিরিক্যালে +

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভকামনা।

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
১নং বেশি ভাল্লাগছে।

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬

সায়েম মুন বলেছেন: আবার ধন্যবাদ :)

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর সব কটাই।
প্রথমটা একটু বেশিই, ঝড়ঝড়ে কবিতা।
মুগ্ধ পাঠ।।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয়। শুভদুপুর।

৭| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০

জুন বলেছেন: ইচ্ছে করে তোমায় নিয়ে যাই হারিয়ে নীলে
পথ ছাড়িয়ে উড়বো ঐ আকাশ জোড়া ঝিলে।

আবার বলছো
আমার কোন সাধ নেই
মনে কোন বাঁধ নেই

ঘটনা কি মুন :-*
+
=p~ =p~

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮

সায়েম মুন বলেছেন: কখন যে কি কই আপু। দ্যাশের বেহাল দশার সাথে মনেরও বেহাল দশা /:)

৮| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২

ফয়সাল হুদা বলেছেন:
সত্যিই লিরিক্যাল...
এবং সুন্দর...

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা নিরন্তর।

৯| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮

মেহেরুন বলেছেন: +++++ পোস্ট প্রিয় তে নিলাম সায়েম ভাইয়া। কেমন আছো??
Click This Link

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ মেহেরুন। সুন্দর চলছে লেখাটা।
আমি ভাল আছি। ভাল থেকো ভাইয়া।

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

†kL Av‡bvqvi বলেছেন: ভালো লাগলো। চালিয়ে যান। মেধা আছে।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
আপনার নিকের বেহাল দশা কেন? ফিডব্যাকে মেইল দিয়ে ঠিক করে নিতে পারেন। :)

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ৫টায় ৫ ভালোলাগা......শুভকামনা থাকলো...তুমি না থাকলে জীবনটা এত সুন্দর হত না।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। ঠিক বলেছেন, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না।

১২| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১

শান্তা273 বলেছেন: খুব ভালো লাগলো।
++++++

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ শান্তা। শুভকামনা।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: শুভকামনা থাকল।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

সায়েম মুন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক শুভকামনা।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার একঝাক কবিতা পড়া হলো।
তবে ১ম টা বেষ্ট...............

শুভকামনা কবি।।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬

সায়েম মুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ। শুভকামনা কবি।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

নেক্সাস বলেছেন: অসাধারণ সায়েম ভাই।

অন্তমিলের কবিতা বড় দুর্লভ এখন।

অনেক অনেক ++++

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ নেক্সাস। শুভকামনা নিরন্তর।

১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

বোকামন বলেছেন: শ্রদ্ধেয় কবি,
ভালোলাগা রেখে গেলাম .....

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা জেনে ভাল লাগলো বোকামন। শুভকামনা।

১৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯

জাকারিয়া মুবিন বলেছেন:
প্লাস দিলাম, ভাল্লাগসে।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

সায়েম মুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ জাকারিয়া। শুভকামনা।

১৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮

সোমহেপি বলেছেন: ++++++++++


০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

সায়েম মুন বলেছেন: ধইন্যা প্রতিদিনহ্যাপী :)

১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

মিনাক্ষী বলেছেন: ১ আর ২ নং টা বেশি সুন্দর। :D

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

সায়েম মুন বলেছেন: অনেক ধন্যবাদ মিনাক্ষী। বেশ কিছুদিন পর আপনাকে দেখলাম। আশা রাখি ভাল আছেন। ভাল থাকুন সব সময়।

২০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: সবকটিই অনেক সুন্দর। ছন্দযুক্ত কবিতা পড়ার অন্যরকম মজা আছে একটা; ঠোঁটে লাগিয়ে নেয়া যায়।

"আমার কোন সাধ নেই", "মন খারাপের ছুটি" - শিরোনাম দুইটিতে আলাদা করে ভালোলাগা।

শুভরাত্রি :)

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭

সায়েম মুন বলেছেন: আপনার ভাললাগা জেনে খুব ভাল লাগলো।
অনেক ধন্যবাদ ফ্রা....
শুভদুপুর।

২১| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২০

টুম্পা সাড়া বলেছেন: ালো লাগে নাই...... :P

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮

সায়েম মুন বলেছেন: আপনার ভাল না লাগা থেকে অনুপ্রাণিত হলাম। সেই সাথে ভাল না লাগার মত আরও কবিতা লেখার ইচ্ছে পোষণ করলাম। :P

২২| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫

টুম্পা সাড়া বলেছেন: ি হি হি হি হি হি হি করেন :D

০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

সায়েম মুন বলেছেন:
দাঁড়ান আজকেই লিখে ফেলবো। #:-S

২৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভালো লাগা রইলো অনেক।

০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা অনেক।

২৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪

মুনসী১৬১২ বলেছেন: ভালো লাগা

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭

সায়েম মুন বলেছেন: ধন্যবাদ কবি। শুভকামনা সব সময়।

২৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

সালমা শারমিন বলেছেন: অনেক ভাল লিখেন আপনি, কেবলি মনে হয় আমি কেন পারি ন!!!!!!

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১

সায়েম মুন বলেছেন: তাই! আপনার মুখে ফুলচন্দন ঝড়ুক #:-S
চেষ্ঠা করুন। আপনি অনেক ভাল লিখতে পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.